এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
মুবারক পদত্যাগ করেছে। আমি বাতাসে ছড়িয়ে পড়া আনন্দের বর্ণনার করার জন্য টুইপস (টুইটারে প্রদান করা বার্তা) করা ত্যাগ করব:
@এজেইংলিশ: তাজা সংবাদ: ওমান সুলেইমান ঘোষণা প্রদান করেছে যে মুবারক পদত্যাগ করেছে- http://aje.me/ajelive #মিশর #কায়রো
@সুলতানআলকাশেমিi: যথাযথ শব্দের প্রয়োগ ঘটেছে: ওমর সুলেইমান: মুবারক পদত্যাগ করেছে। তিনি দেশ চালানোর ভার সর্বোচ্চ সামরিক পরিষদের হাতে প্রদান করেছেন।
@ianinegypt: @আইএনইনইজিপ্ট: মুবারক পদত্যাগ করার সাথে সাথে তাহরির এলাকা জুড়ে আল্লাহু আকবার (আল্লাহ মহান) ধ্বনি ছড়িয়ে পড়ে। #মিশর#জান২৫
@জনজ্যানসেন: হোসনি মুবারক আর মিশরের রাষ্ট্রপতি নন, তাহরির স্কোয়ারের জনতা এখন যেন উন্মত্ত হয়ে গেছে।#জান২৫#তাহরির
@ড্রাডডি: মুবারক বিদায় নিয়েছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@ফারিস_আট্রাকচি: সামরিক বাহিনী দারুণ সুন্দর খেলা খেলেছে-এখন তারা দেশটির শাসন নিয়ন্ত্রণ করছে। যেন এর আগে এমনটি ঘটেনি#জান২৫ #কায়রো
@দিমা_থাতিব: মুবারক ক্ষমতা থেকে সরে গেছে#মিশর#জান২৫
@তোলোলি: অবশেষে মুবারক পদত্যাগ করল। তাহলে গতরাতে যে সে ভাষণ দিল তার মানে কি? আমি আমার “প্রতিজ্ঞা বজায় রাখব”, আমি সেপ্টেম্বর মাস পর্যন্ত “ক্ষমতায় থাকব”।#জান২৫
@ইইয়াদে: ফারাওয়ের পতন ঘটেছে। আমি আবার বলছি, ফারাওয়ের পতন ঘটেছে।
(আরবিতে লেখাগুলো খুব শীঘ্রই অনুবাদ হচ্ছে)
এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।