ভারতঃ অবৈধ এসফল্ট প্ল্যান্ট দূষণ গ্রামবাসীদের ক্যান্সারের কারন

কয়েকটি অবৈধ এসফল্ট কারখানার দূষণের কারনে রাজস্থানের একটি অঞ্চলের গ্রামবাসীদের মোট জনসংখ্যার ১০% শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন এবং দূষণের কারনে ঐ অঞ্চলের শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিডিও ভলেন্টিয়ারস ইন্ডিয়া আনহারড- নামক প্রকল্প এ তথ্য জানিয়েছে।

ঐ অঞ্চলের অধিবাসীরা পাশের অঞ্চলে বসবাসকারী সুনিতা কাসেরাকে অভিযোগ করেন যে, কারখানাগুলোর কারনে তাঁদের অনেকেই ক্যান্সার ও শ্বাসপ্রশ্বাস জনিত রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। দূষণের কারনে তাঁদের শস্য উৎপাদনও কমে গেছে। অন্যদিকে কারখানা মালিকরা বলছেন যে কারখানার কারনে অধিবাসীদের রুটিরুজির ব্যবস্থা হয়েছে আর দূষণ সংক্রান্ত কোন অভিযোগ তাঁরা পাননি।সুনিতা কাসেরা এই অভিযোগটি ডকুমেন্ট করেন।

ভিডিও বর্ণনায় বলা হয়েছেঃ

রাজস্থানের কারুয়ালি জেলার আস্থাল গ্রামের বাতাস স্থানীয় অধিবাসীদের জন্য অসহনীয় হয়ে পড়ছে। কাটার আগেই শস্য বিবর্ণ হয়ে যাচ্ছে আর ফলদ গাছগুলোতে ফল হচ্ছেনা। গ্রামবাসীদের দশ জনের মধ্যে একজন ক্যান্সার অথবা যক্ষার মত মারাত্বক রোগে আক্রান্ত। অভিযোগের সকল আঙ্গুল গত দশ বছর ধরে চলে আসা প্রায় প্রতিদিন  বিষাক্ত ধোঁয়া ও কালো ধুলা উদগারিত ৫ টি এসফল্ট কারখানার দিকে।

কারখানাগুলো যে অবৈধ তা প্রমানের জন্য এবং কারখানাগুলোকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য কম্যুনিটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .