১৯৮৯ সাল থেকে জর্ডানের রাষ্ট্রীয় অর্থনীতি এবং অর্থনৈতিক নীতিমালা এবং জাতীয় ঋণ বিষয়ে ৭আইবের#হ্যাশট্যাগডিবেট-এ গুরুত্বের সাথে আলোচনা করা হয়। আম্মানের মাকান হাউজ এ অনুষ্ঠিত হওয়া এই আলোচনায় জর্ডানের খ্যাতনামা অর্থনীতিবিদ ইব্রাহিম সাইফ এবং ইউসুফ মানসুর অংশ নেন এবং আরামরাম.কম তা অনলাইন দর্শকদের জন্য সরাসরি প্রদর্শন করে। জর্ডানে বর্তমানে যে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া চলছে, ৭আইবের#হ্যাশট্যাগডিবেট তা নিয়ে চলমান আলোচনার এক অত্যন্ত গুরুত্বপুর্ণ অংশ।
টুইটারে যে আলোচনা হয়েছে তার সারসংক্ষেপ এখানে তুলে ধরা হল:
মাহমোদহোমসি লিখছে:
শুরু থেকে দারুণ আলোচনা, কোন আজেবাজে আলাপ নয়, ইব্রাহিম সাইফ বলছে ৮৯ সালে যে পরিস্থিতি ছিল আমরা এখনো সে পরিস্থিতির মাঝে পড়ে আছি!(জর্ডানের ১৯৮৯ সালের অর্থনৈতিক সঙ্কট)
লিনাশানাক এর সাথে যোগ করেছে :
ডঃ সাইফ: যদি রাষ্ট্র কর আরোপ করতে চায়, তাহলে তাকে অবশ্যই জবাবদিহিতামূলক হতে হবে।
এবং হাজেম যুক্ত করেছে:
@ইয়ামানসুরঃ: ১৯৯০ সাল থেকে, বেসরকারি খাতে চাকুরির হার বছরে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তারাওয়ানাহসংবাদ প্রদান করছে:
দৃশ্যত দেখা যাচ্ছে সরকার ঋণ পরিশোধের বদলে কর্মচারীদের বেতন বৃদ্ধিতে খরচ করছে বেশি। কি এক দুষ্টচক্র।@ইয়ামানসুর
হাজেম টুইট করেছে:
@ইয়ামানসুর, সরকারী ব্যয়ের ৭০ শতাংশ বেতন খাতে ব্যয় হয়। মূল ব্যয়ের জন্য যে অর্থ প্রয়াজন তার জন্য প্রাথমিক ভাবে বিদেশী সাহায্যের উপর নির্ভর করতে হয়।
এবং তারাওয়ানাহ বলে চলেছে:
বিশ্বের স্বল্প যে কয়টি দেশ আয়করের চেয়ে বিক্রয় কর বেশি তার মধ্যে জর্ডান অন্যতম,@ইয়ামানসুর
রিমাসাইফি ডঃ সাইফ যা বলছে তার থেকে উদ্ধৃতি প্রদান করেছে:
ডঃ সাইফ: ঋণ শোধ করার জন্য, রাষ্ট্রের ধারা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় কমানো।
হাজেম এর সাথে যোগ করেছে:
৮০০ পাউন্ডের এক গেরিলা হচ্ছে প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতের ব্যয়- শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে সম্মিলিত যে ব্যয় তারচেয়ে এই খাতে ব্যয় বেশি।
এবং তারাওয়ানাহ আরো বলছে:
@ইব্রাসাইফ: জবাবদিহিতার অভাব এবং নিরাপত্তা বিভাগসমূহের ব্যয় নিয়ে সংসদে আলোচনার ক্ষমতার অভাবের মত বিষয় ছুঁয়ে গেছেন।
হাজেম এর সাথে যোগ করেছে:
@ইব্রাসাইফ; বেসরকারি খাতকেও এর জন্য আংশিকভাবে দায়ী করা যায়, এই খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান সরকারি অনুদানের উপর নির্ভরশীল।
ইতোমধ্যে আয়মান রাসদান জিজ্ঞেস করছে:
কেন আমরা চাইবো যে সরকার আমাদের জন্য সবকিছু করবে, এদিকে আমরা বসে থাকব এবং অপেক্ষা করব, বেসরকারি খাতের বিরুদ্ধে আরো বেশি অভিযোগ করা উচিত।
এবং হাজেম মানসুর এর বক্তব্য উদ্ধৃত করছে:
@ইয়ামানসুর, সুপারম্যান মডেলের কথা বলা হচ্ছে, যার উপর প্রাতিষ্ঠানিকভাবে নয়, ব্যক্তিগত ভাবে আমরা বেশি বিশ্বাস রাখি।
সাইফের কাছে ফিরে যাওয়া যাক:তারাওয়ানাহ উদ্ধৃত করেছে:
যদি আপনি#জো (জর্ডানকে)-কে অর্থনৈতিক ভাবে এক যোগ্য রাষ্ট্র হিসাবে দেখতে চান, তাহলে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা যোগ্য নাগরিক তৈরি করবে-@ইব্রাসাইফ।
এবং তাল্লুজা জিজ্ঞেস করছে:
জর্ডানের মুদ্রা দিনার কি বিপদে পড়েছে…বিশেষ করে জানতে চাইছে, তার কি অবমূল্যায়ন ঘটেছে?
ইউসুফ মানসুর জর্ডানের দিনারের ব্যাপারে তার আত্মবিশ্বাস প্রদর্শন করছে, সম্প্রতি উরদুনমুবিদি৩-তে পোস্ট করা তার বিশ্লেষণের দিকে ইঙ্গিত করেছেন, “বর্তমানে/আজকাল দিনারও নিরাপদ নয়।
সাম্প্রতিক মাসগুলোতে জর্ডানে যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে @ইয়ামানসুর জানাচ্ছে:
هناك مبالغة في الحديث عن الفساد ولكنها مبالغة مشروعة بسبب غياب المعلومة الدقيقةযখনই দুর্নীতির কথা বলা হয় তখনই বেশি বেশি করে বলা হয়, কিন্তু এই ভাবে বাড়িয়ে বলার বিষয়টি সঠিক তথ্যের অভাবে অনিবার্য বলে মনে হয়।
@ইব্রাসাইফ, আমরা আসন্ন হুমকি পর্যন্ত অপেক্ষা করতে পারি না।
আমরা সমালোচনা করি কারণ আমরা সংস্কার এবং উন্নত পরিস্থিতির আশা করি। আমাদের এটা মেনে নেওয়া উচিত যে তা দেশের জন্য মঙ্গল, এই কথাগুলো বলেন@ইয়ামানসুর।
২৫ মে, জর্ডানের স্বাধীনতা দিবস এবং তা ৭আইবের-এর চতুর্থ জন্মবার্ষিকী। #হ্যাশট্যাগডিবেট শেষ হয় নাসিম তারাওয়ানাহ-এর এক আমন্ত্রণের মধ্যে দিয়ে। নাসিম তারাওয়ানাহ, ৭আইবের-এর অন্যতম এক প্রতিষ্ঠাতা:
#হ্যাশট্যাগডিবেট আজকে রাতের মত বিদায় নিচ্ছে। যারা আমাদের সাথে ছিলেন, আমাদের চতুর্থ জন্মবার্ষিকীতে তাদের কিছু কেক পাওনা রইলো 🙂 #জো
ইয়াশোমালি জন্মদিনের এক শুভেচ্ছা দিয়ে এই অনুষ্ঠানের উপসংহার টেনেছে।
একই সাথে দিনটি ৭আইবের-এর শুভ জন্মদিন এবং আজ এক অসাধারণ আলোচনার জন্য #হ্যাশট্যাগডিবেটকে ধন্যবাদ।