রাশিয়া: পুলিশের উপর তৈরি করা আইন

রাশিয়ার পুলিশের উপর তৈরি করা আইনের ব্যাপারে এ গুড ট্রিটি ব্লগে বিস্তারিত বিশ্লেষণকরা হয়েছে: “এই আইনের বিরোধিতাকারীরা অনেক সময় একে অর্থহীন বলে উল্লেখ করছে। তারা বলছে যে, এখানে আইন কেবল দুটি অক্ষরের পরিবর্তন করা ছাড়া আর কিছুই করতে পারে না (মিলিতসিয়া থেকে পোলিতসিয়ায় রূপান্তরিত করা)[…]” এল জে ইউজার টাপরির’স পুনরায় নামকরণের দায়িত্বগ্রহণ করার উপর নজর দিয়েছে [রুশ ভাষায়]: “ভাসিয়া নামের একজন ব্যক্তি রাশিয়ার একটি ছোট্ট শহরে বাস করত। সে মানুষদের খুন এবং তাদের লুণ্ঠন করত [অন্ধকারে পথে পা বাড়ানো]। সে মানুষের হাত পা কাটত, নারীদের ধর্ষণ করত। সে ছিল এক চোর। সে পুলিশের হাতে ধরা পড়ে এবং তাকে তার নাম পাল্টে কোলিয়া রাখতে বাধ্য করা হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .