২০০৮ সালে প্রতিষ্ঠার পর বিগত বছরের মত এ বছরও ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশনে(আইসিটি) জ্ঞান ও প্রশিক্ষণের জন্য সংঘবদ্ধ ক্যাম্পাস পার্টির [es] সম্মেলন কলম্বিয়ার রাজধানী বোগোতায় হবে। আশা করা হচ্ছে, এ বছর সম্মেলনে ৫০০০ এরও বেশি লোকের সমাগম হবে। ঐতিহ্যগতভাবে এই কর্মসূচির জন্য বোগোতার মেয়র ব্যয়ভার বহন করেন, যাহোক, এবার মেয়র গুস্তাভো পেত্রো এর জন্য ব্যয়ভার না বহন করার সিদ্ধান্ত নিয়েছেন।
বোগোতার মেয়রের কাছ থেকে আর্থিক সাহায্যের অভাবের ব্যাপারে ক্যাম্পাস পার্টির সহ-প্রতিষ্ঠাতা পাকো রাগাগেলেস তার ব্যক্তিগত ব্লগ [es] ও টুইটারে [es] লিখেছেন। তিনি লিখেছেন যে মনে হয় কলম্বিয়ায় ক্যাম্পাস পার্টির অন্য স্থান নিয়ে ভাবার সময় এসেছে। তিনি তার লেখার শেষে ব্যাখ্যা করেছেনঃ
Pd (obviamente es mi opinion personal con la info que tengo podría y desearía estar equivocado)
মেয়র পেত্রো তার প্রেস কার্যালয়ে [es] তিনটি ব্যাপারে তার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন এবং ব্যাখ্যা করেছেনঃ
En primer lugar, cuando los organizadores de Campus Party se acercaron a la Alcaldía, se les preguntó si podía estar presente ETB [Empresa de Telecomunicaciones de Bogotá] [es] en el evento y respondieron que no, que solo podía estar presente una empresa extranjera, entonces no es razonable que la Administración apoye tal criterio de exclusión del operador de Bogotá.
En segundo lugar, los 600 millones que el Distrito ha dejado de aportar este año solo representan una pequeña parte del costo estimado del evento Campus Party, según manifestaron los organizadores.
En tercer lugar, esos 600 millones la Alcaldía los va a invertir en apropiación social de las Tecnologías de la Información y Comunicación (TIC) en barrios y colegios de estratos populares a través de la semana distrital de TIC que la Alcaldía está preparando para el segundo trimestre de este año, con un impacto social mucho mayor que si se invierten en eventos como Campus Party.
দ্বিতীয়ত, আয়োজকদের মতানুসারে ক্যাম্পাস পার্টি কর্মশালার ছোট একটি অংশের জন্য ৬০০ মিলিয়ন পেসো এ বছর এই জেলা থেকে দেয়া সম্ভব নয়।
তৃতীয়ত, টাউন হলে এ বছরের দ্বিতীয়ার্ধে আইসিটি সপ্তাহে দরিদ্র স্কুল ও এলাকাগুলোতে তথ্যপ্রযুক্তির উন্নয়নের জন্য ৬০০ মিলিয়ন পেসো ব্যয়ের পরিকল্পনা হচ্ছে। ক্যাম্পাস পার্টির মত কর্মশালায় আপনি বিনিয়োগ করলে তার সামাজিক প্রভাব অত্যন্ত বেশি হবে।
“মিউজের ফ্লোরেস্তালও” বলেছে [es] যে পাকো রাগাগেলেস প্রকাশিত ব্লগে অনেক তথ্যের অভাব রয়েছে এবং ব্যাখ্যা করেছেঃ
Si la Campus Party esta buscando nueva sede, es muy irresponsable relacionar este acto con el apoyo que le brindaba la Alcaldía Mayor de Bogotá, que como lo mencione anteriormente representa solo un 11% del valor total, no se deben lanzar apreciaciones espontáneas sin exponer las respectivas cifras e impactos.
ক্যাম্পাস পার্টি টুইটারে এখন বহুল পরিচিত শব্দ, যেখানে বহু লোক ২০১৩ সালে ঐ কর্মশালার জন্য নতুন শহরের প্রস্তাব দিচ্ছে ও বিতর্ক করছে।
কার্লোস গুইতারেজ (@glomaker) আগ্রহভরে মেডেলিনের জন্য তার প্রস্তাব দিয়ে লিখেছেন [es]:
Ojalá Campus Party 2013 sea en Medellín, estoy seguro que sería una buena plaza! #CPCO
ডায়না গ্যালিন্ডো (@dianagalindob) ২০১৩ সালের ক্যাম্পাস পার্টির সাথে গায়িকা ম্যাডোনার সম্ভাব্য কনসার্টের মত অনুষ্ঠানের তুলনা [es] করেছেনঃ
Campus Party en Medellín, Madona también. Qué sigue, Medellín la capital?
ক্যামিলো গেলানো (@camilogaleano) বলেই দিয়েছেন যে [es] ২০১৩ সালে ক্যাম্পাস পার্টি মেডেলিনেই হবেঃ
Este será el último campus Party en Bogotá! (Fijo se lo queda Medellín)
ইলিয়েনা কারাবাল্লো (@elianaca) সম্ভাব্য জায়গা হিসেবে কার্টাজেনা নিয়ে তর্ক করেছেন, [es] যেখানে গত আমেরিকা সম্মেলন হয়েছেঃ
CAMPUS PARTY EN CARTAGENA!!! ¿Si pudieron hacer una cumbre de presidentes, por qué no un evento de tecnología tan importante? @AlcaldiaCtg
ক্যারি ইসা ভ্যানেগাস (@Caricilla) বারানকুইলার পরামর্শ দেনঃ [es]
En Barranquilla no tendríamos problemas en acoger al Campus Party
সেবাস আর. সারমিয়েন্তো (@sebas779) বোগোতা টাউন হলে ঐ কর্মশালা না হওয়ার জন্য অনুশোচনা করেন [es], কিন্তু তিনি নিজের শহরের জন্যও প্রস্তাব দেনঃ
Lamentable saber que la alcaldía de Bogotá no apoya un evento como Campus Party, pero bueno, ojalá decidan que ahora se haga en Cali!
ডায়না লিউক, তার ব্লগ [es] “আইডেন্টিডাড গীক”-এ ৬০০ মিলিয়ন পেসোর সম্ভাব্য বিনিয়োগ বিবেচনা করেন এবং ক্যাম্পাস পার্টির আরেক সহ-প্রতিষ্ঠাতার লিখিত একটি অনুচ্ছেদকে সমর্থন করে [es]ঐ কর্মশালার উপকারসমূহ এবং স্পন্সরশিপের মাধ্যমে বিনিয়োগ পাওয়ার জন্য তাদের সদিচ্ছার কথা বলেছেনঃ
(…) ¿A cuantas personas llegará la iniciativa de la alcaldía y a cuantos Campus Party? Para tratar de demostrar el aporte del evento, la respuesta de la organización a la alcaldía sobre lo que han hecho en la ciudad no se hizo esperar.
ডায়না অবস্থানান্তরের ব্যাপারে সমর্থন জানিয়ে শেষ করেনঃ
Me gustaría que se quedara en Bogotá, pero pienso que Medellín o Cali merecen la oportunidad, como lo merece en México Puebla o en cualquier otro país salir de la capital. Mi verdadera crítica es que en medio de la globalización y el acercarnos más a través de Internet, no entendemos que las capitales no son el ombligo de los países.
এই অনুচ্ছেদ লেখার সময়, পাকো রাগাগেলেস তার ব্লগের [es] শেষ সম্পাদনার সময় ব্যাখ্যা করেছেনঃ
Pd2 Actualización (en vista de la que se esta liando, aclaro, yo solo digo lo que me da la sensación va a suceder, y añado que es triste para nosotros, es insostenible campus sin el apoyo de la municipalidad y no lo tenemos este año, y respeto 100% la decisión libre y soberana, simplemente tendremos que buscar nuevo hogar y agradecer por los años que nos ayudaron, sin hacer mas lío please)