কুয়েতের নেট নাগরিকরা একটি প্রাচীন প্রথার বিরুদ্ধে তাদের অসোন্তষ প্রকাশ করছে, সে প্রথা অনুসারে গোষ্ঠীর প্রধান বা শেখকে নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করা হয়। এই প্রথা ভাঙ্গার জন্য, তারা #الشعب_أبخص [আরবী ভাষায়] নামক হ্যাশট্যাগের অধীনে টুইট করছে, আরবী এই হ্যাশট্যাগের অর্থ হচ্ছে “ জনতা এর চেয়ে ভালো জানে”।
কুয়েতের একটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক আলি আল সানাদ লিখেছেন:
@আল_সানাদ: তারা বলছে, “শেখ যা জানে তাই সর্বোত্তম” যা এক অসুস্থ সংস্কৃতির প্রতিফলন, এই বিষয়টি অনুসারী তৈরি করে এবং তারা হয় কঠিন মানসিকতার ব্যক্তি। এটা সম্পূর্ণ নাগরিকত্বকে গ্রহণ করে না। আর তাই এখন সময় এসেছে, “জনতা ভালো জানে” বাক্যটি এর জায়গা স্থাপন করা।
তারিক আল মুন্তারি এতে সাড়া প্রদান করেছেন :
এবং ওমর আলেসা এর সাথে যোগ করেছে:
@ওমর_আলেসা: জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আপনাদের ৫০ বছর সময় দিয়েছে এবং আপনারা একটার পর আরেকটা ব্যর্থতার খেলায় মত্ত, আর ক্রমশ খারাপ থেকে আরো নিকৃষ্ট হচ্ছেন। এছাড়াও, আপনারা যথারীতি প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন, কারণ জনতা আরো ভালো জানে।
এদিকে, তালাল আল হারাবি ব্যাখ্যা করছে:
إلى غير رجعة ياحقبة العصور المُظلمة .. ! فلقد تحررت العقول وتصدر الأمة شباب يريدون أن يسطروا التاريخ بطريقتهم وأسلوبهم وفكرهم ف #الشعب_أبخص
কিন্তু বার্জাস আল বার্জাস একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তিনি লিখেছেন:
খালিদ আল রাজাহি উপসংহার টেনেছে এভাবে:
@খালিদ_আলরাজাহি: জনতা ভালো জানে, কারণ আসলেই জনতা ভালো জানে।