ককেশাস: বার্ট উর্ডের সাক্ষাৎকার

bart_woord ছবি বার্ট উর্ডের সৌজন্যে

দক্ষিণ ককেশাসের তরুণ অ্যাক্টিভিস্ট ও নাগরিক সমাজের সাথে কয়েক মাস কাজ করার পর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লিবারেল ইয়থের (আইএফএলআরওয়াই) সেক্রেটারী জেনারেল বার্ট উর্ড তার এক একঘেয়ে সময়সূচীর মধ্যেও গ্লোবাল ভয়েসেস অনলাইনের জন্য সময় বের করেছেন। তিনি কথা বলেছেন এই অঞ্চলের জন্য এই নতুন প্রচার মাধ্যম যে ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে।

আর্মেনিয়া ও আজারবাইযানে তরুণ অ্যাক্টিভিস্টরা কর্তৃপক্ষের বাড়তে থাকা ভীতিকর চাপের মুখোমুখি হতে থাকে। উর্ড বিশেষ করে উল্লেখ করেন আদনান হাজিজাদে ও এমিন মিলির ঘটনা যে দুই ভিডিও ব্লগারকে সম্প্রতি বাকুতে জেলে প্রেরণ করা হয়। অনেকের মতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন,আমরা আশা করি এই দুই অ্যাক্টিভিস্টকে লম্বা সময়ের জন্য জেলে যেতে হবে না, এ এক ক্ষীণ সম্ভাবনা:

বার্টের বয়স ২৫ এবং তিনি ব্রাসেলসে বাস করেন। তিনি নেদারল্যান্ডের গ্রোনিঙ্গেন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সংগঠনের উপর এমএ করছেন। অনেক বছর ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি ইয়ঙ্গে ডেমোক্রাটেন নামের সংগঠনের আন্তর্জাতিক কর্মকর্তা এবং সহ সভাপতি। তরুণদের দু'টি উদারনৈতিক ডাচ সংগঠনের মধ্যে অন্যতম ইয়ঙ্গে। এর আগে তিনি অজস্র রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন ও দায়িত্ব পালন করেছেন।

সংগঠনের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে বার্ট আইএফএলআরওয়াই এর প্রতিদিনের কাজের বিভিন্ন সমস্যার সমাধানের সাথে যুক্ত থাকেন। তিনি একই সাথে সংগঠনের সদস্যপদ ও যোগাযোগ বিভাগের প্রধানের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং পশ্চিম ইউরোপের আইএফএলআরওয়াই-এর প্রতিনিধি, সেই সাথে রাশিয়া, বেলারুশ, এবং ইউক্রেইনের প্রতিনিধি। সেখানে তিনি সমন্বয় সাধন করেন আইএফএলআরওয়াই-এর ভিপি জেলেনা স্পাসোভিচ এর সাথে।

এই সাক্ষাৎকারে কেবল আর্মেনিয়া ও আজারবাইযানের অ্যাক্টিভিস্টদের গ্রেফতার হওয়া খুব সম্প্রতি বিশেষ ঘটনার উল্লেখ রয়েছে তাই নয়, তার সাথে ১০ মে তারিখে তরুণ প্রতিবাদকারীদের ফুল উৎসবে ছত্রভঙ্গ হবার ঘটনার কথাও উল্লেখ রয়েছে, যা ৩০ এপ্রিল বাকু বিশ্ববিদ্যালয়ে গণহারে ছাত্র হত্যাকাণ্ডের সামান্য পরেই সংঘটিত হয়

তিনি নিজে একজন ব্লগার। কিছুদিন আগে এক ডজন অ্যাক্টিভিস্ট যখন গ্রেফতার হয়, তখন তাদের সম্বন্ধে টুইটারের মাধ্যমে রিপোর্ট করেন উর্ড। এবং তিনি উল্লেখ করেন নতুন প্রচার মাধ্যমের ভূমিকা সম্বন্ধে, যা এই অঞ্চলের তরুণ অ্যাক্টিভিস্টদের এক করবে। এই সম্পর্কে আরও তথ্য জানা যাবে এর আগে প্রকাশিত আরজু গেবুলায়েভামাইকেল বোগারের সাথে একই ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে।

বার্ট উর্ডের পুরো সাক্ষাৎকার নীচে দেওয়া হল:

পডকাস্ট: আলাদা উইন্ডোতে শুনুনডাউনলোড করুন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .