আমাদের এ পোস্টটি তিউনিসিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ
১৯৮৭ সালের ৭ই নভেম্বর এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিউনিসিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বর্তমানে সৌদি আরবে নির্বাসিত জিনে আল আবিদিন বেন আলি ক্ষমতা দখল করেন। তাঁর উত্তরসূরি রাষ্ট্রপতি হাবিব বরগুইবার চিকিৎসকগণ এক মেডিক্যাল প্রতিবেদনে দাবী করেন যে হাবিব স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য। এ ঘোষণার পর বেন আলি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর থেকে গত ১৪ই জানুয়ারি কর্মস্থল ত্যাগে বাধ্য করার পূর্ব পর্যন্ত বেন আলি তিউনিসিয়ার রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন ছিলেন । তাঁর এ ক্ষমতা ত্যাগে বাধ্য হওয়ার ঘটনা উত্তর আফ্রিকার সমগ্র দেশগুলোতে গণ জাগরণের প্রেরণা যোগায়।
তিনি যদি আজও ক্ষমতায় থাকতেন তবে তিনি তাঁর রাষ্ট্রপতি হিসেবে অভিষেকের ২৪ বৎসর পূর্তি উদযাপন করতেন। তাঁর ছবি এবং দলের রক্তবর্ণ রঙে [দি কন্সটিটিউশনাল ডেমোক্র্যাটিক র্যালী, ফ্রেঞ্চ আদ্যাক্ষরে যা আর সি ডি নামে পরিচিত] তিউনিসিয়ার উত্তর থেকে দক্ষিণের রাস্তাগুলোকে সুসজ্জিত করা হত।
নেটিজেনরা স্বস্তির সাথে এ উদযাপনের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
হুসেম এইচ টুইট করেন [ফরাসি ভাষায়]
Demain ta ville ne sera pas repeinte en mauve #7nov
এ ঘটনায় তিউনিসীয় ব্লগার ইমেন ব্রাহাম একটি টাম্বলার ব্লগ তৈরি করেছেন। তিনি সেটার নাম দিয়েছেন বেন আলি বিহীন ৭ই নভেম্বর। এ ব্লগটি প্রাক্তন রাষ্ট্রপতির বিগত ভাষণগুলোকে এবং তাঁকে প্রসংশা করে রচিত গানগুলোর ব্যাঙ্গাত্মক বর্ণনাকে তুলে ধরার উদ্দেশ্যে উৎসর্গকৃত।
তিনি টুইট করেন [ফরাসি ভাষায়]:
Je viens de céer le Tumblr du #7nov sans Ben Ali pour nous rappeler ce qu'on va rater cette année 😀
এ বছর আমরা কি মিস করতে যাচ্ছি তা স্মরণ করার জন্য আমি এইমাত্র #বেন আলি বিহীন ৭ নভেম্বর টাম্বলার তৈরি করলাম 😀
আরেকটি টুইটে তিনি বলেন:
আপনারা যদি তিউনিসিয়ার বিগত # ৭ নভেম্বরের ঘটনাগুলোর খোঁজ পান তাহলে সেগুলো আমাদের সাথে শেয়ার করেন 🙂
উদাহরণ স্বরূপ, আন্তর্জাতিক যুব বর্ষ উদযাপন উপলক্ষ্যে বেন আলি প্রদত্ত টেলিভিশন ভাষণ ইমেন শেয়ার করেছেন। তিনি মন্তব্য করেন [ আরবি]:
كلمة بن علي بمناسبة السنة الدولية للشباب! قال نريد الشباب أن يجلب إلى تونس الشرف ! الشباب طردك وجابلنا الشرف
একই উদ্দেশ্যে লো মুসে মোভ( রক্তবর্ণ জাদুঘর) [ফরাসি] নামে আরেকটি টাম্বলার ব্লগ তৈরি হয়েছে।
ক্ষমতায় থাকলে বেন আলি কী বলতেন সে বিষয়ে ওসামা মাসুদ একটি কাল্পনিক ভাষণ লিখেন[আরবি]। ভাষণে ওসামা লিখেন:
এ কাল্পনিক ভাষণে বেন আলি বলেন:
এ বছরের শুরুর দিকের কয়েকটি মাসে কিছু ঘটনার মধ্য দিয়ে আমাদের প্রিয় তিউনিসিয়ার কয়েকটি এলাকা প্রত্যক্ষ করেছে যে কতিপয় দুষ্কৃতকারী দল কিভাবে উদ্দেশ্যমূলকভাবে অরাজকতা ও অস্থিতিশীলতা ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত ছিল। সে সব ঘটনাকে সামাল দিয়ে আজ আমাদের দেশ ৭ নভেম্বরের পরিবর্তনের পর এক আনন্দপূর্ণ পরিবেশ, গনতন্ত্র ও স্বাধীনতার গৌরবের মধ্য দিয়ে পরিবর্তনের ২৪ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে।
তিনি আরও বলেন:
كما اولينا العناية الفائقة للمناطق الداخلية للوطن من خلال إنشاء جامعة سيدي بوزيد للصناعات التقليدية وجامعة تالة للعلوم الشبابية
আমরা আরও ঘোষণা করছি যে ২০১৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ না করার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সে বিষয়ে আমরা অঙ্গীকার করছি এবং দেশের সংবিধান সংশোধনের বিষয়ে গণভোট আয়োজনের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সে বিষয়ে পুন: অঙ্গীকার ব্যক্ত করছি [তাঁর শেষ ভাষণে রাজপথের উত্তেজনাকে প্রশমিত করতে তিনি পূনরায় রাষ্ট্রপতি হবেন না মর্মে ঘোষণা দেন এবং গণতান্ত্রিক সংস্কারের ঘোষণা দেন](…) আর্টিজান শিল্পের জন্য আমরা সিদি বউজিদ বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে দুর্গম অঞ্চলের জন্য কর্মসূচী গ্রহণ করেছি, এবং যুব বিজ্ঞানের জন্য থালা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি [দুর্গম অঞ্চল সিদি বউজিদ ও থালা থেকে তিউনিসিয়ার প্রতিবাদ আন্দোলন শুরু হয়। এ অঞ্চলগুলো সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া ]
এ বছর নভেম্বরের ৭ তারিখ ঈদুল আজহার দ্বিতীয় দিনের সাথে পড়েছে। টুইটারে প্রটাক্ট এ যোগসূত্রকে লক্ষ্য করেন:
@প্রটাক্টঃ তিউনিসীয়রা # ঈদের দ্বিতীয় দিন এবং প্রথম #৭ নভেম্বর বহিষ্কৃত রাষ্ট্রপতির ভাষণ ছাড়াই উদযাপন করতে যাচ্ছে।
মিরা যোগ করেন [ফরাসি ভাষায়]:
@মিরা৪০৪: Cette année en égorgeant leurs moutons bcp de tunisiens vont penser à Ben Ali.
এ বছর অনেকেই যখন তাঁদের ছাগলগুলোকে কোরবানী করে উৎসর্গ করবেন তখন তাঁদের অনেকেরই বেন আলির কথা মনে পড়ে যাবে।
আমাদের এ পোস্টটি তিউনিসিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ