মিশর: নতুন রাষ্ট্রপতি মোহামেদ মোর্সি

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশরের নির্বাচন ২০১১/১২–এর অংশ। 

মোহামেদ মোর্সি মিশরের নতুন রাষ্ট্রপতির নাম। নেটনাগরিকেরা মিশরের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা শোনার জন্যে তাদের পায়ের পাতার উপর ভর করে ছিল।

সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের প্রধানমন্ত্রী আহমেদ শফিক মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহামেদ মোর্সির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হন।

হোশাম ঈদ ফলাফল [আরবী ভাষায়] ঘোষণার আগেই তার মনস্থির করেছিলেন:

يسقط الرئيس القادم
@ঈদএইচ: পরবর্তী প্রেসিডেন্ট নিপাত যাক

নির্বাচন কমিটির প্রধান ফারুক সুলতান ঘোষণার আগে একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন, যেটা নেটনাগরিকদের উপহাসের খোরাক হয়েছে।

হাইসাম এহিয়া কৌতুক করেছেন:

الثورة الجاية فكروا مانعملش لجنة انتخابات
@জারেলকামার: ভেবে দেখুন পরবর্তী বিপ্লবে আমাদের কোন নির্বাচন কমিটি রাখা উচিৎ কিনা

বাসেম ফাথি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন:

فاروق سلطان رئيس لجنة الانتخابات بيحيي فاروق سلطان رئيس المحكمة الدستورية على احكامه التاريخية

@বাসেমফাথি: নির্বাচন কমিটির প্রধান ফারুক সুলতান তার ঐতিহাসিক রায়গুলোর জন্যে সাংবিধানিক আদালতের প্রধান ফারুক সুলতানের (নিজের) প্রশংসা করেন

রবিন উইগলসওয়ার্থ টুইট করলে আরো হাসির উদ্রেক ঘটে:

@রবিনউইগ: আশা করি তিনি হয়তো সৈয়দ বন্দরে হুক্কার লালীগুড়ের দাগের কারণে বাতিল হওয়া প্রতিটি ভোট ব্যালটের বিস্তারিত বিবরণ তৈরী করতে শুরু করবেন।

কৌতুকের কথা বাদ দেয়া হলে, এটা অনেক মিশরীয়র কাছে হাসির কোন বিষয়ই নয়। পাকিনাম আমের উল্লেখ করেছেন:

@পাকিনামআমের: যতবারই ঘোষক “রা২(টু)ঈস” (তা যে কোন কারণেই হোক) বলেছেন আমার হৃদপিণ্ড ততবার একটা করে বিট মিস করেছে। #অট্টহাসি #ইজিনির্বাচন

অমল ঘান্দুর প্রশ্ন করেছেন:

@অমলঘান্দুর: ওহ, কেন, কেন, কেন সঠিক বিষয়ে আসার আগে আমাদেরকে সবসময় একটি মহাকাব্যিক বক্তৃতা সহ্য করতে হয়। #মিশর।

এবং সারা হুসেন চিৎকার করে উঠেন:

@সারাহুসেইন: ওহ্ হচ্ছেটা কী, (জলদি) ফলাফল ঘোষণা করুন #মিশর

জ্যাক শেংকার যোগ করেছেন:

@ভাড়াটেবালক: গোল্লায় যাক সব, এই হারে হাজারখানেক মান্ধাতা  আমলের আমলাতান্ত্রিক অসারদের হাতে পড়ে বিপ্লবের মৃত্যু হতে যাচ্ছে #মিশর

তাহরির থেকে ইভান হিল রিপোর্ট করছেন:

@ইভানচিল: তাহরিরের প্রত্যেকেই এই প্রস্তাবনার সময় মাথার উপর হাত রেখে খুব বিরক্ত হয়ে যায়।

মিশর থেকে আরো প্রতিক্রিয়ার জানার জন্যে সঙ্গে থাকুন।

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশরের নির্বাচন ২০১১/১২–এর অংশ। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .