ভ্রমণ করা এবং সেই অভিজ্ঞতা ভিডিওতে তুলে অনলাইনে দেয়া হচ্ছে বিশ্বের সবাইকে সেটি জানানোর একটি উপায়। নীচে ইউটিউব ব্যবহারকারী কেদারপার বেশ কয়েকটি ভিডিও সম্পর্কে আলোচনা রয়েছে। এই ভিডিওগুলি রুয়ান্ডাতে ভ্রমণকারী একদল স্বেচ্ছাসেবীদের নিয়ে এবং তাদের স্থানীয় লোকদের সাথে মেলা মেশা ও কাজ করার গল্প বলে।
সাম্প্রতিক প্রকাশিত ভিডিওগুলোর মধ্যে রয়েছে এটি যা বেথেল স্কুল অফ সুপারণ্যাচারাল মিনিষ্ট্রির একদল ছাত্রছাত্রী প্রদত্ত একটি নাটকের কর্মশালার উপর নির্মিত। এই কর্মশালায় অংশ নিয়েছেন রুয়ান্ডার গণহত্যায় বেচে যাওয়া কিছু লোক।
এই কিশোর এবং প্রৌঢ়দের দলটি একটি সঙ্গীত কর্মশালায়ও অংশ নেয়। এখানে তার কিয়দংশ:
একটি নাচের ওয়ার্কশপেরও আয়োজন করা হয়। এবং এখানে তাদের চূড়ান্ত উপস্থাপনা রয়েছে।
সাহিত্য কর্মশালার সদস্যরাও নেচে গেয়ে তাদের কর্মশালার সমাপ্তি উদযাপন করেছে, যার ভিডিও পাওয়া যাবে এখানে: