২৪শে জুলাই, ২০১২ তারিখে ঘানাতে বিয়োগান্তক ঘটনা ঘটেছে: একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতি মৃত্যুবরণ করেছেন এবং সেটা নির্বাচনের বছরে। ঘানা টেলিভিশনে (জিটিভি) সম্প্রচারের সময় সংসদ সদস্যদের বিষন্ন মুখ দেখা যায় এবং সংসদের আবহাওয়ায় স্তব্ধ ও বিষণ্ণতা পরিলক্ষিত হয়। রাত ৮টা নাগাদ ঘানার উপ-রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা ঘানা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
কিন্তু খবরটি (আনুষ্ঠানিকভাবে) প্রকাশিত হওয়ার চার ঘন্টা আগে থেকে ঘানাবাসী তাদের আঘাত ও বিষণ্ণতা প্রকাশ করার জন্যে টুইটারে নেমে পড়ে। গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত করার আগেই রাষ্ট্রপতির মৃত্যু সংক্রান্ত টুইটগুলো সামাজিক মিডিয়া সাইটে আঘাত করতে শুরু করে।
মাইজয়অনলাইন.কম মৃত্যুর ঘোষণার পর পর প্রকাশিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন কয়েক ঘন্টা পরে রাষ্ট্রপতির বিদায় লগ্নকে বুঝিয়ে উপযুক্ত একট ছবি যোগ করে আরো বিস্তারিতভাবে প্রকাশ করেছে:
রাষ্ট্রপতি জন ইভানস আটা মিলস মৃত। মঙ্গলবার বিকেলে ৩৭ সামরিক হাসপাতালে তিনি মারা যান। সামরিক বাহিনীর প্রধান জন হেনরি মার্টি নিউম্যান স্বাক্ষরিত একটি বিবৃতি মৃত্যুটি নিশ্চিত করেছেন। ১৯৯২ সালের সংবিধানের ৬২ ধারা অনুযায়ী উপ-রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামাকে পরিপূর্ণ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করানোর জন্যে আবার সংসদের অধিবেশন বসতে যাচ্ছে।
এছাড়াও এটি তথ্য মন্ত্রণালয় থেকে মৃত্যু নিশ্চিত করা সরকারী বিবৃতিটির একটি সংযোগ সরবরাহ করে।
ঘানার টুইটারমণ্ডলে রাষ্ট্রপতির মৃত্যু আলোচিত বিষয়ে পরিণত হয়েছিল।
@মিজ আবেনা আনান: #ঘানার জন্যে বিষন্ন দিন – আমাদের রাষ্ট্রপতি জন ইভানস আটা মিলস মারা গিয়েছেন #জনইভানসআটামিলস
@নী _আয়ের্তি: #ঘানা আমাদের রাষ্ট্রপতি জন ইভানস আটা মিলস চলে গিয়েছেন। এই মানুষটি তার মৃত্যুর আগে অনেকবার মারা গিয়েছেন। তার আত্মা শান্তিতে থাকুক। #এফবি
খবরটি পরিণত হতে হতে আরো প্রতিক্রিয়া এবং তথ্য বের হতে শুরু করে:
@নী _ আয়ের্তি: রাষ্ট্রপতির মৃত্যুর ঘোষণার পর থেকে এখন মোবাইল নেটওয়ার্ক ভাল কাজ করছে না – কলগুলো কেটে যাচ্ছে। #রাষ্ট্রপতিমিলসেরমৃত্যু
@মিজ আবেনা আনান: অভ্যন্তরীণ সূত্র থেকে বিশেষ তথ্য: #রাষ্ট্রপতিমিলস জ্ঞান হারিয়েছেন এবং ৩৭ সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আজ। নিয়ে আসার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। #ঘানা
@ভিকিরোমিও: রেডিও সাংবাদিকরা বলেছেন আক্রার বাসিন্দারা কয়ামে এনক্রুমাহ সার্কেলে জড়ো হচ্ছে। কিছু কিছু বাজারে মহিলারা বিক্রি বন্ধ করে দিয়েছে #রিপমিলস #ঘানা
@পালকপ্রকল্প: এখন স্পষ্ট কেন ওবামা নাইজেরিয়া না করে ঘানা পরিদর্শন করেছেন…
@ইঅ _পি: আমি নতুন রাষ্ট্রপতির মধ্যে নতুন একটি আশার অনুভূতি অনুভব করতে পারছি
ঘানার নতুন রাষ্ট্রপতি হিসেবে জন মাহামার শপথ গ্রহণের পরের দিন টুইটার আরো টুইটে প্লাবিত হয়:
@আফ্রিকাটেকি: ঘানার নতুন রাষ্ট্রপতির আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ অভিজ্ঞতা রয়েছে http://bit.ly/NJ7QYt @ও আফ্রিকা হয়ে
@আদওয়াজিমাহ: জাগো ঘানার যুবসমাজ, তোমার দেশের জন্যে। জাতি তোমাদের নিষ্ঠা দাবি করে…..
এটা খুবই স্পষ্ট যে স্বচ্ছন্দ রাজনৈতিক পরিবর্তন ঘানাবাসীর অন্তরে গণতন্ত্রের উপর একটা আশার বোধ সঞ্চার করেছে।