বার্মা [মায়ানমার]- থাইল্যান্ড সীমান্তে রাইজিং ভয়েসেস এর অনুদান প্রকল্প “কারেন বর্ডার নিউজ’ তাদের অডিও পডকাস্ট কর্মশালা চালু করেছে। এই সংক্ষিপ্ত ভিডিওতে রেডিও সাংবাদিকতা বিভাগের ছাত্ররা, তাদের অভিজ্ঞতা তুলে ধরছে।
তাদের ব্লগ পোস্টে থেকে:
প্রথম পর্বের প্রশিক্ষণের সময়, আমরা চারটি বিষয়ের উপর মনোযোগ প্রদান করেছি, সংবাদ লেখনি, অডিও রেকর্ডিং এবং সম্পাদনা, এবং প্রচার করা। এই কর্মশালায় কেসএনজি প্রচার মাধ্যম কর্মীরা বেশীরভাগ প্রশিক্ষণ পরিচালনা করেছে। দুজন বিশেষজ্ঞকে আমরা প্রশিক্ষণ প্রদানে আহ্বান জানাই, এদের একজন হচ্ছে ইন্টারনিউজে কাজ করা অঙ্গ নাই এবং অন্যজন জ্যাক চান্স, যিনি একজন অভিজ্ঞ রেডিও প্রডিউসার এবং প্রচার মাধ্যম প্রশিক্ষক। প্রশিক্ষণ কর্মসূচি ছাড়াও আমার কয়েকজন ছাত্রকে কিছু প্রচার মাধ্যমের উপাদান সরবরাহ করেছি, যার মধ্যে রয়েছে খাতা বা নোটবুক, প্রচার মাধ্যম গাইডবই এবং অডিও রেকর্ডার।
কারেন বর্ডার নিউজ এজেন্সি ব্লগ অতীতের এক ব্লগ পোস্ট-এ, মায়ানমার সরকার এবং কারেন ন্যাশনাল ইউনিয়ন-এর মাঝে যুদ্ধ বিরতির প্রেক্ষাপটে তাদের এই প্রচেষ্টার গুরুত্ব ব্যাখ্যা করে:
বেশীর ভাগ কারেন সতর্কতার সাথে এই যুদ্ধ বিরতি কে স্বাগত জানিয়েছে। কিন্তু এই শান্তিচুক্তি কারেনদের কতটা প্রভাবিত করবে, সে বিষয়ে বেশ উদ্বেগ রয়েছে, বিশেষ করে যখন কারেনরা নিজদের কারেন অঙ্গরাজ্যের বাইরে বাস করছে।
এই প্রকল্প গ্লোবাল ভয়েসেস-এর একটি প্রচেষ্টা, যার উদ্দেশ্য দূরবর্তী অঞ্চলে বাস করা নতুন এক সম্প্রদায়ের নবীন কণ্ঠকে তুলে ধরতে সাহায্য করা এবং ওয়েবে বিশ্ব জুড়ে চলা আলোচনার জন্য স্থানীয় দলগুলোর জন্য উপাদান এবং অনুদান প্রদান করা, যে সমস্ত দল ওয়েবে কম উপস্থাপিত সম্প্রদায়ের সাথে কাজ করছে। রাইজিং ভয়েসেস ২০১২ অনুদানপ্রাপ্ত ১২টি প্রকল্পের মধ্যে কারেন বর্ডার নিউজ অন্যতম।