ভিডিও: অনলাইন ভিডিওর মাধ্যমে নতুন ভাষা শেখা

২১ ফ্রেব্রুয়ারি, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। আর এ বছরের মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ভাষাগত বৈচিত্র্য এবং নতুন প্রযুক্তি। এই বিষয়টি মাথায় রেখে আমরা বেশ কয়েকটি ধারাবাহিক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, যার মাধ্যমে দেখা যাবে যে, কি ভাবে লোকজন ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে তাদের মাতৃভাষা দিবস উদযাপন করছে এবং নিজেদের মাতৃভাষা সম্বন্ধে অন্যদের জানাচ্ছে।

out of order sign in several languages.


নো ফানসিওনা (অকার্যকর হয়ে রয়েছে), ছবি কাইরো ডুরান-এর, সিসিবাই


প্রথম যে ভাষার দরজায় এসে আমরা থামছি, সেই ভাষার নাম আইমারা। বলিভিয়া, পেরু এবং চিলির প্রায় ২০ লক্ষ লোক এই ভাষায় কথা বলে। বলিভিয়া এবং পেরুতে এই ভাষা রাষ্ট্র ভাষার স্বীকৃতি লাভ করেছে। বলিভিয়ার এল আলটোর, জাকি আরুর প্রকল্পের মত বেশ কিছু প্রকল্পের মাধ্যমে, আইমারা ভাষাভাষীরা ওয়েবে আরো বেশী সক্রিয় হয়ে উঠেছে। এবং তাদের অনুবাদ প্রচেষ্টার জন্য তাদেরকে ধন্যবাদ, এখন গ্লোবাল ভয়েসেস-এর প্রবন্ধ আইমারা ভাষায় অনুবাদ হচ্ছে। নীচে প্রদান করা চয়েস হিউম্যানেটেরিয়ান অর্গ এর এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমরা আইমারা ভাষায় কথা বলা ব্যক্তিদের মাধ্যমে, এই ভাষার কয়েকটি বাক্য বলতে শিখব:

আমেরিনইনডিয়ান জাতির আরেকটি ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে কেচুয়া: ইকুয়েডর থেকে আর্জেন্টিনা পর্যন্ত এই ভাষায় অনেক লোক কথা বলে থাকে। প্রায় ১ কোটির বেশি লোক বিভিন্ন আঞ্চলিক টানে এই ভাষায় কথা বলে থাকে। এছাড়াও এই ভাষা পেরু এবং বলিভিয়ার রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করেছে। একজন প্রাপ্ত বয়স্ক হিসেবে জেইমি সালাজার কেচুয়া ভাষা শেখার প্রতি তার ভালোবাসা জন্মায়: যখন তিনি তরুণ, তখন তিনি বিবেচনা করলেন যে এই ভাষা প্রায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং তার সময়ের হিসেব মোতাবেক এই ভাষায় যথেষ্ট পরিমাণ বই ছিল না, যদিও সে স্বীকার করেছে যে, এই ভাষার বেশ কিছু গান সে পছন্দ করত। এখন সে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইংরেজী এবং স্প্যানিশ ভাষী দর্শকদের কেচুয়া ভাষা শেখায়। নীচের ভিডিওটিতে সে আমাদের শেখাচ্ছে, কি ভাবে আইমারা ভাষায় “আমি শিখতে ভালোবাসি” কথাটি বলতে হয়।

আসুন এবার নামিবিয়া নামক দেশটির ভাষার রাজ্যে প্রবেশ করি, সেখানে গিয়ে খোহেখোহেগোওয়াব ভাষার কয়েকটি শব্দ শিখি। খোহে ভাষাগোষ্ঠীর মধ্যে এই ভাষায় সবেচেয়ে বেশি লোক কথা বলে থাকে। এই ভাষা বিশেষ শব্দের ক্ষেত্রে, ক্লিকিং সাউন্ড বা মুখে টিক টক-এর মত আওয়াজ করে বলার কারণে অতি পরিচিত। থুসনেলা ডা ডায়ুসস এবং গ্যাব্রিয়েলা/খোয়েসেব আমাদের চারটি ক্লিকিং সাউণ্ড বা টিক টক জাতীয় শব্দ উচ্চারণ করা শেখাচ্ছে। এগুলো হল !,/,#এবং//। নীচের ভিডিওটিতে এ সব শেখানো হয়েছে।

কেবল শিশুদের জন্য নয়, বড়দের ক্ষেত্র গানের মাধ্যমে ভাষা শেখ বেশ মজার একটি বিষয় বলে বিবেচিত হয়। নীচের ভিডিওটি গানের মাধ্যমে আমাদের শেখাচ্ছে কি ভাবে সোয়াহিলি ভাষায় সম্ভাষণ জানাতে হয়। সোয়াহিলি হচ্ছে পূর্ব আফ্রিকার বেশির ভাগ এলাকার লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা সবচেয়ে সাধারণ ভাষা।

ওয়েলস নামক এলাকার রাষ্ট্রীয় ভাষার নাম ওয়েলশ। কিন্তু একই সাথে ইংল্যান্ড, নিউজিল্যান্ড. অস্ট্রেলিয়া এবং এমনকি আর্জেন্টিনার কোন কোন অংশে এই ভাষায় কথা বলা হয়। পরবর্তী ভিডিওতে, বেন লো আমাদের শেখাবে (সে আসলে তার বন্ধু ডেভিডকে শিখিয়েছিল) কি ভাবে ওয়েলসের লিয়ানফেয়ারপিওয়ালগওয়াসগেলেগোগেরেইচেওয়াইরাড্রোরবোওয়াল্লাল্লানাটাইসিলিওগোগগোগোচে নামক শহরটির নাম ঠিকভাবে উচ্চারণ করতে হয়। বিশাল এই লম্বা নামের জন্য এই শহরটি খুবই বিখ্যাত।

http://www.youtube.com/watch?v=9-JbavUh5vQ

সর্বশেষ, কিন্তু অন্য সবগুলোর মত সমান গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে যেখান থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উৎপত্তি, আসুন সেই দেশটিতে পুনরায় ঘুরে আসি। এই স্মরণীয় দিবসটি আমাদের সেই মহান কাহিনীকে আবার আমাদের হৃদয়ে ফিরিয়ে আনে, যখন ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বাংলাকে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তানের) রাষ্ট্রভাষা করার দাবীতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়। বাংলা, বর্তমানে কেবল বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা নয়, একই সাথে তা ভারত এবং সিয়েরা লিয়নের রাষ্ট্রভাষা। সুসান আমাদের শেখাচ্ছে কি ভাবে বাংলায় সবাইকে স্বাগত জানাতে হয়।

গ্লোবাল ভয়েসেস অনলাইন ভাষার বৈচিত্র্যতা এবং বিভিন্ন ভাষার প্রতি গভীর ভাবে যত্নশীল। শত শত স্বেচ্ছাসেবী কর্মী, অনুবাদক, লেখক এবং সম্পাদকের কাজের মাধ্যমে গ্লোবাল ভয়েসেস অনলাইন নামক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, যাদের অনেকের একটির বেশি ভাষায় কথা বলতে বা লিখতে পারে। আমাদের অনেক পাঠকও বহুভাষী, কিন্তু আমরা তাদের জন্য কঠোর পরিশ্রম করি, যারা মাতৃভাষার বাইরে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজী ভাষায় কথা বলতে বা লিখতে পারে না এবং যারা সারা বিশ্বের বিভিন্ন লেখা নিজেদের মাতৃভাষায় পড়ার অধিকার রাখে। কাজে নির্ভাবনায় গ্লোবাল ভয়েসেস এর বিভিন্ন ভাষার সাইটগুলো দেখুন এবং যদি আপনি চান, তাহলে সেখানে মন্তব্য করতে পারেন এবং আমাদের প্রতি সমর্থন প্রকাশ করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .