৪টি উপায়ে আপনি গ্লোবাল ভয়েসেসকে সমর্থন করতে পারেন (এবং শুভ নব বর্ষ!)

আপনি যেহেতু এই লেখাটি পড়ছেন, তাহলে ধরে নেয়া যায় যে আপনি গ্লোবাল ভয়েসেস এর একজন বন্ধু। আপনি নিশ্চয়ই আমাদের সেই লক্ষ্যে বিশ্বাসী যে স্বাভাবিকভাবে প্রধান ধারার মিডিয়াতে শোনা হয়না যেসব কণ্ঠ, তাদের তুলে ধরা প্রয়োজন, আর অনলাইন টুলস ব্যবহার করার মাধ্যমে বিশ্ব নাগরিকদের সামাজিক জীবনে পুরোপুরি অংশগ্রহণ সম্ভব করে তোলা দরকার। এছাড়াও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা আর বিনামূল্যে অনলাইন তথ্যে প্রাধিকার পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করার দরকার আছে। যদি এটাই ঘটনা হয়, আমরা কিছু সময় বের করতে চাই আপনার আমাদের সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে আর আমরা যে কাজ করি তাতে আপনাদের সাহায্য লাভের জন্য আরো কিছু উপায়ের কথা জানাতে:

অর্থ সহায়তা করুন: গ্লোবাল ভয়েসেসে আমরা সৌভাগ্যবান যে কিছু বড় সাংগঠনিক দাতার সাহায্য পেয়েছি যারা আমাদের করা কাজে বিশ্বাস রাখেন দৃঢ়ভাবে। তবে সব অলাভজনক প্রতিষ্ঠানের মতো, আমরা সব সময়ে পথ খুঁজি আমাদের চলা আর বেড়ে ওঠাকে নিশ্চিত করার জন্য আর উদ্ভাবন আর স্বাধীন প্রকল্প প্রণয়নের জন্য যা ফাউন্ডেশনের অর্থ থেকে মেটানো যাবে না। বছর শেষের আমাদের অর্থ যোগানের প্রচারণা এই প্রচেষ্টার একটা বড় অংশ, তাই আমাদের বন্ধু আর পাঠকদের কাছ থেকে আর্থিক সাহায্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ন, আর এটা বলার অপেক্ষাই রাখে না যে এটা খুবই প্রশংসনীয়! আমেরিকার আয়কর দাতাদের জন্য এই দান আয়কর মুক্ত, আর আপনারটা যদি আজকে এই দান করতে মনস্থ করেন, এই বছরের লক্ষ্যের দিকে আমাদের আরো কাছে নিয়ে আসবেন।

আমাদের লেখা প্রচার করুন: এটা বেশ পরিষ্কার- বিশ্ব নাগরিক মিডিয়ার মধ্য দিয়ে যে না শোনা কণ্ঠ বেরিয়ে আসে তাকে প্রচার করার আমাদের লক্ষ্য তখনি কার্যকর হবে যদি অনেক মানুষ তা শুনতে পারেন, আর আমাদের বন্ধু আর পাঠকদের উপরে আমরা নির্ভর করি এই বিষয়গুলি দূর দূরান্তে ছড়িয়ে দেয়ার ব্যাপারে। প্রত্যেকটি পোস্টের নিচের ‘শেয়ার’ লিঙ্ক আপনাকে সক্ষম করবে ইমেইল বা টুইটারে, ফেসবুক আর অন্যান্য সামাজিক নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে একটি বোতাম টিপে আমাদের কাহিনীর লিঙ্ক পাঠাতে, আর আমরা এটাকে আরও সহজ করার চেষ্টা করছি। আরো বেশী উৎসাহিত হব আমরা যদি আমাদের প্রতিবেদন পড়ার পরে আপনারা কি ভাবছেন তা জানান এই সাইটে, আমাদের ফেসবুকের পাতায়, বা টুইটারে (আমরা @গ্লোবাল ভয়েসেস – আমাদের অন্যান্য বিভাগ আর বেশীরভাগ ভাষার সাইটেরও টুইটার অ্যাকাউন্ট আছে) একটা মন্তব্য রেখে।

আমাদের সাথে অংশীদারিত্বে আসুন: আপনি যদি কোন মিডিয়ার আউটলেটকে প্রতিনিধিত্ব করেন তাহলে আপনি কি জানেন যে আমাদের প্রকাশিত বিষয়বস্তু আপনাদের ওয়েবসাইট/ সংবাদপত্র/ভিডিও চ্যানেলে বিনামূল্যে পুনর্মুদ্রণ করা যাবে? আমরা কেবল চাই আমাদের অ্যাট্রিবিউশন নীতি অনুসারে আমাদেরকে যথাযথ স্বীকৃতি যেন আপনারা দেন। আমরা আরো অন্য ধরনের সহযোগিতার ব্যাপারে উৎসাহী যেমন এই বছরে দ্যা ইকনমিস্টের সাথে আমরা শুরু করেছি, বা আমাদের ইতালীয় লিঙ্গুয়া অনুবাদ দল ইতালীয় দৈনিক লা স্টাম্পার সাথে শুরু করেছে। যদি আমাদের সাথে কাজে উৎসাহিত থাকেন আমাদের ব্যবস্থাপক সম্পাদক সোলানা লারসেনের কাছে দয়া করে একটি ইমেইল পাঠান

আমাদের সাথে যোগ দিন: আপনি কি একজন ব্লগার বা অনুবাদক এবং আপনার অঞ্চল বা ভাষার প্রচারে আমাদের সাহায্য করতে চান? যদি তাই, তাহলে, গ্লোবাল ভয়েসেসে স্বাগতম! দয়া করে সংশ্লিষ্ট সম্পাদকের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের পাতা ব্যবহার করে, আর তিনি আপনাকে বিস্তারিত তথ্য জানাবেন প্রতিবেদন দেয়ার ব্যাপারে যেখানে সংক্ষেপে আপনার দেশের ব্লগ জগতের বা আপনার আপন ভাষায় অনুবাদের সুযোগ খাকবে। আপনাদের সাহায্য সম্ভব করেছে ২০১০ সালকে আমাদের আত্মপ্রকাশের ষষ্ঠ বছর হিসেবে পার করতে।, গ্লোবাল ভয়েসেস এর জন্য আর একটা দারুন বছর, আর এর জন্য আমরা ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে শান্তিময়, আনন্দময়, বিশ্বময় সংযুক্ত ২০১১ সালের শুভেচ্ছা!

class photo

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .