প্যালেস্টাইন: গুগল.পিএস চালু করায় প্রতিক্রিয়া

“বেশ কিছু বছর ধরে গুগল বিশ্বের বেশ কয়েকটা স্থানীয় ডোমেইন যেমন গুগল.কো.ইউকে আর গুগল.জো চালু করেছে যার মাধ্যমে এটি কোন স্থান থেকে জানতে চাওয়া সার্চের ফলাফলে স্থানীয় বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারে,” বলেছে ব্লগার আরবক্রাঞ্চ। তিনি গুগল.পিএসকে গুগলের ডোমেইনে সংযুক্ত করার ঘোষণাটি সম্পর্কে লিখতে গিয়ে একথা জানান। নতুন স্থানীয় গুগল ডোমেইনের কাজ করার কথা পশ্চিম তীর আর গাজাতে, যেখানে ফিলিস্তিনি ইন্টারনেট সার্ভিস প্রদানকারীরা (আই এস পি) কাজ করে।

গত সপ্তাহে, গুগল আরাবিয়া ব্লগ এর সংযুক্তির কথা ঘোষণা করেন আর এর পিছনের কারণও:

আজকে আমাদের তালিকায় আমরা আর একটা ডোমেইন যোগ করছি, গুগল.পিএস। ফিলিস্তিনি ভূমিতে আরবী-ভাষী ব্যবহারকারীদের (যারা ফিলিস্তিনি আই এস পি ব্যবহার করেন) এই ডোমেইন তুলে ধরবে গুগলের নাগাল পাওয়া আরবীতে আর স্থানীয় সম্পর্কিত বিষয়বস্তুগুলোকে। গুগুল.পিএস এর চালু হওয়ার সাথে সাথে, বিশ্বব্যাপী মোট গুগল ডোমেইনের সংখ্যা ১৬০ এর বেশী হল।

আরবক্রাঞ্চের কাছে দেয়া একটা স্টেটমেন্টে গুগল ব্যাখ্যা করেছে এই পরিবর্তন কিভাবে গুগল এডওয়ার্ডস কেও প্রভাবিত করবে:

এডওয়ার্ডস দিয়ে আপনার বিজ্ঞাপন আপনি দেশ বা এলাকার দিকে লক্ষ্য করে পাঠাতে পারেন বা নির্দিষ্ট এলাকা বা শহরে। এডওয়ার্ডসের ব্যবস্থা ঠিক করে বেশ কয়েকটা বিষয়ের ভিত্তিতে আপনার বিজ্ঞাপন দেখানো হবে কিনা যার মধ্যে কোন গুগল ডোমেইন ব্যবহার করা হচ্ছে সেটাও আছে (.এফআর, .ডিই, .কেআর ইত্যাদি), ব্যবহারকারী যা খুঁজছেন সেটা, আর সম্ভব হলে আমরা ব্যবহারকারীর লোকেশন তাদের কম্পিউটারের ইন্টারনেট প্রটোকল (আই পি) ঠিকানা থেকে ঠিক করি।

উইন্ডো ইন্টু প্যালেস্টাইন ব্যাখ্যা করেছেন যে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা গুগুল.পিএসে স্বয়ংক্রিয় ভাবে ঢুকতে পারবেন না (তবে লক্ষ্য করুন যে কেউ ইউআরএল সরাসরি টাইপ করে গুগল.পিএস এ ঢুকতে পারেন):

পূর্ব জেরুজালেম ছাড়া, যেটা ইজরায়েলি এলাকায় পড়ে, পশ্চিম তীর আর গাজার ফিলিস্তিনিরা সাধারণত: জর্ডানের ডোমেইন www.google.jo, আর মিশরের www.google.com.eg এর উপরে নির্ভর করছেন।

টুইটার ব্যবহারকারী মিগুয়েলদিচাজা গুগল পরিবারের নতুন সদস্যকে নিয়ে তার উত্তেজনা জানিয়েছেন:

Google.ps

চমৎকার! গুগল এখন প্যালেস্টাইনের জন্যেও রয়েছে!

কাতারে অবস্থিত আর একজন টুইটার ব্যবহারকারী দায়াস্কি এই পদক্ষেপের জন্য গুগলকে ধন্যবাদ জানিয়েছেন:

qatar

গুগল.পিএস ইংরেজী আর আরবীতে পাওয়া যায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .