৫ জুনের মধ্যরাতে, একটি ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা অঞ্চলে একটি মুরগির খামারে হামলা চালিয়েছে, যা ডজন খানেক মুরগির জীবন এবং খামার মালিকের আয়ের উৎস কেড়ে নিয়েছে।
এই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে, টুইটার ব্যবহারকারীরা ব্যাঙ্গাত্মক হ্যাশট্যাগ, #JihadiChickenBrigade (জিহাদীচিকেন ব্রিগেড), ব্যবহার করেছেন যা দ্রুতই বিশ্বে আলোচিত হয়েছে।
বিশ্বে অন্যতম শক্তিধর সামরিক বাহিনীর কেন একপাল মুরগির উপর হামলার প্রয়োজন হল তা সবাই বুঝতে গিয়ে এই হ্যাশট্যাগ প্রচলন করেছে। উপসংহার ছিল মৃত মুরগিগুলো ইসরাইলের বিরুদ্ধে অবশ্যই “সন্ত্রাসী” কর্মকান্ডে জড়িত ছিল, এবং আরো কৌতুক হয়েছে।
কম্পিউটার গেম অ্যাংরি বার্ডসের কথা উল্লেখ করে, টুইটার ব্যবহারকারী Matout7 (মাতুত৭) প্রশ্ন করেছেনঃ
@matout7 (মাতুত৭): ইসরাইলের এসব কি! অপারেশন অ্যাংরি বার্ডস? #JihadiChickenBrigade (#জিহাদী চিকেন ব্রিগেড)
হাসেম শোপলাক মন্তব্য করেনঃ
@আইএমহোসাইনআহমেদ: #JihadiChickenBrigade (#জিহাদী চিকেন ব্রিগেড খবরঃ জিহাদি মুরগিগুলোকে ইসরাইলি সীমান্তে ডিম বিস্ফোরক বহন করতে দেখা গেছে।
একইভাবে ভেবে, মোহাম্মদ রাফি টুইটবার্তা দিয়েছেনঃ
@MohammadRafi87(মোহাম্মাদরফি৮৭): নাবলাসে #JihadiChickenBrigade- (#জিহাদী চিকেন ব্রিগেড এর এক সদস্যের একটি ঘরে ছয়টি ডিম পাওয়া গেছে।
ওমেগা-৩ সমৃদ্ধ ডিমের কথা উল্লেখ করে, আলি আবুনিমাহ লিখেছেনঃ
@আলিআবুনিমাহ: #JihadiChickenBrigade এর ওমেগা-৩ বিহীন মিসাইল
আয়ারল্যান্ড প্যালেস্টাইন মৈত্রী সংগঠন এই হাস্যরসে যোগ দিয়েছেঃ
@আইপিসিএস৪৮: গাজায় ইসরাইল সত্যি কিছু পালক পেয়েছে। এক বক্তা মুরগি বলেছে “ইহুদী শাসনের অবসান ঘটানোর এখনই সময়” #JihadiChickenBrigade
গাজায় টুইটার ব্যবহারকারী ওয়েলশ কৌতুক করে বলেনঃ
@ওয়েলশ ইন গাজা: আইডিএফ কর্তৃক ঘোষণাঃ #JihadiChickenBrigade এর নেতাকে ধরিয়ে দিন, জীবিত অথবা ঝলসানো।
লেবানিজ ব্লগার লেইলা ইয়াসির আরাফাতের ১৯৭৪ সালের জাতিসংঘ অধিবেশনে বিখ্যাত ভাষণ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, যেখানে তিনি বলেছিলেনঃ “আজ আমি একটি জলপাই শাখা এবং এক মুক্তিযোদ্ধার বন্দুক নিয়ে এসেছি। আমার হাত থেকে জলপাই শাখাটি যেন না পড়ে যায়।” তিনি টুইট করেনঃ
@এলসাল৯২: #JihadiChickenBrigade: আজ আমরা এক হাতে একটি ডিম ও আরেক হাতে একটি বন্দুক নিয়ে এসেছি। আমার হাত থেকে ডিমটি যেন না পড়ে যায়।
সাদগাজা যোগ করেনঃ
@সাদগাজারে: #JihadiChickenBrigade ফিলিস্তিনি ব্যঙ্গগুলো প্রতিবাদীমূলক। হ্যাঁ। আজ ও দিনে দিনে ইসরাইলের ক্রমাগত নির্বুদ্ধিতার জন্য আমরা ব্যঙ্গ করছি।
এবং হাসিনা গোরি লিখেছেনঃ
@মিজ_হাসিনা: মনে হচ্ছে ইসরাইলের মুখে আজ ডিম পড়েছে। #JihadiChickenBrigade