ভিডিও: আদিবাসী সম্প্রদায়ের বিকাশ এবং শাসন

আদিবাসী অঞ্চল এবং শাসন মঞ্চ [স্প্যানিশ] লাতিন আমেরিকার আদিবাসী জনগণকে তাদের অঞ্চল এবং সম্প্রদায়ের শাসনকে শক্তিশালী করতে সমর্থ হওয়ার জন্যে হাতিয়ার ও সম্পদ সরবরাহ করার জন্যে একসাথে কাজ করা অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে গঠিত। তাদের উন্নতি নথিবদ্ধ করতে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারাবাহিক ব্যবহার করা হয়েছে। সমস্ত লিংকগুলো স্প্যানিশ ভাষার সাইটগুলোতে নিয়ে যাবে।

কলম্বিয়াতে, উত্তর কাউকা এলাকার আদিবাসী পর্ষদ গুলোর সমিতি আদিবাসী (এসিআইএন) ১৪টিরও বেশি সংরক্ষণ এবং ১৬টি আদিবাসী পর্ষদকে একত্রিত করেছে এবং তাদের প্রচেষ্টার ফলে আদিবাসী সম্প্রদায়গুলো দুগ্ধজাত পণ্য, ফলের রস, ইক্ষুজাত চিনি, রুটি উৎপাদনের পাশাপাশি এই পণ্যগুলো কমিউনিটির দোকানগুলোতে বাণিজ্যিকীকরণের উদ্দেশ্য গুদামজাত করে কমিউনিটির অন্যান্য সামাজিক প্রকল্পগুলোকে সাহায্য করার মাধ্যমে নিজেদের অর্থনীতি এবং পরিবেশের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। বিনিময় প্রথা, প্রশিক্ষণ, এবং পণ্যের কেন্দ্রীকরণের মাধ্যমে তারা আদিবাসী সম্প্রদায় গুলোকে খাদ্য নিরাপত্তার সাথে সাথে আয়ের উৎস প্রদানের চেষ্টা করছে।

ইকুয়েডরে পাস্তাজার কিচওয়া’দের ১৩১ সম্প্রদায়ের ১৬,২৪,৭৭৮ হেক্টর (৪০,১৪,৯১৩.৮৭ একর) এলাকা আছে। কয়েক বছর ধরে টেকসইভাবে তারা এই এলাকার ব্যবস্থাপনা করছে। পরবর্তী ভিডিওতে তারা তাদের সংরক্ষিত এলাকাগত ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরী করার অভিজ্ঞতা শেয়ার করেছে। এতে একটা ব্যবস্থার মাধ্যমে সমস্ত জমিকে অঞ্চলে অঞ্চলে বিভক্ত করে সেগুলোকে বেশি বছর ব্যবহার না করে এর থেকে বেঁচে থাকার পাশাপাশি সাংবিধানিক অধিকার হিসেবে নিজেদের জমি ব্যবহারের সুবিধা নেয়ার সুযোগটিও করে দিবে।

এখন পর্যন্ত ধারাবাহিকটির শুধু এই দু'টি ভিডিও মুক্তি পেয়েছে। আমরা ভবিষ্যতে লাতিন আমেরিকার অন্যান্য দেশের অভিজ্ঞতাকে কেন্দ্র করে আরো (ভিডিও) আসবে বলে আশা করি। আপনি তাদের সাইটে আদিবাসী বিষয়ের উপর অন্যান্য তথ্যচিত্র, ফিল্ম এবং ভিডিও দেখতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .