২৪ এপ্রিল, ২০১২ তারিখ পানামার জাতীয় মন্ত্রিসভা “সংস্কৃতি আইন” অনুমোদন করেছে, যা ন্যাশনাল ইন্সটিটিউট অফ কালচার[es] থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে গৃহীত। এই আইনের প্রধান প্রণেতা প্রতিনিধি জোসে ব্ল্যান্ডন (@BlandonJose) [es] গতকাল টুইটারে এ ব্যাপারে ঘোষণা দিয়েছেনঃ
En pocos minutos se aprobará en Tercer Debate el Proyecto de Ley General de Cultura. Sólo faltará la sanción del Ejecutivo.
পানামায়, আইন প্রণয়নের জন্য, সর্বপ্রথম প্রতিনিধিগণ কর্তৃক অনুমোদিত হতে হবে, তারপর নির্বাহী (রাষ্ট্রপতি ও মন্ত্রীগণ) কর্তৃক অনুমোদিত হতে হবে।
Panamaon [es] ব্ল্যান্ডনের বার্তার পাঠকদের তার আইন অনুমোদনের উদ্দেশ্য মনে করিয়ে দিয়েছেঃ
“Queremos que sea un proceso ampliamente participativo en donde haya la mayor consulta posible, por eso vamos a citar y a invitar a participar a todos aquellos que tengan interés en que Panamá tenga una moderna ley de cultura que permita explotar todo el potencial que la cultura puede tener para el país”,
টুইটারের প্রতিক্রিয়াগুলো ছিল নতুন আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থনমন্ডিত। যদিও এখনো অনুমোদন হওয়ার আগেই নিকোল রুবাতিনোর (@nickolin26) মত কয়েকজনের মতে, এই আইন প্রাণীদের রক্ষার্থে প্রণীত ৩০৮ আইনের মত ভাগ্য বরণ করতে পারে।
Despues de todo, la Ley de Cultura q incluye?? Seguro la aprobaron porq no hay conflicto d intereses como #Ley308
জেইডা অ্যামেলি (@zaida_amelie) [es] এই আইনের অনুমোদন উদযাপন করেছেন কারণ “এটাই সময়”:
Tenemos ley de cultura!!! Wow!!! Me encanto ya era hora de darle valor a este sector super importante de mi Panama!!!
আনেত্তে কাইসেডো (@annettec14) [es] ন্যাশনাল ইন্সটিটিউট অফ কালচারের বর্তমান পরিচালককে অভিনন্দন জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে, এই আইনের অনুমোদন বুঝিয়েছে যে, সরকারে ভালো লোকও আছে।
No sabia que ya se habia aprobado la ley de la cultura! Felicidades Maruja Herrera eso demuestra que tambb hay gente buena en el gob.
এবং যদিও এই আইন এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে, পানামায় ঐতিহ্য সংরক্ষণের জন্য আইন বিভাগের পদক্ষেপ গ্রহণের সূচনা পানামানিয়ানরা উদযাপন করছে।