প্রায় সারা বিশ্বের সকল দেশে পবিত্র রমজান মাস শুরু করে হয়ে গেছে, এর ফলে এই পবিত্র মাস উপলক্ষ্যে অভিনন্দন বার্তা প্রদান করা শুরু হয়েছে। ডাকটিকেটে বার্তা ছাপানো থেকে শুরু করে রাষ্ট্রপতির বাণী প্রদানের মাধ্যমে রমজান মাস আনুষ্ঠানিকভাবে অলাইনে প্রবেশ করেছে। এমনকি কৌতুক সাইট সামইকার্ড গর্ব ভরে রামজানের কার্ড নামের একটি পুরো বিভাগ চালু করেছে।
প্রতিবছর সারা বিশ্বে প্রযুক্তিতে দক্ষ মুসলিমরা রমজান উদযাপন করার জন্য এক অন্যকে রমজানের ছবি প্রদর্শন করে। বেশির ভাগ ছবি গভীর ভাবনার সৃষ্টি করে, যেমন বামের ছবিটি, তবে তার সাথে মাঝে মাঝে প্রচুর ছবি থাকে যাতে মজার এক ভাব বজায় রাখা হয়।
পুরোনো এক প্রিয় বান্দা এ বছর আবার এক পোস্টার নিয়ে ফিরে এসেছে, সম্ভবত তা ছাত্রদের জন্য রমজানের এক অনুষ্ঠান। এটি ফেইলব্লগে প্রকাশ করা হয়েছে। এই পোস্টারে ছাত্রদের রমজান সম্বন্ধে জানার জন্য আহ্বান জানানো হয়েছে। এর জন্য দুপুর বেলা “পানাহার বর্জনের মাস” নামক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে সময় তাদের খাবার সরবরাহ করা হবে:
‘মুসলিম লোলক্যাট’ নামক সাইটে রাখা সংস্কৃতিক ঐতিহ্যকে একটি মজার ধরার মধ্যে দিয়ে প্রকাশ করার যে চিন্তা, তার জন্য দায়ী ব্লগার মো। তিনি এ বছর পাঠকদের আনন্দদায়ক রমজান-এর শুভেচ্ছা জানানোর জন্য এক মজার ছবি প্রকাশ করেছেন। তার পোস্টের শিরোনাম “র্যাম এ ডান মো ব্যারাক”: (তার ছবির চিত্রগুলো রমজান মুবারক বা রমজানের শুভেচ্ছা শব্দটিকে মজা করে তৈরি করছে- র্যাম মানে এখানে কম্পিউটারে র্যাম, ডেসপারেট ডান একটি শক্তিশালী কার্টুন চরিত্র, যে কিনা একহাতে গুরু তুলে ধরতে পারে। মো গরুর উচ্চারিত শব্দ এবং ব্যারাক মানে হচ্ছে সৈনিকদের থাকার স্থান, এখানে তিনি এই শব্দগুলো দিয়ে রমজানের শুভেচ্ছা জানাচ্ছেন, খানিকটা মজা করে।)
অন্য আরেকটি ছবি যা এ বছর ফেসবুকে প্রকাশ করা হয়েছে সেটি বিখ্যাত মুসলিম ব্যক্তিদের নামের সাথে মিলিয়ে “রমজান মুবারক” বলা হয়েছে, বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব তারিক রমাদান ও মিশরীয় রাষ্ট্রপতি হোসনি মুবারক এবং তারকা বাস্কেটবল খেলোয়াড় কারিম আব্দুল জব্বারের নাম মিলিয়ে এই শব্দটি বলা হয়েছে।
ইংরেজী ও আরবীতে রমজান নিয়ে সুন্দর মজার চিত্র দেখার জন্য জান্নাহ.অর্গ এ প্রকাশ করা এই পোস্টটি দেখুন।