সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে আজারবাইজানের বাকুতে অবস্থিত হায়দার আলিয়েভ সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। তেল সমৃদ্ধ প্রজাতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপতি ও বর্তমান রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের পিতার নামে ভবনটির নামকরণ করা হয়। বর্তমান রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ ২০১২ সালের মে মাসে ভবনটি উদ্বোধন করেন। ইরাকি- ব্রিটিশ স্থপতি জাহা হাদিদ ভবনটির নকশা প্রস্তুত করেন। কেন্দ্র নির্মাণের ব্যায় ২৫০ মিলিয়ন ডলার আর এফ ই/ আর এল প্রদান করেছে।
বিলিয়ন পেট্রো- ডলার বিনিয়োগে আজারবাইজানে স্থাপত্য নির্মাণ নজিরবিহীন মাত্রায় পৌঁছে। আধুনিক এ ভবনটি ছিল প্রকৌশলের চুড়ান্ত নিদর্শন। ডিসকভারি চ্যানেল এ বিষয়ে একাধিক প্রামান্য পর্ব নির্মাণ করে। টুইটার ও ফেসবুকের মত অনলাইন প্রচার মাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপণে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
@LvIsmylv: Heyder Aliyev center yanır pic.twitter.com/pNOEAAQ6
@সাকিতগ্লুঃ হায়দার আলিয়েভ কেন্দ্র পুড়ছে! #বাকু #আজারবাইজান pic.twitter.com/ZoKag7Kd
ইউটিউবেও ভিডিও আপলোড করা হয়েছে:
@nhacizade: Bakü'de yanan (http://bit.ly/NmuGHS) HA Kültür Merkezi inanılmaz güzel bir binaydı, üç hafta önce çektiğim hali: http://twitpic.com/a9m35m