স্পেনঃ রাজা এবং হাতি

এই প্রবন্ধটি ইউরোপ সঙ্কট সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

হিপে (কটি, বা ঊরুর অস্থি এবং মধ্যে শরীরের সংযোগ স্থল) চিড় ধরার কারণে ১৪ এপ্রিল ২০১২ তারিখে স্পেনের রাজা হুয়ান কার্লোসের শরীরে এক অস্ত্রোপ্রচার করা হয়, তার এই হাড়ে চিড় ধরার ঘটনা ঘটে আফ্রিকার বতসোয়ানা নামক রাষ্ট্রে হাতি শিকারের সময় পড়ে গিয়ে [স্প্যানিশ ভাষায়]। ইতোমধ্যে ইউএসপি সান হোসে হাসপাতালে সফল অস্ত্রোপ্রচারের পর রাজা যখন সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে বিশ্রাম নিচ্ছিলেন, রাজকীয় পরিবার তখন এই দুর্ঘটনার সংবাদ প্রকাশ করে।

এই সংবাদ… দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে- আর এই ঘটনার ক্ষেত্রে মনে হতে পারে যে এটি পুরোনো সময়ের কাহিনীর থেকে নেওয়া। সেই সময়গুলোতে রাজা যদি অসুখী হতেন তখন তারা বনে গিয়ে হাতি শিকার করতেন, এদিকে রাজ্যের প্রজারা দৈনন্দিন কাজে খুশি থাকত এবং তাতেই নিজেদের উৎসর্গ করে রাখত। কিন্তু সময় পাল্টে গেছে, আমরা এখন ২১ শতকে প্রবেশ করেছি এবং এখনকার পরিস্থিতি ভিন্ন। এখনো রাজার অস্তিত্ব আছে আর তিনি বতসোয়ানায় হাতি শিকারে যান, কিন্তু এখন আগেকার সময়ের বদলে, তার নাগরিকরা অর্থনৈতিক সঙ্কটের কারণে গণতন্ত্রের ইতিহাসে সামাজিক সুবিধাদির ক্ষেত্রে এক অভূতপূর্ব বাজেট কর্তনের শিকার হয়েছে এবং বর্তমানে স্পেনে ৫০ লক্ষ বেকার নাগরিক রয়েছে, যেখানে দেশে তরুণ বেকারদের হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে।

রাজার এই শিকার যাত্রায় ব্যয় হয়েছে ৩৭, ০০০ ইউরো এবং এই নিয়ে অনলাইনে প্রতিবাদ থামার লক্ষণ দেখা যাচ্ছে না, যেমন ডাব্লিউডাব্লিউএফ স্পেন-এর (একটি পরিবেশ সংরক্ষণ প্রতিষ্ঠান) এ রকম একটি প্রতিবাদী চিঠি এবং তারা এই ঘটনায় রাজপরিবারের সাথে এক সাক্ষাৎ দাবী করেছে [স্প্যানিশ ভাষায়]:

Este desafortunado acontecimiento es mundialmente conocido en estos momentos y estamos recibiendo incontables muestras de enérgica protesta, lo cual implica un grave perjuicio para la credibilidad de WWF y de la intensa labor que ha desarrollado durante más de cincuenta años para la protección de los elefantes y de otras especies.

এই দুর্ভাগ্যজনক ঘটনা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আমরা অজস্র তীব্র বিক্ষোভের মুখোমুখি হচ্ছি, যা প্রচণ্ডভাবে ডাব্লিউডাব্লিউএফ-এর সুনাম এবং গত ৫০ বছর ধরে হাতি এবং অন্যান্য প্রজাতি রক্ষায় এই প্রতিষ্ঠান যে সকল কাজ করেছে তার সবকিছুকে বিনষ্ট করার উপক্রম করছে।

প্রিন্সিপিয়া মারসুপিয়া নামক ব্লগে পদার্থবিদ আলবার্টো সিসিলিয়া একটি পোস্ট লিখেছে, যার শিরোনাম “রাজা হুয়ান কার্লোসকে এক তত্ত্বীয় পদার্থ বিজ্ঞান গবেষকের চিঠি” [স্প্যানিশ ভাষায়]:

Regresé a un país donde el Jefe del Estado se opera de prótesis de cadera en una clínica privada, mientras miles de compatriotas esperan meses para la misma intervención. Regresé a un país donde el Jefe del Estado se va de vacaciones en jet privado mientras se fulminan las ayudas a las personas dependientes.

আমি এমন একটি দেশে পুনরায় ফিরে এলাম যেখানে দেশের প্রধান একটি বেসরকারী ক্লিনিকে তার হিপ প্রতিস্থাপন করেন, এদিকে তার হাজার হাজার নাগরিক এই একই কাজের জন্য মাসের পর মাস অপেক্ষা করে থাকে। আমি এমন একটা দেশে ফিরে এলাম যে দেশের প্রধান তার ব্যক্তিগত জেট বিমানে করে ছুটি কাটাতে যায়, এদিকে সে দেশের নির্ভরশীল একজন, পায়ে হেঁটে কাজকর্ম সারে।

এই ঘটনায় সামাজিক প্রচার মাধ্যমেও বেশ বিতর্ক দেখা দিয়েছে:

@DRYburgos: Millones de parados, centenares de desahucios cada día… y el Rey cazando elefantes en Botswana?? Esto es intolerable!

@ডিআরওয়াইবুর্জোস: প্রতিদিন হাজার হাজার নাগরিক বেকার, শত শত নাগরিক উচ্ছেদ হচ্ছে… এদিকে রাজা বতসোয়ানায় গিয়ে হাতি শিকার করছে? এটা কি মেনে নেবার মত বিষয়?

@GLlamazares: De tal palo tal astilla. El monarca se fractura la cadera cazando elefantes y su nieto se dispara en el pie.

@জিলামাজারেস: উত্তরাধিকার সুত্রে পাওয়া। রাজা হাতি শিকার করতে গিয়ে হিপ ভেঙ্গে ফেলেছে আর এদিকে তার নাতি নিজে নিজের পায়ে গুলি করেছে।

@democraciareal: Mientras unos sufrimos duros recortes en Sanidad y Educación, otros derrochan miles de euros de dinero público matando elefantes en África

@ডেমোক্রেসিয়ারিয়াল: যখন স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বাজেট কর্তনের কারণে আমরা তীব্রভাবে ভুগছি, তখন অন্যরা আফ্রিকায় গিয়ে হাতি মারার জন্য জনতার হাজার হাজার ইউরো ব্যয় করছে।

এটি রাআন সাফারিস নামের একটি কোম্পানীর ভিডিও, যারা আফ্রিকায় হাতি শিকারের বন্দোবস্ত করে থাকে। (বিশেষ দ্রষ্টব্য: ভিডিওটিতে গ্রাফিক উপাদান রয়েছে)

১৮ এপ্রিলে রাজা হাসপাতাল থেকে ছাড়া পান এবং তিনি প্রচার মাধ্যমকে বলেন, আশা করছি শীঘ্রই আমি আবার কাজ ফিরে যেতে পারব এবং এই ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি একটি ভুল করেছি এবং এই ধরনের ঘটনা আর ঘটবে না”। [স্প্যানিশ ভাষায়]:

এই প্রবন্ধটি ইউরোপ সঙ্কট সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .