স্ট্রাইকারের “বৃশ্চিক পদাঘাত” গোলে বলিভিয়ান ফুটবল ইতিহাস রচনা

ন্যাকিওনাল পোতসি হচ্ছে সীমিত পরিসরের প্রথম শ্রেণীর একটি বলিভিয়ান ফুটবল ক্লাব। এটি ২০১২ ফুটবলের ঘরোয়া আসরে সবচেয়ে শক্তিশালী ক্লাবের সাথে খেলে হেরেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ন্যাকিওনাল পোতসির ২৪ বছর বয়সী স্ট্রাইকার গ্যাসটন মেয়ালা বাক্সের বাইরে থেকে একটি “বৃশ্চিক পদাঘাত” দিয়ে বল খালাস করে অভাবনীয়ভাবে গোল করেন।

ফিফা মেয়ালার এই গোলটিকে ২০১২ সালের পুসকাস পুরস্কারের জন্য সেরা ১০টি গোলের একটি হিসেবে মনোনীত করে; যাহোক শেষ পর্যন্ত সেরা ৩টি গোলের মধ্যে এটি নির্বাচিত হয়নি।

ফিফার ইউটিউব চ্যানেলে ফ্রান্স ভিত্তিক একজন ছদ্মনামা ইউটিউব ব্যবহারকারী স্ক্রাইলেকস মন্তব্য করেছেনঃ

আমি বুঝতে পারিনা প্যানাল্টি বক্সের দুইটি বাইসাইকেলের জন্য কতজন লোক ভোট দিতে পারে, যেখানে বাক্সের বাইরে থেকে বৃশ্চিক পদাঘাত দিয়ে করা অভূতপূর্ব একটি গোল আপনাদের কাছে আছে।

এই গোলটি জিলাটানের [ইবরাহিমভিক] টাইকুনডু পদাঘাত হওয়ার যোগ্যতা রাখে। এটি অসাধারন, বলশালী এবং এর আগে কেউ এতোটা দূরত্ব থেকে বৃশ্চিক পদাঘাত দিয়ে গোল করতে পারেনি।

আরেকজন ইউটিউব ব্যবহারকারী পিকলকুনএএমভি লিখেছেনঃ

আমি একজন কলম্বিয়ান এবং ফ্যালকাওকে [যার গোল শীর্ষ ৩ গোলের মধ্যে মনোনীত হয়েছে] পছন্দ করি কিন্তু এই গোলটির পুসকাস পুরস্কার পাওয়া উচিৎ ছিল।

রবার্টো এ্যাকোস্টা (@বিটুএই) [স্প্যানিশ] একজন স্বক্রিয় খেলাধূলা বিষয়ক সাংবাদিক এবং লা পাজ ভিত্তিক টুইটার ব্যবহারকারী। এরকম একটি দর্শনীয় গোলের সর্বাধিক সংখ্যক ভোট না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন,

@btoae: Hay una sola toma del gol, quizá le quita algo de espectacularidad, la LFPB no se caracteriza por la calidad en transmisiones ni pensar en HD.

@বিটুএইঃ গোলটির একটি মাত্র শট রয়েছে। হতে পারে এটি দর্শনীয়ভাবেই দূরে থেকে নেওয়া, এলএফপিবির [বলিভিয়ান পেশাদার ফুটবল লীগ] কোন বিশেষ অংশ দেখানোর জন্য এইচডি (হাই ডেফিনেশন) অথবা ভালো মানের আলোকচিত্রগ্রহণের ব্যবস্থা নেই।

রবার্টো এ্যাকোস্টা আরো বলেছেন যে এই পুরস্কারগুলো মূলত নামী ফুটবল তারকা ভিত্তিক হয়ে থাকেঃ

@btoae: El Balon de Oro 2012 de FIFA es como los Oscar para Blatter, es dificil imaginar una pelicula de bajo presupuesto en una terna.

@বিটুএইঃ ফিফা ব্যালন ডি’অর ২০১২ যেন একেবারে [জোসেফ] ব্লাটারের জন্য অস্কারের মতো। কম বাজেটের কোন চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছে এটা কল্পনা করা বেশ কঠিন।

নিম্নমানের সম্প্রচারের কারণে বছরের সেরা শীর্ষ তিন গোলের মধ্যে গ্যাস্টন মেয়ালার বিস্ময়কর গোলটি স্থান না পাওয়া সত্ত্বেও বৃশ্চিক পদাঘাতে করা গোলটি বলিভিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে দর্শনীয় গোল হয়ে থাকবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .