স্লোভাকিয়া: যে কয়লা জ্বলে না

স্লোভাকিয়ার এসএমই নামক সংবাদপত্র ডিসেম্বরের ২২ তারিখে এই সংবাদ প্রকাশ করে (স্লোভাক ভাষায়):

একদিন সন্ধ্যায় পোল্যান্ড থেকে এক ট্রাক এসে আন্না পিটাকোভার বাসা বা দোকানের সামনে দাঁড়ায়।

ট্রাকের লোকজন এই ব্যবসায়ী নারীকে জিজ্ঞাসা করে, তার কয়লা কেনার দরকার আছে কি না। তিনি জানান, তার কোন কয়লার প্রয়োজন নেই। তখন তারা এই নারীর কাছে পানি এবং কফি চায়। তারা বলে, তাদের গাড়ি নষ্ট হয়েছে এবং আজকের রাতটা তাদের এই গ্রামে কাটাতে হবে।

পরের দিন সকালে তারা আবার ভদ্রমহিলার দোকানে আসে। বেশ শান্তভাবে তারা বলে যে তারা ১০০ কিলোগ্রাম কয়লা প্রতি কেজি ১৫ ইউরোতে নয়, ১০ ইউরোতে বিক্রি করতে রাজি এবং তারা এই কয়লা তার বাড়ির নিচে যে কামরা রয়েছে সেখান পর্যন্ত পৌঁছে দেবে: সে যেন অবশ্যই এই কয়লা কিনে নেয়, কারণ এই গাড়ি নিয়ে বিক্রেতার অন্য জায়গায় যেতে পারছে না।

তবে ভদ্রমহিলা আট ইউরো প্রতি কেজিতে এই কয়লা কিনে নেন এবং তাদের রাম (একপ্রকার মদ দিয়ে) দিয়ে চা বানিয়ে খাওয়ান।

সপ্তাহান্তে তিনি আবিষ্কার করেন যে এই কয়লা জ্বলে না। কাঠ অথবা ব্লাক অয়েল বা নিম্ন মানের পেট্রল এর সাথে মিশ্রিত করেও একে জ্বালানো যাচ্ছে না। এমনকি চিমনি পরিষ্কারের কাজে এগুলোকে কাজে লাগানো যাচ্ছে না। এই কয়লা দিয়ে পরপর চারদিন তিনি ঘর গরম রাখতে ব্যর্থ হন। যতক্ষণ না পুরোনো কয়লার বদলে তিনি নতুন কয়লা ব্যবহার করা শুরু করেন, তার আগে পর্যন্ত তিনি ঘর গরম করতে পারেন নি।

“লোকজন আমাকে নিয়ে হাসতে পারে। কিন্তু কারো ক্ষেত্রে আরো বাজে ভাবে এই ঘটনা শেষ হয়েছে- দরকষাকষি করে অন্যদের চেয়ে অর্ধেক দামে আমি এই কয়লা কিনেছি”

একই রকম গাড়ি ভর্তি কয়লা-অন্য অনেককেই বোকা বানিয়েছে। তারা প্রতি কিলোগ্রাম কয়লা ১৫ ইউরো দিয়ে কিনেছে। এইসব কয়লা মোটেও জ্বলে না। সাধারণ ভালো মানের কয়লার মুল্য (ঘরে এসে রেখে যাওয়ার দাম ছাড়াই) প্রতি কিলোগ্রাম ১৭ ইউরো।

এখন পর্যন্ত স্থানীয় পুলিশ প্রতারণার কোন অভিযোগ পায় নি, যদিও বোকা লোকগুলো শত শত ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছে।

নিচে স্লোভাক পাঠকদের বেশ কিছু মন্তব্য দেওয়া হল (স্লোভাক ভাষায়) :

জানোসপ:

পোল্যান্ডে এই ধরনের কয়লা বিক্রি করার কোন সুযোগ নেই। বোকা মানুষের সন্ধানে তাদের স্লোভাকিয়ায় আসতে হয়েছিল।

হাভাডো:

তাদের বোকা বানানো হয়েছে এটা বড় কোন সমস্যা নয়। সমস্যা হচ্ছে এই সমস্ত বোকারা এই বিষয়ে কিছুই মনে করে নি। সবাই চুপচাপ রয়েছে। কেউ কোন অভিযোগ করেন নি। কাজেই আমার অনুভূতি এই যে, এই ঘটনায় উভয় পক্ষ সুখী হয়েছে।

এই:

আমি ধারণা করেছিলাম, এই ভদ্রমিহলা যার নাম প্রকাশিত হয়েছে, সে এটির প্রাপ্তি সংবাদ গ্রহণ বা এ রকম কিছু করেছিল। কাজেই সে কোন ধরনের সমস্যা ছাড়াই এই ঘটনায় তার দাবি প্রকাশ করতে পারত:)

জেমেনলেইন:

আমি এখানকার স্থানীয় বাসিন্দা [অরাভা], যদিও আমি তেমন একটা সেখানে যাই না। কিন্তু বিষয়টি আমাকে সব সময় বিস্মিত করেছে যে সেখানে এক গভীর অবিশ্বাস রয়েছে গেছে, এমনকি অজানা ব্যক্তি, কোন পোল নাগরিকের বিরুদ্ধে। এ ধরনের ঘটনা এই প্রথম নয় এবং এ এটাই শেষ ঘটনা হবে না।( কি ভাবে যে কেউ বলতে পারে যে পোল নামটি কারো কোন জাতীয় পরিচয় নয়, কেবল একজন পেশাদার ব্যক্তি মাত্র)[ কিন্তু যদি কেউ অন্য বিষয় নিয়ে আলাপ তুলে তা হলে উক্ত ব্যক্তি তাদের পশ্চিমা সংস্কৃতিকে বাঁচানো বিভিন্ন চরিত্রের নাম উল্লেখ করবে এবং তার রক্ত সম্পর্কিত স্লাভিক ভ্রাতাদের কথা তাকে জানাবে।]

এন্ডি ২৫:

এখন আমাদের এই খালাম্মা তার বেঁচে যাওয়া অংশ বিক্রি করে দিতে পারে [যে পরিমাণ ধোঁয়া দূষণ করা সে বন্ধ রেখেছিল ]: ডিডি

ফ্রাঙ্ক জাপ্পা:

এই উদাহরণ আমাদের জানাচ্ছে যে, স্লোভাকিয়ায় এক বোকা জাতী বাস করে এবং এই সব বোকাদের ভোট দেবার অধিকার রয়েছে।

ডুজুলুজুহাজ:

লোকজন এখনো “পোল্যান্ডের তৈরি” এমন ছাপ মারা জিনিস ব্যবহার করে অভ্যস্ত নয়? তারা এখনো জানে না যে যখন একজন পোল যদি বলে যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাদের উচিত বাইরে যাওয়া এবং ব্যাপারটা পরীক্ষা করে দেখা।

রিজলন:

এই কয়লা জ্বলে ঠিক, তবে এ রকম কোন ছোট চুলায় নয়। এটা এক বিশেষ প্রযুক্তিতে বানানো কয়লা যা উচ্চমানের চুলা এবং অনেক বেশি তাপমাত্রায় জ্বলে। [আরেকটা তত্ত্ব বলাবলি করা হচ্ছে যে এগুলো কয়লা খনির নোংরা অব্যবহৃত আবর্জনাময় পাথর]

কারোল ৩৪:

লোকজন প্রায়শ:ই সোনালি এই আইনটির কথা ভুলে যায়: যদি কোন জিনিসকে বাস্তবের মত সুন্দর দেখায়, তা হলে সেটি বাস্তবের কোন জিনিস নয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .