আজ ২৫শে আগস্ট রাত ১টার সময় ফ্যালকন রাজ্যের হুদিবানাতে আমুয়ে শোধনাগারে একটি গ্যাস (তেল) ট্যাংক বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে কমপক্ষে ২৬জনের (ফ্যালকনের মিডিয়া ৩৫জনের মৃত্যু রিপোর্ট করেছে) মৃত্যু এবং ৮৬জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই জাতীয় বলিভারীয় রক্ষী সদস্য। আমুয়ে ভেনেজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শোধনাগার এবং বিশ্বের পাঁচটি বৃহত্তম তেল শোধনাগারের একটি।
এই দুর্ঘটনার পিছনের কারণ এখনো অস্পষ্ট।
পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী চিকিৎসক গাব্রিয়েলা গঞ্জালেজ (@গ্যাব্রিয়েলা২৪০০) [স্প্যানিশ ভাষায়] ভেনেজুয়েলার সাংবাদিক নেলসন বোকারান্দাকে জানিয়েছেন যে শোধনাগারের সতর্কীকরণ ব্যবস্থাটি দুর্ঘটনার আধাঘন্টা আগে সক্রিয় হয়ে তারপর বন্ধ হয়ে যায়।
(@গ্যাব্রিয়েলা২৪০০): @নেলসনবোকারান্দা Las alarmas empezaron a sonar a las 12:30 y al poco rato las apagaron.
উপ-রাষ্ট্রপতি এলিয়াজ হাউয়া এবং পেত্রোলিওস দে ভেনেজুয়েলা (পিডিভিএসএ) এর সভাপতি রাফায়েল রামিরেজ বর্তমানে আমুয়েতে অবস্থান করছেন। তারা বলেছেন [স্প্যানিশ ভাষায়] যে শোধনাগারে আগুন নির্বাপিত না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ কাজ করবে এবং নাগরিকরা রিপোর্ট করা ধোঁয়াটি অগ্নি নির্বাপক দলের পরিস্থিতি নিয়ন্ত্রণেরই অংশ। তার উপর তারা আশ্বস্ত করেছেন যে সরকার ক্ষয়-ক্ষতির সম্পূর্ণ দায়-দায়িত্ব গ্রহণ করবে।
অনলাইনে প্রচারিত ছবি এবং ভিডিওতে প্রদর্শিত অঞ্চলটি দেখে মনে হচ্ছে তা বিস্ফোরণ নয় বরং ভূমিকম্পে আক্রান্ত। নোটিসিয়াস ২৪ [স্প্যানিশ ভাষায়] বিয়োগান্তক ঘটনাটির শুরু থেকে আমুয়েতে উপস্থিত আলোকচিত্রী হেক্টর সিলভার ছবি সংগ্রহ করেছে।
ইউটিউবে বিস্ফোরণের বেশ কিছু নাগরিক ভিডিও ভাগাভাগি করা হচ্ছে:
সংবাদপত্র লা ভেরদাদ (@লাভেরদাদওয়েব) [স্প্যানিশ ভাষায়] রিপোর্ট করেছে [স্প্যানিশ ভাষায়] যে শোধনাগারের চারপাশের এলাকায় প্রোপেন গ্যাসের গন্ধ রয়েছে; গন্ধটি অনেকটা কাঁদানে গ্যাসের গন্ধের মতো।
হোসে লুই কোভা এররে (@হোদাএলেকোভা) [স্প্যানিশ ভাষায়] টুইটারে মন্তব্য করেছেন:
@হোদাএলেকোভা: El radio de accion de la explosion d las esferas d propano es devastador.. La entrada a Judibana y todo alrededor esta Destruida
এছাড়াও তিনি ভেনেজুয়েলাতে বদেগনস নামে পরিচিত একটি খাদ্য এবং এলকোহল জাতীয় পানীয়ের দোকান লুটের কথা রিপোর্ট করেছেন:
@হোদাএলেকোভা: El bodegon Lizolca a la entrada de judibana Fue Saqueado!
বিস্ফোরণে আহত অধিকাংশ লোককে কাইস সিয়েরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পর্যাপ্ত সরবরাহ নেই, গাব্রিয়েলা গঞ্জালেজ (@গ্যাব্রিয়েলা২৪০০) [স্প্যানিশ ভাষায়] যেমন রিপোর্ট করেছেন:
@gabriela2400: Hospital Calles Sierra Necesita: antibióticos, plasma, sangre, analgésicos, morfina, demerol, gasas, ringer, sol fisiológica.
আমুয়ে ক্ষতিগ্রস্তদের জন্যে প্রেসিডেন্ট হুগো শাভেজ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
1 টি মন্তব্য