পুয়োর্টো রিকো: পাইপলাইন নির্মাণের বিরুদ্ধে মিছিল

রোববার ১৯ ফ্রেব্রুয়ারি ২০১১ তারিখে অনুষ্ঠিত “জাতীয় মিছিল: পুয়োর্টো রিকোর সমগ্র বাসিন্দা পাইপ লাইনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে” নামক কার্যক্রমে পুয়োর্টো রিকোর রাজধানী সান জুয়ান-এর শত শত নাগরিক অংশ গ্রহণ করে । বিক্ষোভকারীরা, প্রশাসনের প্রধান লুইস ফরটুনোর তথাকথিত “সবুজতার সাথে (গ্রীন ওয়ে)” নামক প্রস্তাবিত প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য রাজধানী ( সংসদ ভবন) থেকে গভর্নরের বাস ভবন (লা ফার্টালেজা) পর্যন্ত মিছিল নিয়ে যায়। এই প্রকল্প অনুসারে এই দ্বীপের দক্ষিণ উপকূলের সান জুয়ান থেকে কেন্দ্রীয় পর্বত শ্রেণীর মাঝ দিয়ে উত্তর উপকূলে নিয়ে যাবার জন্য ৯২ মাইল লম্বা এক পাইপলাইন বসানো হবে।

নাগরিক সম্প্রদায়ের সংগঠন কাসা পুয়েব্লো [ ইংরেজী ভাষায়] এই মিছিলের আয়োজন করেছে, আডজুন্টাস শহরে যার অবস্থান। তথা কথিত “সবুজ ভাবে” নামক প্রকল্প বন্ধের জন্য তাদের এই প্রচেষ্টা। পরিবেশবাদীরা যুক্তি প্রদান করেছে যে যদি এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলতেই থাকে, তাহলে এই পাইপের পথে যে সমস্ত ভুগর্ভস্থ জলজ অঞ্চল এবং ঘন বন বা রেইন ফরেস্ট পড়বে, তার উপর এই পাইপ লাইন নেতিবাচক প্রভাব ফেলবে, যা দ্বীপের প্রতিবেশের উপর এমন ক্ষতি করবে যা পরে আর পূরণ করা সম্ভব হবে না। মাঠ পর্যায়ের সংগঠন এবং দ্বীপের নাগরিকরা এই পাইপলাইনকে “ মৃত্যুর পাইপলাইন” বলে অভিহিত করছে।

ফটো সাংবাদিক রিকার্ডো আলকারাজ এই মিছিলের বেশ কিছু ছবি আমাদের প্রদর্শন করেছে। প্রদর্শিত সকল ছবি তার অনুমতির মাধ্যমে এখানে প্রদর্শন করা হল।

People from all sectors of civil society joined the demonstration.

সুশীল সমাজের সকল অংশ থেকে নাগরিকরা এই মিছিলে অংশ নেয়।

The protesters marched from the Capitol to the Fortaleza. In the background you can see the west side of Olympic House, the headquarters of the national Olympic committee.

বিক্ষোভকারীরা রাজধানী থেকে ফোর্টালেজা পর্যন্ত মিছিল করে যায়। ছবিতে আপনারা অলিম্পিক ভবনের পশ্চিম অংশ দেখতে পাচ্ছেন, যা জাতীয় অলিম্পিক কমিটির প্রধান ভবন।

Various sectors have complained that the project would cause serious damage to the flora and fauna of the island. Several endangered species live on the proposed pipeline route.

বিভিন্ন বিভাগ অভিযোগ করেছ যে, এই প্রকল্প বাস্তবায়িত হলে তা এলাকার জলজ প্রাণী এবং উদ্ভিদের ক্ষতি করবে। পাইপলাইন বসানোর প্রস্তাবিত এলাকায় বেশ কিছু বিপন্ন প্রায় প্রাণীর বাস।

Congressman Luis Gutiérrez also joined the demonstration.

সংসদ সদস্য লুইস গুতিয়ারেজও এই প্রতিবাদ বিক্ষোভ-এ যোগ দেন।

There were a number of performances along the march.

মিছিল ছাড়াও এতে বেশ কিছু অনুষ্ঠান প্রদর্শন করা হয়

Wrapped with the Puerto Rican flag

পুয়োর্টো রিকোর জাতীয় পতাকায় মোড়ানো একজন

No Puerto Rican protest goes ahead without la plena, the favourite rythmic drumbeat on demonstrations.

পুয়োর্টো রিকোর যে কোন মিছিল, তাদের প্রিয় ছন্দ তোলা ড্রাম লা পেনার আওয়াজ ছাড়া অনুষ্ঠিত হতে পারে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .