কলম্বিয়া: উচ্চবিদ্যালয় গুলোতে ছাত্রছাত্রীদের ভিন্ন ভিন্ন যৌন সম্পর্কের বিষয়ে বক্তব্য

উচ্চবিদ্যালয় সমূহে যৌন সর্ম্পকের পরিচয়ের বিষয়ে কলম্বিয়ার পরিচালিত প্রচারণা

কলম্বিয়ার মেডিলিন-এর সরকার উচ্চবিদ্যালয় সমূহের ছাত্রছাত্রীদের ভিন্ন ভিন্ন যৌন সম্পর্কের বিষয়ে সচেতন করার জন্য প্রচারাভিযান শুরু করেছে এবং এর অংশ হিসেবে বিভিন্ন এই প্রচারণায় কিছু অনলাইন ভিডিও যুক্ত করা হয়েছে, যেখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতার কথা বলছে।

এর এক উদাহরণ হিসেবে ইসাবেলার কথা ধরা যাক। যখন থেকে তাকে সরকারের সাথে নিজের মধ্যস্ততায় কথা বলতে হয়েছে, তখন সে নিজেই নিজের স্বপক্ষে কথা বলেছে এবং সে তার স্কুলে ছেলে হিসেবে নয়, মেয়ে হিসেবে ফিরে যাওয়ার জন্য মা বাবার সমর্থন পেয়েছে, সেই মূহূর্তে যে কাজটি সে করেছিল, কিন্তু একজন মেয়ে হিসেবে যেমনটা সে অনুভব করেছিল। পরে তার স্কুল তাকে শুধু সমর্থনই করেনি, নিজের কাছে সৎ থাকার জন্য তার প্রশংসাও করেছে। তবে কিছু ছাত্র-ছাত্রী তার প্রতি বৈরী হলেও সে আবিষ্কার করেছে যে, ধারনার চেয়ে সে কম নাজেহাল হয়েছে এবং সে অনেকের সমর্থন লাভ করেছে। যাই হোক, এ ক্ষেত্রে তাকে অনেকের সাথে লড়াই করতে হয়েছে, এই কারণে যে সে নির্যাতিত এবং অপমানিত হওয়ার জন্য এমনটি করেনি।

ক্যাটরিন বিশ্বাস করে যে, নিজের যৌন পরিচয় সম্পর্কে সৎ থাকাই হতে পারে গ্রহণযোগ্যতার চাবিকাঠি। তার নিজের ক্ষেত্রে, যখন সে উভগামী হিসেবে চিহ্নিত হল, তখন তার সহপাঠীরা তাকে মেনে নিয়েছিল এবং সে এমনকি উৎসাহ প্রদান করে এ ভাবে যে, যদি কেউ কখনো তার প্রতি অদ্ভুত আচরণ করে বা তাকে দূরে ঠেলে দেয়, সেটা তাদেরই ক্ষতি, তার নয়।

মউরিচিও তার হাই স্কুলে গে বা পুরুষ সমকামী হিসেবে চিহ্নিত হয়েছিল; সে দেখেছে যে, তার প্রতি বেশির ভাগ উপেক্ষা এসেছে ভয় ও অজ্ঞতা থেকে এবং সে এটা প্রতিহত করেছে। যখন তার সহপাঠীরা তাকে পুরুষদের জন্য সংরক্ষিত জায়গা গুলোতে যেতে নিষেধ করত, তখন সে প্রতিবাদ করে বলত যে, সে এক স্কুল ছাত্র ও মানুষ। তার মতে, সমস্যা পুরুষ সমকামিতা নিয়ে নয়, সমকামিতা নিয়ে শঙ্কাই হল সমস্যা।

জুলানজি কুসংস্কার দূর করার জন্য স্কুলে নিজের মহিলা সমকামী পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং প্রশাসন যখন সমকামিতা বিষয়ে পোস্টার সমূহ লাগায় এবং এই বিষয়ে ভীতিকর বিবৃতি প্রদান করে, তখন তাদের ধারণা এবং সংস্কারকে ভুল প্রমাণ করার জন্য তার পরিচয় সবার সমানে তুলে ধরে নিজেই প্রকৃষ্ট উদাহরণ হিসেবে হাজির হয়েছিল।

হ্যারল্ড স্বাভাবিক, কিন্তু তার সাক্ষাৎকারে সে পুরুষ সমকামী সম্প্রদায়ের পক্ষ হয়ে এবং যারা বদ্ধ অবস্থা থেকে বের হয়ে এসেছে তারা কিভাবে অন্যদের রক্ষা করতে পারে, সে বিষয়ে কথা বলেছে ।

সবশেষে শিক্ষিকা লিউজ অ্যাঞ্জেলাও তার মতামত দেন; তিনি একটি হাই স্কুলে নীতিবিদ্যা এবং মূল্যবোধ শিক্ষা দেন এবং উল্লেখ করেন যে, তারা ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন ও অন্যদেরও ভিন্ন ভিন্ন যৌন সম্পর্ককে শ্রদ্ধার দৃষ্টিতে দেখার জন্য উৎসাহ দেন এবং বলেন যে, উচ্চবিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত যেখানে তারা নিজেদের আবেগ, অনুভূতি ও ভালোবাসাকে প্রকাশ করতে শিখবে ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .