ম্যাসেডোনিয়া : স্কোপজার দূষণ পর্যবেক্ষণ কাহিনী অব্যাহত

গ্রীনবক্স এনজিও তাদের ব্লগে প্রদর্শনীর ছবি পোস্টিং করে স্কোপজার বায়ু দূষণ পরিমাপ ব্যবস্থার ওয়েব সংযুক্তির অভাব পূরণ করছে।

ম্যাসেডোনিয়া রাজধানীতে অবস্থিত বায়ু দূষণ পরিমাপ ব্যবস্থাটি ২০১২ সালের শুরুতে অনলাইন তথ্য প্রদান বন্ধ করে দেয়। ব্যবস্থাটির মালিক নগর সরকারের দেরিতে প্রতিক্রিয়া প্রদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তুষ্টির আগুন জ্বলে ওঠে। তারা এই দৃশ্যমান চর্চাটি বন্ধের পিছনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করে।

গ্রীনবক্স তাদের ব্লগ ও ফেসবুক প্রোফাইলে নিয়মিত আপডেট পোস্ট করে এই ঘটনাটির অগ্রগতি অনুসরন করতে থাকে। ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে আবার পরিমাপ স্টেশনের ডিসপ্লেটি নষ্ট হয়ে [ম্যাসেডোনিয়ান ভাষায়] নতুন একটি নাগরিক অসন্তুষ্টির উন্মাদনা সৃষ্টি করে।

স্কোপজার শ্বাস-প্রশ্বাস ডিসপ্লের বার্তাটি ১৫ ফেব্রুয়ারি, ২০১২-তে কিছু একটা ভুলের ঘোষণা দিচ্ছে। ছবি: গ্রীনবক্স ব্লগ।

অবশেষে শহরটি প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি কোম্পানিকে দুই দিন পরে ডিসপ্লেটি মেরামতের জন্যে [ম্যাসেডোনিয়ান ভাষায়] ভাড়া করে এবং পরে সারাবছর রক্ষণাবেক্ষণ পরিসেবার জন্যে একটি টেন্ডার প্রকাশ [ম্যাসেডোনিয়ান ভাষায়] করে। গ্রীনবক্স লিখেছে:

সরকারি ক্রয়ের জন্যে বৈদ্যুতিক ব্যবস্থাটিতে স্কোপজার শহরের প্রকাশিত নথিপত্র অনুসারে কোম্পানিগুলোকে ২ মার্চের মধ্যে অফার জমা দিতে হবে এবং সর্বনিম্ন দরটিকে নির্বাচিত করা হবে। টেন্ডার বিজয়ী মাপজোকের উপর ভিত্তি করে সরাসরি ডেটা ফীড দেয়া “ স্কোপজার শ্বাস-প্রশ্বাস” ওয়েবপেজটি পুনঃসক্রিয় করতে রাজি হলে, বিদ্যমান টেন্ডার নথিপত্র তা উল্লেখ করে না। এই পাতাটি হাজার হাজার নাগরিকদের বায়ু দূষণ সম্পর্কে সরাসরি তথ্য প্রদানে সক্ষম, মাঝে মাঝে অনুমোদিত সর্বোচচ মাত্রার তুলনায় ১০ গুণ বেশি ছিল। […]

Screenshot of a post from Greenbox blog with photos of the Skopje Breathing display.

স্কোপজার শ্বাস-প্রশ্বাস ডিসপ্লের বিভিন্ন ছবিসহ গ্রীনবক্স ব্লগের একটি পোস্টের স্ক্রিনশট।

ইতোমধ্যে গ্রীনবক্স ঘোষণা করেছে [ম্যাসেডোনিয়ান ভাষায়] যে তাদের সদস্যরা তাদের ব্লগের মাধ্যমে ডিসপ্লের তথ্য প্রদান করবেন এবং গত দশদিন ধরে প্রতিদিন সকালে তারা তা করছেন।

তারা দিনের অন্য সময়েও নাগরিকদের ডিসপ্লেটির ছবি তুলে সেগুলো গ্রীনবক্সে পাঠানোর আমন্ত্রণ জানিয়েছেন, কারণ দূষণের মাত্রা শিল্প এবং ট্রাফিক কার্যকলাপের তীব্রতার উপর নির্ভর করে পৃথক হতে পারে। গ্রীনবক্স ব্লগের “ স্কোপজার শ্বাস-প্রশ্বাস” প্রকারভেদে [ম্যাসেডোনিয়ান ভাষায়] প্রকাশিত নথিভুক্ত পরিমাপগুলো গত কয়েকদিনের বায়ুর মানের বিভিন্ন মাত্রা-“অস্বাস্থ্যকর” থেকে “সহনীয় মাত্রায় দূষিত” থেকে “পরিষ্কার” পর্যন্ত মাত্রা – প্রদর্শন করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .