সরকার পরিবর্তন সত্ত্বেও আরেক থাই কর্মী রাজকীয় মানহানির দায়ে কারাবন্দী

Anon Nampa

আনন নাম্পা ২০২০ সালে একটি সমাবেশে বক্তব্য দিচ্ছেন। গ্লোবাল ভয়েসেসের বিষয়বস্তু অংশীদার স্বাধীন গণমাধ্যম আউটলেট প্রচাতাইয়ের টুইটার পোস্ট থেকে নেওয়া ছবি

থাই আইনজীবী ও সক্রিয় কর্মী আনন নাম্পাকে ২০২০ সালের অক্টোবরে একটি সমাবেশে গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে একটি বক্তৃতায় রাজকীয় মানহানির দায়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত। আননকে দোষী সাব্যস্তের রায়কে সক্রিয় কর্মী ও মানবাধিকার সুরক্ষক নিপীড়ন বন্ধে নতুন সরকারের ব্যর্থতার আরেকটি উদ্বেগজনক ইঙ্গিত।

সামরিক শাসনের অবসান, একটি নতুন সংবিধানের খসড়া এবং রাজতন্ত্রে সংস্কারের আইন প্রণয়নের দাবিতে ২০২০ সালে তরুণ কর্মীরা একাধিক বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভগুলি ২০১৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক-সমর্থিত সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে।

গণতন্ত্রের জন্যে প্রচারণার অর্জিত ব্যাপক সমর্থন ২০২৩ সালের মে নির্বাচনে বিরোধী দলগুলির বিজয়ে প্রতিফলিত হলেও সর্বোচ্চ ভোট ও সংসদীয় আসন পাওয়া দলটি পূর্ববর্তী সামরিক-সমর্থিত সরকারের নিয়োজিত সদস্যদের গঠিত সিনেটের বিরোধিতার কারণে সরকার গঠনে ব্যর্থ হয়।

চার মাসের রাজনৈতিক অচলাবস্থার পরে অবশেষে সামরিক সমর্থক দলগুলির সাথে সাধারণ রাজনৈতিক এজেন্ডা ও অংশীদারিত্বে অপরাধের কুখ্যাত ধারা ১১২ কোড বা রাজকীয় মানহানি আইনসহ রাজতন্ত্রের আইন সংস্কারের দাবি প্রত্যাখ্যানকারী দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দলটি একটি নতুন সরকার ঘোষণা করে

প্রাক্তন অভ্যুত্থান নেতা জেনারেল প্রুত চ্যান-ও-চা’র নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার সমালোচক, সক্রিয় কর্মী ও বিরোধী নেতাদের লক্ষ্যবস্তু করে মহামারী চলাকালীন ১১২ ধারাকে শাণিত করার দায়ে অভিযুক্ত

আনন ২০২০ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভে অংশগ্রহণের জন্যে গ্রেপ্তারকৃতদের একজন। তিনি ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পূর্বে  কারাগারে ৩৩৭ দিন কাটিয়েছেন। সমাবেশে তার বক্তৃতায় রাজাকে অপমানের জন্যে তাকে ১৪টি রাজকীয় মানহানির মামলায় অভিযুক্ত করা হয়।

আদালত ২৬ সেপ্টেম্বর তাকে রাজা পুলিশকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারেন  ২০২০ সালের অক্টোবরের একটি সমাবেশে এমন উল্লেখের জন্যে রাজকীয় মানহানির দায়ে দোষী সাব্যস্ত করে। পরের সপ্তাহে তার জামিনের আবেদন অস্বীকার করা হয়

স্টেফফের কার্টুন: আনন নাম্পার ৪-বছরের সাজা

উপরের টুইটটিতে ২০২০ সালে গণতন্ত্রের প্রতিবাদে চরিত্রাভিনয়ের জন্যে একবার হ্যারি পটারের পোশাক পরিহিত অ্যাননকে দেখানো হয়েছে।

সাম্প্রতিক নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া মুভ ফরোয়ার্ড পার্টি মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুন্ন করতে ব্যবহৃত আননের মামলাটিকে ১১২ ধারা ও রাজতন্ত্রের অন্যান্য আইন সংস্কারের জন্যে অনুস্মারক হিসেবে উল্লেখ করেছে। আননের সাজার পরে এটি একটি প্রকাশ্য বিবৃতি দিয়েছে:

[আমরা কাজ করছি] কোনো ব্যক্তির জন্যে নয়, বরং থাইল্যান্ডে আইনের শাসন ফিরিয়ে আনা এবং বিচার ব্যবস্থা ও দেশের প্রতিটি মূল প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনার জন্যে, কারণ একজন ব্যক্তির বিরুদ্ধে অবিচার মানে প্রতিটি নাগরিকের বিরুদ্ধে অবিচার।

থাই এনকোয়ারারের জন্যে একটি মতামতের অংশে অরুণ সরঞ্চাই পূর্বে প্রতিশ্রুত রাজনৈতিক সংস্কার কার্যকর থেকে সরে আসার জন্যে নতুন সরকারকে নিন্দা করেছেন

থাইল্যান্ড লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশিত অগ্রগতিকে পিছিয়ে দিয়ে অধঃপতনের পথে রয়েছে বলে মনে হচ্ছে। নতুন সরকারের বিচার বিভাগকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার পদক্ষেপগুলি তার পূর্বসূরিদের অসম্মানিত কৌশলের প্রতিধ্বনি করে। আনন নাম্পার সাজা শুধু একজন ব্যক্তি হিসেবে তাকে প্রভাবিত করা ছাড়াও ক্ষমতাসীনদের প্রশ্নবিদ্ধ করতে সাহসী দেশের যে কাউকে শীতল বার্তা পাঠানোর একটি উদ্বেগজনক নজির হিসেবে কাজ করে।

মানবাধিকারের জন্যে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের ক্লুনি ন্যায়বিচার ফাউন্ডেশন থেকে গণতন্ত্র সুরক্ষার জন্যে ন্যায়বিচার পুরস্কার লাভের সময় থাই আইনজীবী সিরিকান চারোয়েনসিরি আননের কাজের প্রতি শ্রদ্ধা জানান

একবার আদালতে যাওয়ার জন্যে বিচার-পূর্ব বন্দিদশা থেকে সাময়িকভাবে মি. অ্যানন একটি বাদামী কারা-পোশাকে খালি পায়ে বেরিয়ে এসে আমাদের জিজ্ঞাসা করেন, “আমার অ্যাটর্নি গাউনটি কোথায়?”, তারপরে তিনি এটিকে তার কারা-পোশাকের উপর চাপিয়ে ক্ষমতাসীনের কাছে সত্য কথা বলার জন্যে বিচারের মুখোমুখি আন্দোলনের তরুণ নেতাদের অধিকার রক্ষার কাজ চালিয়ে যান।

আইন রাষ্ট্রের পছন্দনীয় অস্ত্র বলে আইনজীবীদের অবশ্যই তাদের ভিত্তির উপর দাঁড়িয়ে এই আগ্রাসনের মোকাবেলা করে আইনের শাসন ও গণতন্ত্র রক্ষা করতে হবে।

অ্যাননের সাজা বিশ্ব মানবাধিকার গোষ্ঠীগুলির সমালোচনা উস্কে দিয়েছে। পেন ইন্টারন্যাশনালের কারবন্দী লেখক কমিটির সভাপতি মা থিদা দোষী সাব্যস্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন

আনন নাম্ফার অন্যায্য অভিযুক্তি, সাজা এবং শান্তিপূর্ণভাবে তার মত প্রকাশের অধিকার প্রয়োগের জন্যে নির্বিচার আটকাদেশ থাইল্যান্ডের লেসে-ম্যাজেস্তে (রাজকীয় অপমান) আইন কীভাবে সরকারের সমালোচনাকে নীরব করার জন্যে ব্যবহৃত হচ্ছে তার একটি উজ্জ্বল উদাহরণ।

থাইল্যান্ডে অন্তত ২৫৭ ব্যক্তি লেসে ম্যাজেস্তে অভিযোগের মুখোমুখি; অ্যাননসহ আপিল নিষ্পত্তির অপেক্ষায় থাকা ১১ জনকে আটক রাখা হয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .