এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ
মিশরে রাষ্ট্রপতি মুবারককে ক্ষমতা থেকে অপসারণের জন্য যে বিক্ষোভ, তার পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে, ততই সিরিয়ার নাগরিকরা যে ভাবে পারছে, বিক্ষোভকারীদের সাহায্য করার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছে। দামাস্কাস ব্যুরো সংবাদ প্রদান করছে যে হ্যাকাররা বালাদনা ডেইলি নামের দৈনিক পত্রিকার ওয়েবসাইটটি (আরবী ভাষায়) দখল করে নিয়েছে এবং সেখানে এই বার্তা লিখে রেখে গেছে: “মিশরে যা কিছু ঘটছে, তার ক্ষেত্রে আমরা প্রচার মাধ্যমে কোন ধরনের সংবাদ প্রদানে নিষেধাজ্ঞা জারির বিষয়টি কোনভাবেই মানবো না।“
মোউরিচি আয়েক একজন ব্লগার এবং সাংবাদিক। তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান [আরবি ভাষায়], যখন তিনি আবিষ্কার করেন যে রাষ্ট্রের পয়সায় পরিচালিত দৈনিক সংবাদপত্রগুলো এই বিক্ষোভের উদ্দেশ্য এবং দাবি সম্বন্ধে ভুল তথ্য প্রদান করছে:
عددت البعث جميع مطالب الجماهير (من الاحتجاج على الأوضاع الاقتصادية إلى طرد السفير الاسرائيلي ووقف تصدير الغاز) دون المرور على المطلب الأساس الذي تنادي به الجماهير المحتشدة منذ يومين وهو رحيل الرئيس المصري حسني مبارك.
বেশ কয়েকজন সিরীয় ব্লগার তাদের ব্লগ সমূহকে [আরবী ভাষায়] বিক্ষোভের সংবাদ প্রকাশের জন্য উৎসর্গ করেছে এবং তাদের মধ্য একদল একত্রিত হয়ে একটি ব্লগ সৃষ্টি করেছে [আরবী ভাষায়], যে ব্লগের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ২৪ ঘন্টা ধরে মিশরের বিক্ষোভ সংক্রান্ত তাজা যত সংবাদ প্রকাশ হচ্ছে, সেগুলো এই ব্লগে প্রকাশ করা। আহমাদ আবুলখায়ির একটি নির্দেশিকা পোস্ট করেছে [আরবী ভাষায়], যার মাধ্যমে জানা যাবে, কি ভাবে এএইচটিটিপিএস এবং ফায়ারফক্সের এডঅন, যাকে এইচটিটিপিএস-এভরিহোয়ার বলা হয়, তা ব্যবহার করে ফেসবুক এবং টুইটারে বিশেষ ব্যবস্থায় প্রবেশ করা সম্ভব, বিশেষ করে যখন মিশরে সেখানকার সাম্প্রতিক ঘটনাবলি যাতে প্রকাশ না হয়, তার জন্য এই দুটি সাইট বন্ধ করে রাখা হয়েছে।
অবশ্যই টুইটার সমর্থন তৈরি এবং তথ্য আদান প্রদান ও বিক্ষোভ সংক্রান্ত কর্মকাণ্ডের আহ্বান জানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওমর মুসায়েহ সিরিয়ায় করা বেশ কিছু কৌতুহল জনক পরিকল্পনার সংবাদ প্রদান করছে।
এবং ইয়াসিন বেশ কাব্যিক ভাবে টুইট করেছে:
এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ