মিশর: ভিডিওতে সংঘর্ষের দৃশ্য

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

সারা বিশ্বের মনোযোগ এখন মিশরের দিকে, যেখানে সেখানকার শাসকের বিরুদ্ধে চলতে থাকা বিক্ষোভ আজ দশম দিনে পা দিল। যখন থেকে আবার ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়, তখন থেকে টুইটারে তাজা সংবাদ প্রদান, ছবি এবং ভিডিও উঠানোর পরিমাণ বেড়ে যায়। এই সব উপাদান, মিশরীয় নাগরিকদের চোখ দিয়ে মিশরের রাস্তার অবস্থা কি, তার দৃশ্য তুলে ধরছে।

ইউটিউব-এর সিটিজেনটিউব, সিটিজেন ভিডিও নামে পরিচিত সাধারণ নাগরিকদের তোলা ভিডিও যৌথভাবে সংগ্রহ করার কাজ শুরু করেছে। ইউটিউবের পাতায় তারা যে কোন ব্যক্তির জন্য এক জমা দেবার অনুমতি পত্র রেখেছে, যেখানে যদি কেউ এই বিক্ষোভ সংক্রান্ত কোন সিটিজেন মিডিয়া ভিডিও খুঁজে পায় (অথবা নাগরিকদের তোলা ভিডিও উঠিয়ে রাখা হয়েছে), তাহলে তা যেন সাইটটিতে যুক্ত করা হয়।

বিক্ষোভের কেন্দ্রে অবস্থানকারী ব্যক্তিদের একেবারে সম্পাদনা ছাড়াই ধারণ করা দৃশ্য মিশরের অভ্যন্তরে পরিস্থিতি কি, তা তুলে ধরছে, যেখানে লোকজন একসাথে জড়ো হয়ে রাষ্ট্রপতি মুবারকের পদত্যাগ দাবি করছে।

যদি আপনি ইউটিউবে কোন ভিডিও খুঁজে পান যা, মিশরের বিভিন্ন শহরের রাস্তায় কি ঘটছে তা তুলে ধরছে, তাহলে দয়া করা তার লিঙ্কটি এখানে যুক্ত করুন।

এখানে একটি ভিডিও রয়েছে, যা উপর থেকে তাহরির স্কোয়ারের কর্মকাণ্ডকে প্রদর্শন করছে:

http://www.youtube.com/watch?v=by3NvrMwups

এবং পরবর্তী এই ভিডিওটি বিক্ষোভের কেন্দ্রস্থল থেকে ধারণ করা, যা সেখানকার সংঘর্ষের দৃশ্য তুলে ধরছে:

অন্য উপাদানের মধ্যে রয়েছে মোবাইল ফোনের মধ্যে থাকা ফিচারের ব্যবহার, যার মাধ্যমে সবকিছু সরাসরি ওয়েবে তোলা হয়েছে। যেমন আহমেদ নাগিব, টুইটার এবং টাম্বালার একাউন্ট ব্যবহার মধ্যে দিয়ে এই সকল কাজ করেছে। এছাড়াও সে ছবি নেটে তুলে দিয়েছে, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীদের জন্য অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। যেমন এই ভিডিওটি চিকিৎসা সামগ্রীর উপাদান সরবরাহ করার বিষয়টি প্রদর্শন করছে।



ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপাদান সবরাহ করা।ছবি আহমেদ নাগিব-এর।


এ ছাড়াও সে সংক্ষিপ্ত এক ভিডিও আপলোড করেছে, যা আপনাকে প্রদর্শন করবে ঘটনাস্থলে কি ঘটছে তার দৃশ্য। যেমন এই ভিডিও-তে দেখা যাচ্ছে তাহরির স্কোয়ারে গায়কেরা গান গাইছে:
http://qik.com/video/33502537

অথবা পরবর্তী এই ভিডিও, যেটিতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা রাতের বেলায় স্লোগান দিচ্ছে এবং পতাকা নাড়ছে:

http://qik.com/video/33517720

ফেসবুকে, আহমেদ এলহাগ একটি গ্রাফিক ভিডিও উঠিয়ে দিয়েছে, যাতে দেখা যাচ্ছে সামরিক বাহিনীর ট্রাক বিক্ষোভকারীদের পেছনে ছুটছে; এই ভিডিওর আরো বিস্তারিত অংশটি ইউটিউবে পাওয়া যাবে:

http://www.youtube.com/watch?v=3wi3K8T3pPQ

তবে, কেবল সরকারের ট্রাক প্রতিবাদকারীদের পেছনে ছুটছে না; পরবর্তী ভিডিওটি প্রদর্শন করছে, কি ভাবে সরকারের লোকজন তাদের নোংরা কাজের জন্য ঘোড়া এবং উটের ব্যবহার করছে। তারা ডজন খানেক লোকের উপর দিয়ে এইসব প্রাণীকে চালিয়ে দিয়ে, কেবল ওইসব লোকের জীবন বিপন্ন করছে না, তার সাথে তারা এইসব প্রাণীদের জীবন বিপন্ন করছে। শুরুর খণ্ডযুদ্ধের পর, বিক্ষোভকারীদের এইসব চালকহীন প্রাণীদের পরিচালিত করতে দেখা যায়।

পরবর্তী ছবি যেন নিজেই সব কিছু বলে দিচ্ছে।
মন্তব্য নিষ্প্রয়োজন!! ছবি আমালশোউকির

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .