স্পেনের মুরসিয়া এলাকার লোরকা নামক শহরটি ১১ মে তারিখে পর পর দুটি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে। রিখটার স্কেলে এই দুটি ভূমিকম্প ছিল ৪.১ এবং ৫.১ মাত্রার, এবং এই দুটি ভূমিকম্প এবং তার পরে সংঘটিত কম্পনের কারণে নয়জন নিহত হয়েছে এবং প্রায় ৩০০ জনের মত ব্যক্তি আহত হয়েছে। ভূমিকম্পের শিকার হাজার হাজার মানুষ নতুন এলাকায় আশ্রয়ের স্থানান্তর করতে হচ্ছে এবং আশ্রয়ের অনুসন্ধান করছে।

লোরকার রাস্তায় ভূমিকম্পের শিকার নাগরিকরা, ছবি ইএফই/জুয়ান ফ্রান্সিস্কো মোরেনোর। সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে।*
টুইটারে, সুর্যের শহর (কিউদাদ দেল সোল)- এর প্রতি দ্রুত একাত্মতা প্রদর্শন শুরু হয়। #টেরমোটোমোরুচিও এবং #টোডোস্কোনলোরকা হ্যাশট্যাগের অধীনে এই ঘটনা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া এবং ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রদর্শন শুরু হয়। সমর্থকরা মুরসিয়া ভূমিকম্প পিড়ীত ব্যক্তিদের সর্মথনে ফেসবুকে (আপাইয়ো পর এল টেরেমোটে দে মুরসিয়া) [স্প্যানিশ ভাষায়] নামক পাতা খুলেছে। সেখানে ইতোমধ্যে হাজার হাজার বার্তা এসেছে এবং মুরসিয়ান ব্লগ তাদের বেদনার কথা জানাচ্ছে। যেমন মারিয়া এন এল আটেলিয়ার নামক ব্লগটি [ স্প্যানিশ ভাষায়]।

লোরকার ধ্বংসলীলা, ছবি ইএফই/জুয়ান ফ্রান্সিস্কো মোরেনোর। সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে।*
বিভিন্ন ব্লগ, যেমন স্পেন; দি ব্লগে, ভূমিকম্পের সময় কি ঘটেছে তার হিসাব, পরিসংখ্যান এবং কর্মকর্তাদের প্রতিক্রিয়া রয়েছে, এবং অন্য কিছু ব্লগ যেমন আকি অয়ে টোমাটে-এ, [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার তাজা সংবাদ রয়েছে, এই বিষয়ে এই ব্লগের বিশেষ পাতা রয়েছে। ক্রীড়াবিদ রাউল গুয়েভারা এই শহরে বাস করার প্রেক্ষাপটে সে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার এবং শহরে যা দেখেছে তা বর্ণনা করছে। সে জানাচ্ছে, আগামী স্থানীয় নির্বাচনের প্রচারণা কথা সে ভুলবে না [স্প্যানিশ ভাষায়]:
Cuando los partidos políticos se discuten entre ellos para ganar unas elecciones de como gobernar un país, la tierra da un toque de atención. La naturaleza no entiende de política, de campeones ni vencidos.

একটি ভূমিকম্প মুরসিয়ালোরকাকে কাঁপিয়ে দিয়ে গেছে, ছবি ইএফই/ইজরায়েল সানচেজের। সিসি লাইসেন্স অনুসারে গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *
লোরকার বিপর্যয় একমাত্র ঘটনা নয়, যা স্পেনের রাজনৈতিক জীবনের সাথে মিশে যায়। এ্যান্টোনিও জ্যাভিয়ার ভিসেন্টে গিল-এর ব্লগ [স্প্যানিশ ভাষায়] আমাদের যৌথ আবেগের মুক্তির বিষয়টি প্রদর্শন করছে এবং ব্লগটি অত্যন্ত গুরুত্বের সাথে স্পেনের বর্তমান সরকারের রাজনীতির কথা বিবেচনা করছে।
Solo espero que este país solidario, capaz de destinar cientos de millones de euros a las causas más peregrinas, se vuelque en ayudar y en reconstruir, y me refiero al gobierno que nos desgobierna, a ver por donde sale ZP, será digno de ver.
প্রথম রাত থেকে যারা মাথার উপর ছাদ ছাড়াই বাস করছে, তাদের কাছে দ্রুত সাহায্য পাঠনোর ব্যবস্থা গ্রহনের অভাবের সমালোচনা করা হচ্ছে, যদিও সরকারি প্রচার মাধ্যম এর বিপরীত সংবাদ প্রদান করেছে। “কায়োস এন লা রেড” যেমনটা লিখেছে [স্প্যানিশ ভাষায়]:
Tiembla la tierra. Se caen las casas más humildes y antiguas. Y las de abajo pierden lo poco que tienen. Los más vulnerables, los trabajadores, muchos de ellos migrantes, gente mayor, jóvenes en situación precaria se quedan en la calle.
* সকল ছবি গ্লোবোভিশিওন-এর ফ্লিকার একাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং সিসি লাইসেন্স বাই-এনসি-২.০ লাইসেন্সের অধীনে তা পুনরায় প্রকাশ করা হয়েছে।