মায়ানমারে যে দু'টি প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা প্রদান করে থাকে, তার মধ্যে অন্যতম বাগান আইএসপি। এটি মায়ানমারের এমপিটির (মায়ানমার পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন বা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের) অধীনে এই সেবা সরবরাহ করে। এবার এই প্রতিষ্ঠানটি বেশ কিছু ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে, যার মধ্যে নিজস্ব ডোমেইন সহ কিছু ব্লগও রয়েছে।

মায়ানমারে গ্লোবাল ভয়েসেসের ওয়েব সাইট বন্ধ করে দেবার পর তার স্ক্রীনশট বা নেটে প্রদর্শিত মূল পাতার ছবি।
বন্ধ করে দেওয়া সাইটের একেবারে নতুন যে তালিকাটি করা হয়েছে, তাতে রয়েছে টুইটার, ওয়ার্ডপ্রেস (এবং তার অন্তর্গত সাবডোমেইন ব্লগ) এবং গ্লোবাল ভয়েসেস।
হুট টাইজার এমন এক ব্লগার, যার নিজস্ব ডোমেইন রয়েছে। তিনি লিখেছেন:
বলা যায়, এবারই, প্রথমবার নয় যে (আমার সাইটটি বন্ধ করে দেওয়া হল)। ২০০৭ সালে বাগান (এমটিপি) পুরো ব্লগস্পট.কম বন্ধ করে দিয়েছিল। নিষেধাজ্ঞার সময়ও আমি ব্লগে লিখছিলাম এবং যখন সাইটিটি আমি রিফ্রেশ করলাম বা পুনরায় একই পাতায় প্রবেশ করার চেষ্টা করলাম, তখন প্রথম আবিষ্কার করলাম যে, এটার বন্ধ হয়ে গেছে। সে সময় এমপিটির সাইটি চালু ছিল। কাজেই আমি সেই সাইবার ক্যাফেতে গেলাম, যেখানে এমপিটি সংযোগ ব্যবহার করা হয়। সেটিও বেশিদিন টিকলো না। দুই সপ্তাহ পরে এমপিটির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয় (তার ব্লগস্পট বন্ধ করে দেওয়া হয়)। এরপর আমি আমার নিজের ডোমেইন ব্যবহার করতে শুরু করি।
তবে হটু টাইজার ২০০৯ সালের শুরুর কথা লিখেছেন। সে সময় তিনি দেখতে পান তার ডোমেইনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (মানে বন্ধ করে দেওয়া হয়েছে)। কাজেই তিনি আইএসপি বা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেবার জন্য অনুরোধ জানান। তিনি যে মেইল পাঠান তাতে, নিজেরটি ছাড়াও আরো পাঁচটি ওয়েব সাইটের কথা জানিয়েছিলেন। দুদিন পরে সবকটি ওয়েব সাইট পুনরায় চালু করা হয়। আজ দ্বিতীয়বারের মত এটি বন্ধ করে দেওয়া হল। এটা কেবল বাগান আইএসপির ক্ষেত্রে বন্ধ হয়ে রয়েছে তবে তা এমপিটিতে চালু রয়েছে।
২০০৭ সাল থেকে আইএসপি দু'টি, ব্লগস্পট এবং তার সাবডোমেইন বন্ধ রেখেছে। এর ফলে যারা ব্লগস্পস্টে ব্লগ করত সে রকম কিছু ব্লগার তাদের নিজস্ব ডোমেইন তৈরি করে, যাতে পাঠকরা সহজেই তাদের লেখা দেখতে পারে।
নি লিইন সেক এমন একজন ব্লগার, যিনি নিজস্ব ডোমেইন নিয়েছেন, তিনি লিখেছেন:
আমি দু:খিত। আমার ব্লগ বাগান আইএসপি বন্ধ করে রেখেছে। আমি আমার নিজের পয়সায় এই ডোমেইন কিনেছিলাম, এবং তাকে পুনরায় সংযুক্ত করেছিলাম, যাতে আমার পাঠকরা সহজেই আমার সাইটটি দেখতে পারে। যখন তারা (ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইএসপি) ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস বন্ধ করা শুরু করে, তখন আমি ডোমেইন কেনার সিদ্ধান্ত নেই। এখন আমার আর কিছুই করার নেই। আমি ২০০৫ সাল থেকে ব্লগ লিখে আসছি এবং লেখা চালিয়ে যেতে চাই। যে ভাবেই ব্লগ নিষিদ্ধ করা হোক না কেন, আমি চালিয়ে যেতে চাই, কারণ ব্লগ পদ্ধতির মধ্যে মেল বা চিঠি পাঠানোর এক ব্যবস্থা রয়েছে। আমার এই লেখা আমি যে কোন এড্রেস বা মেইলের ঠিকানা থেকে পাঠাতে পারি। আমি আমার ব্লগে লেখা চালিয়ে যেতে চাই। নিজের জীবনকে আমি একজন ব্লগার হিসেবে মূল্যায়ন করতে চাই। প্রতিটি পোস্ট যা আমি লিখেছি, সেই লেখার অভিজ্ঞতা অর্জনের জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি।
বর্তমানে মায়ানমারে দু’টি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে- বাগান আইএসপি (মায়ানমার টেলিপোর্ট) এবং এমপিটি আইএসপি। বাগান আইএসপিতে যে সমস্ত ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে, তার কয়েকটিকে আবার এমপিটি আইএসপিতে বন্ধ করা হয়নি, কয়েকটির ক্ষেত্রে আবার ঠিক উল্টোটা ঘটেছে। যেগুলো এমপিটিতে বন্ধ হয়ে আছে, সে সব ব্লগ এখনো বাগান আইএসপিতে চালু রয়েছে।