বাহরাইন: দু’টি বিশিষ্ট সরকারপন্থী টুইটার অ্যাকাউন্ট বন্ধ

এই পোস্টটি আমাদের বাহরাইনের বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

বাহরাইনের স্থানীয় টুইটারমণ্ডল থেকে গত বছরের অস্থিরতার সময়ে অত্যন্ত সক্রিয় সবচেয়ে বিশিষ্ট বেনামী সরকারপন্থী দু’টি টুইটার অ্যাকাউন্টের আকস্মিক অন্তর্ধান ঘটেছে।

@৭আরেঘুম এবং @আলফারু৮  দুই সপ্তাহের সামান্য বেশি সময় ধরে টুইট করছে না; তাদের শেষ টুইটে উভয়েই বলেছে যে তারা কিছু সময়ের জন্যে বিরতি নিচ্ছে এবং তারা “শীঘ্রই” ফিরে আসার আশা করে।

হ্যাশট্যাগ #وين _ الفاروق (কোথায় @আলফারু৮) এবং #وين _ حارقهم (কোথায় @৭আরেঘুম) ইসলামপন্থী সাবেক-সাংসদ শেখ মোহাম্মদ খালিদ (বাহরাইনের বিরোধীদের একজন স্পষ্টভাষী সমালোচক) নাম উল্লেখ না করা [আরবী ভাষায়] কয়েকটি দলের নির্দেশের সঙ্গে অ্যাকাউন্ট দু’টির বিরতির সম্পর্কের আভাস দিয়ে টুইট করার পর থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।:

#وين_الفاروق ؟ وبدأت تأكل عيالها!! ستسمعون عن عدد ممن يكتبون بالتويتر(من السُنة) سيقولون سنأخذ راحة!! #البحرين #বাহরাইন #সৌদিআরব #কিউ৮
@বোয়াম্মার: কোথায় আলফারুক? এটা তার নিজ সন্তানদের বিরুদ্ধে লেগেছে!!!! আপনি (সুন্নিদের মধ্য থেকে) টুইটারে লেখা অনেকের কাছ থেকে শুনতে পাবেন যে তারা একটি বিরতি নিচ্ছে!!

অ্যাকাউন্ট দু’টিই অত্যন্ত বিতর্কিত। অনেকেই তাদের স্থানীয় কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থা মনে করে। ২০১১ সালের ঘটনাবলী পরবর্তী “জাতীয় নিরাপত্তা আইন” এর সময় তারা খ্যাতি অর্জন করেছিল এবং বিক্ষোভকারীদের ছবি পোষ্ট করে টুইটার অনুসরণকারী তাদের সনাক্ত করতে বলার জন্যে তারা পরিচিত ছিল এবং মাঝে মাঝে তাদের ঠিকানা, ফোন নম্বর এবং বর্তমান অবস্থান পোষ্ট করতো।

প্রত্যক্ষদর্শীরা বাহরাইনের স্বাধীন তদন্ত কমিশনের কাছে অভিযোগ করেছে যে সে সময় @৭আরেঘুম-এর নাম উল্লেখ করা ব্যক্তিরা আক্রমণ বা নির্বিচার গ্রেপ্তারের ভয়ে তাদের বাড়িতে ঘুমাতো না। (সম্পূর্ণ প্রতিবেদন)

ফিনানশিয়াল টাইমসের সাইমন কার একটি সংবাদ নিবন্ধে তাকে উল্লেখ করার পরে অজানা কারণে টুইটার @৭আরেঘুম-এর অ্যাকাউন্টটি স্থগিত করে; অ্যাকাউন্টটি শীঘ্রই ফিরে এসে এমনকি আরো বেশি সংখ্যক অনুসারী জোগাড় করে ফেলে।

এতকাল পরে অ্যাকাউন্ট দু’টির হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বিষয়ে অসংখ্য অ্যাকাউন্টের মধ্যে বেশিরভাগই অভিযোগ করেছে যে এদের পিছনের উভয় ব্যক্তি চিহ্নিত হয়ে পড়লে তাদের নিয়োগকারীরা – বাহরাইনের বিভিন্ন স্থানীয় মন্ত্রণালয় – তাদের থামতে বলেছে।

কাহরুমবিএইচ ব্যাখ্যা করেছেন [আরবী ভাষায়]:

الفاروق لم يأخذ استراحة .. ! بعد قصة الكنسية و تحرك الفاروق ضدها تم استدعاء ألفاروق بما انه يعمل في أحد وزارات الدولة و قد خير بين ( لقمة عيشه – وظيفته – ) و بين عمله و تغيرده في تؤيتر و البلاك بيري .. !

و كذلك حارقهم الذي ذكره بسيوني في تقريره بأنه يقوم بنشر بيانات المناهضين للنظام .. يعمل في أحد وزارات الدولة .. تم قطع معاشه ، و أيضا تم تخييره بين ( لقمة عيشه – وظيفته – ) و بين عمله و تغيرده في تؤيتر.. !

@কাহরুমবিএইচ: আল ফারুক বিরতি নেন নি! গির্জার কাহিনী এবং এর বিরুদ্ধে আল ফারুকের আন্দোলনের পর তাকে তার কর্মক্ষেত্রে সরকারী মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তার চাকুরী এবং টুইটার ও ব্ল্যাকবেরির কাজের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়।
এছাড়াও বাসিওনি’র একটি প্রতিবেদনে শাসকগোষ্ঠী বিরোধীদের তথ্য প্রকাশকারী ৭আরেঘুমকে একটি সরকারী মন্ত্রণালয় কর্মরত উল্লেখ করা হয়েছে। তার বেতন কাটা ছাড়াও তাকে তার জীবিকা ও কর্ম এবং টুইট করার মধ্যে যে কোন একটিকে বেছে নিতে বলা হয়।

এই পোস্টটি আমাদের বাহরাইনের বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .