রোববার ১৯ ফ্রেব্রুয়ারি ২০১১ তারিখে অনুষ্ঠিত “জাতীয় মিছিল: পুয়োর্টো রিকোর সমগ্র বাসিন্দা পাইপ লাইনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে” নামক কার্যক্রমে পুয়োর্টো রিকোর রাজধানী সান জুয়ান-এর শত শত নাগরিক অংশ গ্রহণ করে । বিক্ষোভকারীরা, প্রশাসনের প্রধান লুইস ফরটুনোর তথাকথিত “সবুজতার সাথে (গ্রীন ওয়ে)” নামক প্রস্তাবিত প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য রাজধানী ( সংসদ ভবন) থেকে গভর্নরের বাস ভবন (লা ফার্টালেজা) পর্যন্ত মিছিল নিয়ে যায়। এই প্রকল্প অনুসারে এই দ্বীপের দক্ষিণ উপকূলের সান জুয়ান থেকে কেন্দ্রীয় পর্বত শ্রেণীর মাঝ দিয়ে উত্তর উপকূলে নিয়ে যাবার জন্য ৯২ মাইল লম্বা এক পাইপলাইন বসানো হবে।
নাগরিক সম্প্রদায়ের সংগঠন কাসা পুয়েব্লো [ ইংরেজী ভাষায়] এই মিছিলের আয়োজন করেছে, আডজুন্টাস শহরে যার অবস্থান। তথা কথিত “সবুজ ভাবে” নামক প্রকল্প বন্ধের জন্য তাদের এই প্রচেষ্টা। পরিবেশবাদীরা যুক্তি প্রদান করেছে যে যদি এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলতেই থাকে, তাহলে এই পাইপের পথে যে সমস্ত ভুগর্ভস্থ জলজ অঞ্চল এবং ঘন বন বা রেইন ফরেস্ট পড়বে, তার উপর এই পাইপ লাইন নেতিবাচক প্রভাব ফেলবে, যা দ্বীপের প্রতিবেশের উপর এমন ক্ষতি করবে যা পরে আর পূরণ করা সম্ভব হবে না। মাঠ পর্যায়ের সংগঠন এবং দ্বীপের নাগরিকরা এই পাইপলাইনকে “ মৃত্যুর পাইপলাইন” বলে অভিহিত করছে।
ফটো সাংবাদিক রিকার্ডো আলকারাজ এই মিছিলের বেশ কিছু ছবি আমাদের প্রদর্শন করেছে। প্রদর্শিত সকল ছবি তার অনুমতির মাধ্যমে এখানে প্রদর্শন করা হল।