বাহরাইন: জ নামক কারাগারের ভয়ঙ্কর পরিবেশ নিয়ে টুইট করা

এই প্রবন্ধটি বাহরাইন বিক্ষোভ ২০১১-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

বাহরাইনের নেট নাগরিকরা অনলাইনে এক র‍্যালির আয়োজন করেছে, কেন্দ্রীয় জ নামক কারাগারে ভয়াবহ পরিবেশের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য, যে কারাগার হচ্ছে অন্য কারাবন্দীদের সাথে গ্রেফতারকৃত রাজনৈতিক বন্দীদের আবাসস্থল।

বাহরাইনে, ১৪ ফেব্রুয়ারি, ২০১১-এর গণ বিক্ষোভের বিরুদ্ধে পরিচালিত অভিযানের পরে, সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে শত শত নাগরিককে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং কারাদণ্ড প্রদান করা হয়।

এই গ্রীষ্মে কারাগারে বন্দী অবস্থায় যারা যন্ত্রণার মধ্যে দিনাতিপাত করছে, তাদের পরিস্থিতি এবং তাদের যে সব অপমান সইতে হচ্ছে সেই বিষয়টি তুলে ধরার জন্য আইনজীবী রিমা খালাফ টুইটার ব্যবহার করছে।

ভদ্রমহিলা টুইট করেছেন:

المعتقلين في البحرين يتم سجنهم في سجن جو حيث يفتشون في كل مرة ينقلون فيها للمحكمة بتعريتهم وتفتيش المناطق الحساسة ‎‪#Bahrain‬ ‎‫#سجن_جو
@লইয়ারিমাখালাফ:বাহরাইনে আটকৃতদের জ নামক কারাগারে বন্দী করে রাখা হয়েছে, যেখানে সব সময় তাদের উপর নজর রাখা হয়। আদালতে নিয়ে যাবার সময় তাদের সকল পোষাক অপসারণ করা হয় এবং তাদের গোপনাঙ্গ পরীক্ষা করে দেখা হয়।

এর সাথে ভদ্রমহিলা যোগ করেছেন:

المعتقلين في البحرين يتم سجنهم في سجن جو مبنى ٤ حيث ماء الاستحمام يغلي من حرارته و درجة حرارة الجو تفوق ال٥٠ درجة ‎‪#Bahrain‬ ‎‫#سجن_جو

@লইয়ারিমাখালাফ:ওই সমস্ত আটকৃতরা জ নামক কারাগারে চার নাম্বার ভবনে বন্দী। তাদের নোংরা পানিতে জোর করে গোসল করতে বাধ্য করা হয়, বিশেষ করে যখন সেখানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

আরেকটি টুইটে, খালাফ লিখেছেন:

المعتقلين في البحرين يتم سجنهم في سجن جو مبنى ٤ حيث لا يوجد ماء صالح للشرب ‎‪#Bahrain‬ ‎‫#سجن_جو‬

@লইয়ারিমাখালাফ: বাহরাইনে যাদের কারাগারে প্রেরণ করা হয়েছে তাদের চার নম্বর ভবনে বন্দী করে রাখা হয়েছে, যেখানে পানের উপযুক্ত পানি নেই।

এবং তিনি সাথে আরো যুক্ত করেছেন:

المعتقلين في البحرين يتم سجنهم في سجن جو حيث احد المباني بلا تكييف و تصل درجة الحرارة لدينا لما فوق ال٥٠ ‎‪#Bahrain‬ ‎‫#سجن_جو

@লইয়ারিমাখালাফ: এই সমস্ত আটককৃতদের জ কারাগারে রাখা হয়েছে, সেখানে একটি ভবনে শীতাতপ নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। কখনো কখনো এখানকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

সাইয়েদ হাসান এর সাথে যুক্ত করেছে:

@ওয়েলএক্সট: এই উত্তাপ আর গরম আবহাওয়ায় #বাহরাইনের রাজনৈতিক কারাবন্দীদের উপর চালানো গণ অত্যাচারের কথা স্মরণ করুন। আর জেনে রাখুন #জকারাগারে শীতাতপ নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। #জাওপ্রিজন_ইউদাআউট_এসি(জ কারাগারে শীতাতপ নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই)

আরো প্রতিক্রিয়ার জন্য এই হ্যাশট্যাগটি যাচাই করুন [আরবী ভাষায়]

এই প্রবন্ধটি বাহরাইন বিক্ষোভ ২০১১-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .