ছবি আহমাদ৩৪৭ এর এমসমানিগার্ল-এর
এর শুরু একটা ইচ্ছা থেকে …
@সারাহএনজিবি তাহরিরের ওপর যে রংধনু দেখা যাচ্ছে তা যেন এক অলৌকিকতার কাছাকাছি! আশা করি আরেকটি একে অনুসরণ করবে … আরটি @জাস্টইমেজ http://yfrog.com/h0jzngjj #জান২৫
তারপর গুজব ছড়িয়ে পড়তে শুরু করে:
@স্যান্ডমাংকি- আজ রাতেই সবকিছুর পরিসমাপ্তি হতে পারে, এই মাত্র হুসাম বাদরই জানালো, জনগণের দাবির জবাব দিতে মুবারক আজ রাতে টেলিভিশনে ভাষণ দিতে আসছে। আঙ্গুল মোচড়ানো চলছে।
…
আমার বাবা বিবিসিতে হুসাম বাদরইকে দেখেছে। আর কেউ হুসাম বাদরইকে দেখে থাকলে আমাকে জানান।
আর এরই মধ্যে মিশরীয় রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনী “১ নম্বর ঘোষণাটি“ দিয়েছে – টুইটার এখন মন্তব্যের বন্যায় ভেসে যাবার প্রস্তুতি নিচ্ছে।
কিছু লোক সেনাবাহিনীর এই রহস্যময় বক্তব্যকে সাধারণ ভাবে গ্রহণ করেছে, হায় কি এক নিষ্ঠুর ধর্ষণ?? কিন্তু @সামিহতুকান এর সার অর্থ উপলব্ধি করতে সমর্থ হয়েছে:
সেনাবাহিনী গুরুত্বপূর্ণ কিছুই না বলে, একটা অর্থহীন বক্তব্য দিয়েছে … সেনাবাহিনীর বক্তব্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল, তাদের বক্তব্য নয়, আলোচনায় মুবারকের অনুপস্থিতি:
এবং তারপর সেই স্বপ্ন দেখানোর মত ঘটনা তৈরি করা হল (দি ফ্যাট লেডি সং-এমন কিছু বলা বা ভাবা যা আদৌও ঘটবে কিনা সন্দেহ রয়েছে)
কার্য সম্পন্ন হয়েছে। সমস্ত সাহসী তরুণ মিশরীয় নাগরিককে ধন্যবাদ।
প্রাক্তন বন্দী গুগল ব্যবস্থাপক ও সেলিব্রিটি বিপ্লবী @ঘনিম, ওয়াএল ঘোনিম এই কথাগুলো লিখেছেন।
কিন্তু মুবারক যখন অবসরে চলে যাচ্ছেন, তখন তার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক ও ভাবনা শুরু হয়ে গেছে:
@৩আরাবাওয়ে @ঘনিমের সাথে দ্বিমত পোষন করে তার ধারাবাহিক পোস্টগুলোতে লিখেছেন:
এই সেনাবাহিনী, যারা আমাদের ১৯৫২ সাল থেকে শাসন করে আসছে, তাদের ক্ষমতায় রাখার জন্যে আমরা যুদ্ধ করিনি বা এ সমস্ত ত্যাগও করিনি! … অবশ্যই বিপ্লব চলতে থাকবে … @ঘোনিমের অবস্থান সম্পর্কে খুবই হতাশ।
আরেক ধাপ এগিয়ে গিয়ে @ম্যানআবুতালেব লিখেছে:
পূর্বে @ঘোনিম যেমন বলেছিলেন “আমার মত এমএ পাশ লোকের সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি“ তার মানে এর চেয়ে কম ডিগ্রীধারী লোকের সাথে এরকম ব্যবহার করা ঠিক আছে?
@ঘোনিম আমার জন্য কথা বলেননি … আপনারা তাকে টেলিভিশনে এখন দেখেছেন কি?
@ঘোনিম খুবই অর্বাচীনের মত কথা বলেছেন। খুবই হতাশাজনক। এখন আমাকে জানানা তাকে অনুসরণ না করার বাটনটি কোথায় খুঁজে পাব?
@স্যান্ডমাংকি একটা রাজনৈতিক কর্মসূচীর জন্যে তার পরামর্শগুলো একত্র করেছেন:
এখন, আমি এই আন্দোলনের নেতা নই। ঈশ্বরই জানেন আমিই হয়ত দেশজুড়ে এসব প্রতিবাদে অংশ নেয়া অর্ধ কোটি ব্যক্তির মুখপাত্র হিসাবে আমার নাম বলতে ঘৃণা করবো …
রাষ্ট্রের অতীতের বাস্তবতা আমাদের এই কাজটি করতে দেবে না। এই আন্দোলন ও সংগঠনে, সংগঠকের অভাব আমাদের (প্রতিবাদকারীদের) বিরুদ্ধে যত ভাবে সম্ভব ব্যবহৃত হবে। … একারণেই এই আমার সামান্য মতামতকে আমি এখানে যুক্ত করছি।
তারপর তিনি নতুন আন্দোলনের জন্যে কর্মসূচী ঘোষণা করেন।
আরবীয় ব্লগে, ইসান্দর-এ এল আমরানি “সাংবিধানিক সংস্কারের সময়সূচী” এবং ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন মতামত নিয়ে আলোচনা করেছে।
যাই ঘটুক না কেন, আমি এটাকে ওখানেই রেখে যাব। আপনি যখন এটা পড়বেন ততক্ষণে পৃথিবী হয়তো আবারো পরিবর্তিত হয়েছে! এটা কেবল শুরু, গ্লোবাল ভয়েসেস-এর “বিপ্লব“ লেখা একটা ট্যাগ (বাটন বা কিওয়ার্ড) থাকা উচিত।