সৌদি আরব: সামার আলবাদৌ কে মুক্ত করার আহ্বান

পিতার অবাধ্য হওয়ার কারনে সামার আলবাদৌ নামে একজন সৌদি আরবের বিধবা নারী বর্তমানে ব্রাইমান কারাগারে বন্দী রয়েছে। সপ্তাহের শেষ থেকে টু্ইটারের সৌদি ধারায় #সামার হ্যাশ ট্যাগ এর উদ্ধৃতি দিয়ে সামারের এই খবর সর্বাগ্রে রয়েছে। ফয়াদ আল ফারহান এর একটি ব্লগে প্রকাশিত পোষ্টের বর্ণনা অনুযায়ী-তার বদরাগী নেশাগ্রস্ত পিতার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমান, পরিবারের সদস্যবৃন্দ কর্তৃক দেয়া প্রমান এবং বিচারকের বিচারের বিরুদ্ধে রাজ কর্তৃপক্ষের নিকট হতে এই বিষয়ে প্রাপ্ত চিঠি থাকা সত্ত্বেও বিচারক আবদুল্লাহ আল- ওথাইম তার পিতার স্বপক্ষে বিচার করেছে।

সামারের ঘটনা সামজিক তথ্য ওয়েব সাইট এবং ব্লগগুলোতে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ কেউ যখন সামারের পাশে দাঁড়াচ্ছে, তার কারণ গুলোকে সমর্থন দিচ্ছে এবং ব্লগের লেখায় “পুন: টুইটিং” করছে তার মুক্তি চেয়ে, তখন অন্যদিকে অন্যরা ব্লগে প্রকাশিত তথ্যেও উপর প্রশ্ন তুলছে এবং তারা তাতে অফিসিয়াল হোক কিংবা না হোক।

সামারকে মুক্ত কর!

সৌদি বাসীরা সম্ভব্য সকল উপায়েই সামারের মুক্তির জন্য উঠে দাঁড়িয়েছে; ব্লগ এ লিখে, ফেসবুকের প্রোফাইলে ছবি দিয়ে এবং টুইট এবং ডিজাইনের মাধ্যমেও।

নিচে কয়েকজন সমর্থকের প্রতিক্রিয়া তুলে ধরা হলো:

ইব্রাহীম ফালাকি জনগণকে টুইটার ব্যবহার করে সামারের সাহায্যের জন্য এগিয়ে আসতে আহ্বান করেছে:

تويتاتكم تجبر وزارة العدل على التحرك, تويتاتكم ايقظت النائمين. تويتاتكم اقوى من خطابات الاستجداء, اللهم احفظ تويتر واعل شأنه #Samar
তোমাদের টুইট মন্ত্রনালয়কে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য চাপ দিচ্ছে, তোমাদের টুইট ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে, তোমাদের টুইটস যে কোন অফিসিয়াল চিঠির থেকে শক্তিশালী। খোদা টুইটার কে রক্ষা কর!

ওয়ালিদ আবু আলখায়ের নিচে উল্লেখিত কারনে তার সমর্থনের যৌক্তিকতা তুলে ধরেছে:

#Samar سيدة سعودية بنت بلدي مسجونة ظلماً ستة شهور ونصف دون حكم قضائي محرومة من رؤية ابنها ، ويسألني أحدهم لماذا تدافع عنها ؟ أين شيم الحرية
আমাদের দেশের এক কন্যা, একজন সৌদি আরবীয় নারী ছয় মাস ধরে কোন বিচার ছাড়াই বন্দী রয়েছে এবং তার সন্তানের সাথে দেখা করতে চেয়ে প্রত্যাখ্যিত হয়েছে। আর কেউ কেউ আমাকে জিজ্ঞাস করছে কেনো আমি তার পক্ষে সাফাই গাইছি? স্বাধীনতার চেতনা কই?

সামার এর জন্য বিনামূল্যে আয়োজিত অভিযান

ইতিমধ্যে হ্যাফাজার্ড সামারকে কিভাবে সমর্থন করতে হবে তার উপর একটি ব্লগ লিখেছে।

আমরা এখনও সুনিশ্চিত নই!

অন্যদিকে ব্লগে প্রকাশিত সামারের ঘটনা, প্রশ্ন এবং নির্ভরযোগ্যতা নিয়ে কিছু সমীক্ষণ সন্দেহজনক ।

টুইটার হতে Bandar Bin Naif পাই:

#samar تقرير الطب النفسي ينص على سلامة والد سمر من الناحية النفسية ولا يوجد أي تقرير يثبت تعاطيه المخدرات هل يجوز نشر وثيقة تتهمه بتعاطيها؟
মনোচিকিৎসক এর দেয়া রিপোর্ট মানসিক দিক দিয়ে সামারের পিতাকে নির্দোষ প্রমান করে, এবং নেশার বিষয়ে প্রমান করাই কিছু নেই। তাকে নেশাগ্রস্ত হিসাবে দেখিয়ে কিভাবে তুমি একটা তথ্য প্রকাশ করলে?

রিয়াদ আল সাঈদজ টুইটারে একটা ভোটের আয়োজন করে এবং তার ফলাফল হলো:

http://twtpoll.com/r57vig #Samar ٢٢١ صوت ٥٣٪ منهم لن يحكم الا بعد سماع الطرفين و ٣٦٪ يدافعون عن سمر
২২১ ভোট। ৫৩ শতাংশ উভয় পক্ষের কথা না শুনে কাউকে সমর্থন করতে রাজি না। ৩৬ শতাংশ সামারের পিতার গল্প না শুনেই তার কারণকে সমর্থন করেছে।

অপেক্ষা করছে

ইতিমধ্যে, সমর্থন অভিযান এখনও এগিয়ে চলেছে এবং বর্তমানে একটা ফেসবুক ফান পাতাও তৈরী হয়েছে, ক্রাউড ভয়েস পাতা,,এবং সামারের হ্যাশ ট্যাগ এখনও চালু রয়েছে এবং এখনও আশা করা যায় যে অফিসিয়ালি কিছূ একটা করা শুরু হবে।

শেষ কথা হিসাবে, ইয়াদ কুয়াস পরামর্শ দিয়ে বলেছে:

أعتقد أن الهدف من الحمله تحقق ، كل واحد يروح بيته 🙂 #samar
আমি বিশ্বাস করি অভিযান এর উদ্দেশ্য পূরণ হয়েছে, সকলে এখন বাড়ি ফিরে যেতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .