ইরান: স্বদেশে নিপীড়ন, সারা বিশ্বে ইরানীদের প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন

তেহরানের বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছে যে, ১২ জুন তারিখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিবাদ অনুষ্ঠানে প্রতিবাদকারী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দিবস উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন শহরে প্রতিবাদের আয়োজন করা হয়। তুরস্কের আঙ্কারা থেকে কানাডার ভ্যাঙ্কুভার পর্যন্ত এই প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে লোকজন ইরান সরকারে বিরুদ্ধে স্লোগান দেয়।

এই সমস্ত প্রতিবাদ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইউটিউবে দৃশ্যমান

এই সমস্ত প্রতিবাদ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইউ টিউবে দৃশ্যমান

কানাডা: মুখোশ পড়ে এবং নোটবুক হাতে নিয়ে প্রতিবাদ

তুরস্ক: ইরান দূতাবাসের কাছে স্লোগান দেওয়া

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .