ভাল উদ্যোগ নাকি সব সীমানা ছাড়িয়ে যায়,এবার সীমানা অতিক্রমের এই কাজটি করল একটি বাই সাইকেলে যার নাম বিচ্চিলোতেচা [পর্তুগীজ]। এটি এমন একটি বাইসাইকেল যা একটি ছোট্ট গ্রন্থাগারকে ব্রাজিলের সাওপালো শহরের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যায় ।
এই প্রকল্পটি রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষের বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করার জন্য একটি সৃষ্টিধর্মী এবং গতিশীল প্রচেষ্টা। কারণ একজন পাঠককে গ্রন্থাগার থেকে বই ধার নিতে গেলে সাধারণত ব্যক্তিগত পরিচিতি এবং বাসস্থানের বিস্তারিত বিবরণ প্রয়োজন হয়, যা এই গৃহহীনদের নেই।
বিচ্চিলোতেচা একটি তীব্র প্রয়োজন থেকে উদ্ভূত প্রয়াস, যা যুক্তি সঙ্গত কারণেই সাওপাওলোর অধিবাসী, প্রচারমাধ্যম ও ব্যবসায়ীদের নিকট থেকে সমর্থন লাভ করেছে । আগস্ট ২০১২ পর্যন্ত এক বছর ধরে এটি বই বিতরণ এবং পড়ার অভ্যাসকে উৎসাহিত করছে ।বিচ্চিলোতেচার চালকের নাম রবসন মেন্দনচা নামের একষট্টি বছর বয়সী এক গ্রন্থাগারিক, যিনি সাওপাওলোর রাস্তায় বসবাস করতেন। জর্জ অরওয়েল রচিত অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটি পড়ে তাঁর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তিনি বিশ্বাস করেন পাঠাভ্যাস মানুষের জীবনকে বদলে দেয়।
রবসন মেন্দনচা এই পথটি উন্মুক্ত রেখেছেন যেন অন্যরা তা অনুসরণ করতে পারে, সেজন্য তিনি ওচাস (ওচাস [পর্তুগীজ]) পত্রিকা বিক্রেতাদের সঙ্গে রাস্তায় বেড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে অন্য একটি পোস্ট এবং মেন্দনচা ও গৃহহীনদের সমর্থক হাজারো মানুষের নেতৃত্বে পরিচালিত মভিমেন্ত এস্তাদুয়াল দা পপুলাচাও এম শিতুয়াচাও দে রুয়া [গৃহহীনদের জন্য জাতীয় আন্দোলন] এ ইতঃপূর্বে আলোচিত হয়েছে।
নীচের ভিডিওতে সাও পাওলোয় বিচ্চিলোতেচার কার্যক্রম দেখা যাচ্ছে:
এই উদ্যোগটি ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ (আইভিএম, পরিবেশবান্ধব পরিবহণ সংস্থা) নামক সংস্থার কেন্দ্রীয় কর্মসূচির অংশ। আইভিএম একটি অলাভজনক বেসরকারি সংস্থা, যা শহরের জন্য বিকল্প ও টেকসই পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। সংস্থাটির সভাপতি লিঞ্চলেন পাইভা ইমেইলে উদ্যোগটি কীভাবে শুরু হলো, তা নিয়ে স্মৃতিচারণ করেছেন:
A Bicicloteca é um movimento independente que nasceu em diversos lugares do mundo com o objetivo de chegar onde as bibliotecas tradicionais não chegam e da forma mais simples e barata possível. A bicicloteca dos Moradores de rua nasceu depois de um encontro que eu tive com o Robson Mendonça, ex-morador de rua que saiu das ruas depois de ter lido “Revolução dos Bichos”. O instituto doou a primeira bicicloteca e depois vieram outras doadas pela iniciativa privada.
ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রথম বিচ্চিলোতেচাটি দান করে, বাকিগুলো এসেছে বিভিন্ন ব্যক্তিগত অনুদান থেকে।
একবছরের মধ্যে বিচ্চিলতেচা ১০৭, ০০০ টি বই কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ঋণ দিয়েছে এবং আরো ৩০,০০০ বই সংগ্রহে যোগ করতে যাচ্ছে। বর্তমানে ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রকল্পটি তত্ত্বাবধান করছে, পাশাপাশি এই প্রকল্প গ্রহণে আগ্রহী বেসরকারি সংস্থাগুলোর কাছে তা পৌঁছে দেবার জন্য কাজ করে যাছে। বিচ্চিলতেচা দৃষ্টিহীনদের ব্রেইল (অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন বা মুদ্রণ পদ্ধতিতে ছাপা) বই ধার দেয়, জনবহুল চত্বরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন সড়কে (ঐতিহাসিক পদযাত্রা)'র অয়োজন করে।
এই কর্মসূচিগুলোর একটি ইতিবাচক প্রভাব রয়েছে, আইভিএম এবং বিচ্চিলতেচার এই উদ্যোগ পরিবেশ ও সংস্কৃতি বিভাগে টেকসই নাগরিক পুরস্কার ‘প্রেমিও চিদাদাও সুসতেনতাভে’ [টেকসই নাগরিক পুরস্কার] এর জন্য মনোনয়ন লাভ করেছে, যা এর কাজের স্বীকৃতি স্বরূপ।
এমনকি সেই দুঃসময়ে যখন কতিপয় মানুষের বিদ্বেষের কারণে উদ্যোগটি বন্ধ হবার উপক্রম হয়েছিল, তখনো সাওপাওলো শহর উদ্যোগটির প্রতি নিজের সমর্থন ও সন্মান প্রদর্শন করেছে।২০১১ সালের সেপ্টেম্বরে বিচ্চিলতেচা চুরি হয়ে যায়, কিন্তু স্থানীয় গণমাধ্যমে বিষয়টির গুরুত্বপূর্ণ প্রচার চুরি হওয়া উপকরণগুলো উদ্ধারে বিশেষ ভূমিকা রাখে। কতিপয় মানুষের এই বিদ্বেষ, বিচ্চিলতেচা প্রেমীদের সংহতি আরো দৃঢ় করে তোলে, যার প্রতিফলন দেখা যায় মোভেরে তে। এই মোভেরে একটি অন-লাইন জন-অর্থায়ন (ক্রাউড ফান্ডিং) কেন্দ্র। নিচের ভিডিও চিত্রটির মাধ্যমে দুটি বিচ্চিলতেচা তৈরির জন্য প্রয়োজনীয় ১২ হাজার রেয়াইস সংগ্রহ করা হয়:
সৃজনশীল প্রয়াসের ধারাবাহিকতায় বিচ্চিলতেচায় যুক্ত করা হয় বিনামূল্যের সৌরশক্তি চালিত অন্তর্জাল সংযোগ যা বিচ্চিলতেচা সর্বত্র বহন করে। এবং এটি শুধু গৃহহীনদের জন্য নয়, কোন বাধা ছাড়াই বিচ্চিলতেচা তথ্য-বিনোদন- সংস্কৃতি জগতে সাধারণ মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের প্রবেশাধিকার উন্মুক্ত করে দিয়েছে।
ব্রাজিলের যেখানেই বিচ্চিলতেচা যায় যেখানেই একটি বার্তা নিয়ে যায়— বই জীবন পরিবর্তন করতে পারে। একই ধারণা নিয়ে ‘লাইব্রেরি উইদাউট বর্ডার’ নামক একটি সংগঠন ঝুঁকি ও অভাবের মধ্যে থাকা হাইতির মানুষগুলোর জন্য ভ্রাম্যমাণ গ্রন্থাগার স্থাপন করে বই পড়ার ব্যবস্থা করে দিয়েছে, যা এক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ। পৃথিবীতে গ্রন্থাগার সম্পর্কে সৃজনশীল দৃষ্টিভঙ্গির পর্যাপ্ত সুযোগ রয়েছে।
1 টি মন্তব্য