আলজিয়ার্সের ইতিহাসবিদ নাসেরা বেনসেদ্দিক সতর্ক করেছেন যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দজেমিলাতে চলমান নির্মাণ কাজটি (সেখানকার) প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষকে সংকটাপন্ন করে তুলছে [ফরাসী ভাষায়]। দজেমিলা তার আকর্ষনীয় একটি খিলানের মাধ্যমে অনন্য রোমান স্থাপত্য অভিযোজন ফুটিয়ে তোলার জন্যে বিখ্যাত।