ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের দশম রাষ্ট্রপতি নির্বাচন, যা কিনা ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচন,তার ফলাফল ৬ মে ২০১২ তারিখে প্রদান করা হয়েছে। দ্বিতীয় দফা ভোটে সমাজবাদী প্রার্থী ফ্রাসোয়া ওঁল্যাদ ৫১.৯ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ৪৮.০১ শতাংশ ভোট পেয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের পরে, ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফলাফলের অপেক্ষায়
প্যালেস ডে লা কনকোর্ডোতে যাওয়ার আগে প্যারিসে নিকোলাস সারকোজির সমর্থকরা লা মুতুয়ালিতে জড়ো হয়েছে (শেষ মূহুর্তে প্যালেস ডে লা কনকোর্ডতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়)। সন্ধ্যা ৭টার সময় লা মুতুয়ালিতের একটি কক্ষের দৃশ্য।
যদি বিজয় ঘটে এই বাস্তবতায়, ফ্রাসোয়া ওঁল্যাদ-এর সমর্থকরা বাস্তিলে যোগ দেওয়ার আগে সলোফেরিনো সড়কে একত্রিত হয়েছে।
এক সময় ওঁল্যাদ যে এলাকার মেয়র ছিলেন, সেই তুলে নামক শহরের নাগরিকরা ফলাফলের জন্য গভীরভাবে অপেক্ষা করছে:
ফলাফল ঘোষণা
রাত ৮টার পর্যন্ত ফলাফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা থাকায়,বিদেশী প্রচার মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনায় ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ কিছু কৌশলের উদ্ভাবন করে। টুইটারে যারা #রেডিওলন্ড্রেস নামক হ্যাশট্যাগ ব্যবহার করেছে, তারা এক সৃষ্টিশীল কৌশলের উদ্ভাবন করে।
আনন্দ এবং বেদনা
ফলাফল ঘোষণার পর। অনেক সমর্থক তা উদযাপন করছে:
বিদায়ী রাষ্ট্রপতির (সারকোজি) শিবিরে ছেয়ে যাওয়া হতাশা দৃশ্যমান:
ফলাফল ঘোষণার পর মুতুয়ালিতের সামনে এক বিষণ্ণ পরিবেশ তৈরী হয়:
নির্বাচনী প্রচারণার ইতি টেনে উভয় প্রার্থী যে বক্তৃতা প্রদান করেছিলেন তা ( ফ্রাসোয়া ওঁল্যাদ [ফরাসী ভাষায়] এবং নিকোলাস সারকোজির [ফরাসী ভাষায়]) তাদের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে: