গায়িকা শাকিরা, অভিনেতা গেল গার্সিয়া বার্নেল, পাচক ফেররান আদ্রিয়া এবং লেখক মারিয়ো ভার্গাস ইয়োসা এদের মধ্যে মিল কোথায়? তারা এবার ৩০ জন সেলিব্রেটির একটি দলের অংশ, যারা ভিডিওর মাধ্যমে তাদের প্রিয় স্প্যানিশ শব্দের কথা জানাচ্ছে। সারভেন্তাস ইন্সটিটিউট নামক প্রতিষ্ঠানের ই ডে নামক বিশেষ দিবস উদযাপনের এক উদ্যোগ হিসেবে এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সারভেন্তাস ইনিস্টিটিউট অফ স্প্যানিশ নামক প্রতিষ্ঠানটি স্প্যানিশ ভাষা উদযাপন সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেয়। এটি উপলক্ষ্যে সারা বিশ্বে এক সংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রম এই প্রতিষ্ঠান আয়োজন করে, ঠিক সামার সলিস্টিক বা গ্রীষ্মকালীন সময় শুরুর প্রথম দিনে (সামার সলিস্টিক-যে দিনটিতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে ঝুঁকে পড়ে)। আর এবার এই দিনটি শুরু হবে জুনের ১৮ তারিখে।
তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি সারা বিশ্বের স্প্যানিশভাষী জনগোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়, যারা তাদের প্রিয় শব্দের ভিডিওর জন্য ভোট প্রদান করতে এবং এই সাইটে তারা অন্য ব্যক্তিদের সাথে শব্দ জব্দ (ক্রশ ওয়ার্ড) খেলতে পারবে। বিজয়ী ব্যক্তি স্পেনের আন্দালুসিয়ায় দুদিনের এক ভ্রমণের সুযোগ পাবে। তবে এবার যে সমস্ত ভিডিওতে সেলিব্রটিরা তাদের প্রিয় শব্দ উচ্চারণ করেছে তা জনগণের কাছে এক অন্যতম প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনকি সে সমস্ত দেশগুলোতে যেখানে সারভেন্তাস ইনিস্টিটিউটের কোন উদযাপন অনুষ্ঠান নেই, সেখানেও এই সমস্ত ভিডিওগুলো প্রদর্শিত হচ্ছে।
En esta tercera edición, contamos con el apoyo y participación de treinta personalidades de los más diversos campos del saber, que han compartido con nosotros lo que supone para ellos hablar español. Por ello, animamos a todos los hispanohablantes a que participen en esta iniciativa eligiendo una de las palabras de nuestra lengua que nuestros más ilustres han considerado su favorita.
এখানে প্রদর্শিত সকল ভিডিওর শিরোনাম স্প্যানিশ ভাষায় লেখা। যদি আপনি তা অন্য ভাষায় পাঠ করতে চান তাহলে দয়া করে ইউটিউব ভিডিওর ভাষা নামক শিরোনামে গিয়ে যে ভাষায় তা শুনতে চান, সেই ভাষার উপর ক্লিক করুন।
কলম্বিয়ার শিল্পী শাকিরা তার গান এবং নাচ দিয়ে দিয়ে সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছেন। মাত্র কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপের সময় তার ওয়াকা ওয়াকা গানটি স্টেডিয়ামে ভুভুজেলা নামক বাঁশী এবং সারা বিশ্বের ঘরে ঘরে এক সঙ্গী হয়ে উঠেছিল। এই ভিডিওতে, সে ব্যাখ্যা করছে কেন “মেলিফ্লুয়স” [সুমধুর] নামক শব্দটি তার কাছে স্প্যানিশ ভাষার সবচেয়ে প্রিয় শব্দ।
http://youtu.be/t1dWZ0vxUJU
অনেকে হয়ত মেক্সিকোর অভিনেতা গেল গার্সিয়া বার্নেল স্মরণ করতে পারেন, ইনি হচ্ছেন মোটর সাইকেল ডায়রি নামক ছবির সেই চে গুয়েভারা, আবার মাইকেল গনড্রাই-এর ছবি “দি সায়েন্স অফ স্লিপ”; ছবির, খ্যাপাটে স্টেফান।এই উদ্যোগের প্রেক্ষাপটে, তার প্রিয় স্প্যানিশ শব্দ হচ্ছে “কুইরেটারো” (মেক্সিকোর একটি শহরের নাম- যার আরেক অর্থ- নীল উভচরদের আবাসস্থল)। তার এই প্রিয় শব্দ তার প্রতি সেই সব ব্যবহারকারীদের সমর্থন এনে দিয়েছে যারা এই শব্দটিকে ভোট দিয়েছে। তার এই শব্দের সপক্ষে হাজার খানেক ভোট পড়েছে।
http://youtu.be/_JV-4yQrUKM
স্প্যানিশ বাবুর্চি ফেররান আদ্রিয়াকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাবুর্চি হিসেবে বিবেচনা করা হয় এবং তার রেস্টুরেন্ট এল বুলিকে সৃষ্টিশীল খাবার তৈরি এবং রান্নার সেরা তালিকায় রাখা হয়েছে। মূলত খাবারের উপাদানকে নতুনভাবে বিন্যাস করা এবং স্বাদকে অক্ষুন্ন রেখে খাবারের চেহারায় পরিবর্তন আনার কারনে সে তার এই সম্মান অর্জন করেছে । এই ক্ষেত্রে তার বেছে নেওয়া শব্দ দৃশ্যত খাবার এবং রান্নার প্রতি তার মনোভাব তুলে ধরছে। তার প্রিয় শব্দ হচ্ছে আত্মা (সোল)।
http://youtu.be/_65jiy2w3p4
পেরুর লেখক মারিও ভার্গাস ইয়োসা ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। অবশ্য এই দশক প্রায় সবসময় এই পুরস্কারের তালিকা তার নাম থাকত। তার রাজনৈতিক জীবন এবং উদ্দীপনা অনুসারে, সারভেন্তাস ইনিস্টিটিউট-এর এই উদ্যোগের জন্য তার বেছে নেওয়া শব্দ হচ্ছে “স্বাধীনতা”।
http://youtu.be/M7o9pXuS2G0
অন্যান্য ব্যক্তিত্ব যেমন, অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডারাস, গায়ক আলেজান্দ্রো সানজ, গায়কা চেয়ানে, লেখিকা ইসাবেলা আয়েন্দে, অন্যদের সাথে তাঁদের পছন্দের শব্দটি প্রকাশ করেছেন। এই লিঙ্কের মাধ্যমে আপনারা মনোনীত শব্দ দেখতে পাবেন এবং আপনার শব্দটিকে ভোট দিন নামক এই লিঙ্কের মাধ্যমে আপনার পছন্দের শব্দটিকে ভোট দিতে পারবেন। এই বছর ১৮ জুন ২০১১ তারিখে উদযাপন হতে যাওয়া এবং একই সাথে গতবছর পালিত হওয়া অনুষ্ঠানের ছবি আপনার তাদের ফ্লিকার পাতায় দেখতে পাবেন।