প্রতিদিন আমি ঘুম থেকে জেগে উঠি এক বিভীষিকাময় অনুভূতি নিয়ে, আশায় বুক বাঁধি- আমি হয়তো হুন্ডুরাসের আরেকটি সকাল দেখতে পাবো। আমি বসবাস করি একটি তালাবদ্ধ দরজার পেছনে,এবং কখনো রাস্তায় বেরুবার সাহস দেখাই না। […]
যদি আপনি এটিই শুনতে চান, তাহলে শুনতে পারেন। কিন্তু প্রকৃত সত্য কিছুটা ভিন্ন।
ব্লগার ক্যারিন স্টেন এর মতে,'পৃথিবীর ভয়ঙ্করতম দেশ’ প্রকৃত অর্থে পর্যটকদের জন্য ততটা বিপজ্জনক নয়।