ফ্রান্স:# রেডিওলন্ড্রেস, নির্বাচন দিবসের মজা এবং টুইটারের বাসিন্দারা

প্রাণখুলে বা মুচকি হাসি যেটাই হোক না কেন, ফ্রান্সে সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে এ রকম হাসার সুযোগ খুব কম এবং সামান্যই রয়েছে, কারণ এই নির্বাচন এক অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, জাতিগত ঘৃণার দ্বারা আচ্ছন্ন।

কিন্তু আজ, ২২ এপ্রিল, ২০১২-এ, ফরাসী ভোটাররা দশজন প্রার্থীর মধ্যে দুজন দ্বিতীয় সেরাকে (রানার-আপ) বেছে নেবার জন্য ভোট প্রদান করেছে, অবশেষে তারা # রেডিওলন্ড্রেস নামক হ্যাশট্যাগের মাধ্যমে এই নির্বাচনের ক্ষেত্রে কিছু হাস্যরস লাভ করল [সকল লিঙ্ক ফরাসী ভাষায়]।

ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনের দশ জন প্রার্থী এবং টুইটারে @মাইমাইএ্যাব-এর ঠাট্টাচ্ছলে করা তাদের “বার্তার” সারাংশ।

এই বাস্তবতা সত্ত্বেও যে প্রতিবেশী রাষ্ট্র সুইজারল্যান্ড এবং বেলজিয়াম, যখন চাইবে অনলাইনে তারা ফলাফল দেখতে পাবে, তারপরেও ফরাসী নির্বাচনী নীতির দ্বারা ফলাফলের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ৭৫, ০০০ ইউরো জরিমানা করা হয় এবং ওয়েব ফলাফল সেন্সর করে রাখার জন্য দশ জন কর্মকর্তাকে নিযুক্ত করা হয় এবং আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার জন্য নির্ধারিত স্থানীয় সময় রাত ৮ টার (+১ গ্রিনিচ মান সময়) আগে তা প্রকাশের উপর এক নিষেধাজ্ঞা জারী করা হয়।

এই নিষেধাজ্ঞা ফরাসী টুইটারে এক খোঁচানো হ্যাশটাগের জন্ম দিয়েছে: যার নাম # রেডিওলন্ড্রেস.

নেটনাগরিকরা সারাদিন ভেতরের সংবাদ আদান প্রদান করছে এবং গোপন কোড এবং ধাঁধার মাধ্যমে কল্পিত ফলাফল প্রকাশ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাবোটাজ এবং গোপন অপারেশন পরিচালনার জন্য, ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স ডেইলি রেডিও যেমনটা করত।

১৮ এপ্রিলে, টুইটারে যারা এই খেলার নীতিমালা স্থাপন করে, তাদের মধ্যে গুইলামো হচ্ছে প্রথম:

@Guillaumechampaud: On va se faire un code. “Le flan est au four” ça veut dire Hollande au 2nd tour. “La tomate est mûre”, ça veut dire Mélenchon.

@ গুইলিয়ামেচাম্পাদ: আমরা একটি গুপ্ত সঙ্কেত আবিস্কার করেছি। ” দি ফ্লান ( কাস্টার্ড চাটনি) এখন ওভেনে ” এর মানে হচ্ছে হল্যান্ড নামক যে প্রার্থী, সে এখন চুড়ান্ত নির্বাচনে। “টমেটো এখন পেকে গেছে” যার মানে হচ্ছে মেলেনকন চূড়ান্ত পর্যায়ে

শীঘ্রই এক রহস্যময় টুইট প্রকাশিত হয় এবং তা সর্বত্র পুনরায় টুইট করা হয়।

@xfrison: Les talonnettes sont dans les cartons. Je répète, les talonnettes sont dans les cartons #radiolondres

@এক্সফ্রিশন: হাইহিলের টুকরোগুলো চলন্ত বাক্সের মধ্যে। আমি আবার বলছি, হাইহিলের টুকরোগুলো চলন্ত বাক্সের মধ্যে #রেডিওলন্ড্রেস।

ধারণা করা হচ্ছে উদ্বেগ যখন সারকোজিকে নিয়ে– যেমনটা এই টুইট– যা ফরাসিভাষীদের জন্য সহজ বিষয়: তারা তাদের রাষ্ট্রপতির প্রতি মিনিটের বৈশিষ্ট্য জানে,রোলেক্স নামক ঘড়ির ও ইয়ট-এর প্রতি তার আগ্রহ, এবং সে যে হাঙ্গেরীয় বংশোদ্ভুত, সেই বিষয়টি।

সমাজবাদী দলের প্রার্থী, ফ্রাসোয়া হল্যান্ডকে ( ফরাসী ভাষায় তার নামের শেষের অংশের মানে হচ্ছে “নেদারল্যান্ড রাষ্ট্র”) প্রায়শই দাবা বিষয়ক ধাঁধাঁ, পা চালিত নৌকা (হল্যান্ডের নির্বাচনী প্রচারণার বিষয়ে আরেক প্রার্থী মেলেন্কনের করা বিদ্রূপাত্মক মন্তব্যের প্রেক্ষিতে) অথবা ফরাসী ব্র্যান্ডের কাস্টার্ড-এর সাথে যুক্ত করা হয়।

উগ্র ডানপন্থী প্রার্থী মারিনে লে পেন নামক ভদ্রমহিলাকে, অগ্নিশিখা (তার দলের প্রতীক) অথবা ফ্রান্সের ব্রিটানী [তার পারিবারিক এলাকা] নামক এলাকার সাথে যুক্ত করা হয় অথবা তাকে মাছ হিসেবে উল্লেখ করা হয়।

মেলেনচন, এক অত্যন্ত উগ্র ডানপন্থী প্রার্থী। তার নামে সাথে বেশী “লাল বিষয়টি” যুক্ত করা হয়, যেমন “চেরি” অথবা “ লালবক্ষরবিন” পাখি বলে তাকে উল্লেখ করা হয়”।

টুইটারে, গ্যাব্রিয়েল তার প্রার্থীকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে:

@Gabriel_Hussy: #radiolondres Le pédalo remonte le fleuve, je répète le pédalo remonte le fleuve…

@গ্যাব্রিয়েল_হাসি: পা চালিত নৌকা স্রোত ধরে এগিয়ে যাচ্ছে। আমি আবার বলছি। পা চালিত নৌকা স্রোত ধরে এগিয়ে যাচ্ছে।

অনেকে মদে হলদেটে রঙ আনার প্রক্রিয়ার সাথে প্রার্থীকে যুক্ত করছে, যা কিনা প্রার্থীর অঞ্চলের সাথে সম্পৃক্ত:

@Borislaffargue: #RadioLondres A l'heure de l'apéritif! Malibu Orange (29%/vol), Kir Royal (21%/vol), Beaujolais (18%/vol), Schnaps (16%/vol), Jurançon (8%)

@বরিসলাফার্জ: # রেডিওলন্ড্রেস, ককটেল সময়ে! মালিবু অরেঞ্জ [হল্যান্ডের প্রচারণার রঙ] (২৯%/ ভলিউম), কির রয়াল (২১%/ভলিউম), বেয়ুজোলেয়তাস (১৮%/ভলিউম),স্ন্যাপাস (১৬%/ভলিউম), জুরাসিও (৮%) [মধ্যপন্থী প্রার্থী বাইরো]

ফরাসী ক্যারিবীয় অঞ্চল থেকে ফেড্রিক টুইটারে যুক্ত হয়েছে, যেখানকার ভোটাররা ফ্রান্সের আগে ভোট প্রদান করেছে:

@FredericHelbert: sous les cocotiers, ou ds la franz lointaine, la température atteint les 30 à 40° degrés sur baromètre des pays-bas..#RadioLondres

@ফেড্রিকহেলবার্ট: ফ্রান্স থেকে অনেক দুরে, নারকেল গাছের নীচে বসে রয়েছি, নেদারল্যান্ডের তাপমাত্রা ব্যারোমিটারে ৩০ থেকে ৪০ ডিগ্রীতে উঠেছে…#রেডিওলন্ড্রেস

জিনেব, খাদ্য বিষয়ক টিপস প্রদান করছে:

@Zineb_borja: #RadioLondres Mes voisins qui aiment les frites viennent de me dire que le fromage est le meilleur suivi du goulasch.

@জিনেব_ বোরজা: আমার প্রতিবেশী যে কিনা ফ্রেঞ্চ ফ্রাই ওরফে আলু ভাজা পছন্দ করে সে আমাকে বলছে যে গুলাশ (হাঙ্গেরীয় খাবার) নামক খাবারের গ্রহণ করার আগে চীজ খাওয়া উত্তম।

সিরিলের আলমারিতে প্রবেশের অধিকার রয়েছে:

@Cestsidoux Le nain chausse toujours du 26. Je repete, le nain chausse toujours du 26

@সেতদিদু: ক্ষুদ্রকায় মানুষটির জুতার আকার এখনো ২৬। আমি আবার বলছি, ক্ষুদ্রকায় মানুষটির জুতার আকার এখনো ২৬।
Flanby

ফ্লানবাই নামক কাস্টার্ডের একটি প্যাকেট: ‘ফ্লানবাই’ হচ্ছে রাষ্ট্রপতি হল্যান্ডের বিশেষ নাম, ছবি টুইটারের রাফিক সামাতির

৬ মে তারিখে দ্বিতীয় দফা ভোটের সময় হল্যান্ডের সুযোগের বিষয়ে রাফিক সতর্ক:

@রাফিকসামাতি: ফ্লানবাই -এর অবসরে যাবার তারিখ হচ্ছে ৫/৫।

এই উন্মাদনায় অলিভিয়েরা কিছুটা উদ্বিগ্ন:

@Luisetti: Twitter surchauffe le TweetWall Pro l'hashtag #radiolondres produit 62000 tweets/mn exposés à 18600000 followers-

@লুইসেত্তি: টুইটওয়ালপ্রোতে টুইটার অনেক বেশী আঘাত করেছে। হ্যাশট্যাগ #রেডিওলন্ড্রেস-এ মিনিটে ৬২,০০০ টুইট এসেছে, দেখা যাচ্ছে এর ১,৮৬০,০০০০ জন অনুসারী তৈরী হয়েছে।

এবং নির্বাচনী কর্মকর্তাদের রাত ৮টা পর্যন্ত ইন্টারনেট সেন্সর পর্যবেক্ষণ করার বিষয়ে জিবিনহো তার চিন্তা ব্যক্ত করেছে:

@Jibinho Une pensée émue pour les 10 censeurs chargés de surveiller la toile jusqu'à 20h. #radiolondres

@জিবিনহো: সেন্সর করার জন্য দায়িত্বরত ১০ জন কর্মকর্তাকে রাত ৮ পর্যন্ত নেট পর্যবেক্ষন করতে বলার বিষয়টি একটি ধৈর্যহীন চিন্তা #রেডিওলন্ড্রেস

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .