ইন্ডিব্লগার.ইন এর সৌজন্যে ভারতীয় ব্লগ জগতের চিত্র

ইন্ডিব্লগার.ইন এর রেনি রেভিন সম্প্রতি তার ব্লগ এগ্রেগেটরে তালিকাভুক্ত ৭৮৯৫টি ব্লগ সম্পর্কে আমাকে কিছু মজার উপাত্ত দিয়েছে। ইন্ডিব্লগার.ইন ভারতীয় ব্লগের চমৎকার একটি কমিউনিটি যাতে বেশ কিছু চমৎকার বৈশিষ্ট্য আছে যেমন এখানে বিষয় অনুযায়ী তালিকা রয়েছে। এছাড়াও আছে ব্লগ র‌্যান্কিং (ইন্ডির‌্যাঙ্ক) আর একটা মীম ট্রাকার (ইন্ডিভাইন)।

আমি ইন্ডিব্লগার.ইন এর এই উপাত্তগুলো থেকে ভারতীয় ব্লগ জগতের একটি চিত্র নিচের ড্যাশবোর্ডে দেখিয়েছি-

Indiblogger.in state of the Indian blogosphere

আপনারা নীচের স্লাইডশেয়ারে ভারতীয় ব্লগ জগতের সম্পূর্ণ অবস্থা সম্পর্কে রিপোর্টটি পড়তে পারবেন:

এখানে রিপোর্টের মূল বিষয়:

  • ইন্ডিব্লগার.ইন এর তিন চতুর্থাংশ ব্লগ পুরুষরা লেখেন।
  • প্রধান পাঁচটা ভাষা হচ্ছে ইংরেজী, হিন্দি, তামিল, মারাঠি আর তেলেগু। ৯২% ব্লগ ইংরেজীতে। রেনি মনে করেন যে ইন্ডিব্লগার.ইন এর কমিউনিটিতে ভারতীয় ভাষাগুলো কম প্রতিনিধিত্ব করে। কিন্তু বিভিন্ন ভারতীয় ভাষার প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত এই তুলনার জন্যে।
  • প্রধান পাঁচটি শহর হচ্ছে ব্যাঙ্গালোর, চেন্নাই, এনসিআর, মুম্বাই আর হাইদ্রাবাদ, যেখানকার ব্লগাররা তিন চতুর্থাং ব্লগ লিখে। শহর অনুযায়ী অংশগ্রহণ মোটামুটি সমান হওয়া উচিত, কিন্তু মেট্রোগুলো বেশি দেখানো হতে পারে স্যাম্পলে কারন এর ব্লগাররা ইন্ডিব্লগার.ইন সম্পর্কে বেশী সজাগ থাকতে পারেন।
  • কমিউনিটিটি বেশ প্রাণবন্ত। ৮% ব্লগার প্রায় প্রতিদিন পোস্ট প্রকাশ করে, সাপ্তাহিক অন্তত ৪৭% ব্লগার পোস্ট করেন আর মাসে একবার অন্তত পোস্ট করেন ৮৮% ব্লগার। ধারাবাহিকতার হিসাবে, প্রায় ৮০% এর বেশী ব্লগ ২০০৯ এ আপডেট করা হয়েছে অন্তত একবার। ধারাবাহিকতা আর সাম্প্রতিকতার ডাটা মোটামুটি প্রতিনিধিত্বশীল।
  • প্রায় ১৯% ব্লগের গুগুল পেজর‌্যান্ক আছে বা ৩ বা তার উপরে আর প্রায় ১৮% এর আলেক্সা ট্রাফিক র‌্যাঙ্ক আছে ৩ মিলিয়ন বা তার থেকে কম। এই সব পরিসংখ্যানও প্রতিনিধিত্বশীল হওয়ার কথা।
  • ইন্ডিব্লগার.ইন এর ইন্ডির‌্যাঙ্ক অ্যালগরিদম অনুসারে দ্যা ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্ট, ডিজিটাল ইন্সপায়ারেশন আর গৌরাভোনোমিক্স ভারতের তিনটি প্রথম সারির ব্লগ। র‌্যাঙ্কিং সব সময়ে বিতর্কিত হয়ে থাকে, আর ইন্ডির‌্যাঙ্ক অবশ্যই, কারন অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় ব্লগার তাদের ব্লগ ইন্ডিব্লগার.ইন এর সাথে এখনো রেজিস্টার করেননি। আমার মনে হয় ইন্ডিব্লগার.ইন ব্লগার কর্তৃক জমা দেয়া ব্লগ পর্যন্ত সীমিত না রেখে এতে আর যত কটা সম্ভব ভারতীয় ব্লগ অর্ন্তভুক্ত করা উচিত। যেমন শুরু করা যায় অমিত আগারওয়ালের ভারতীয় ব্লগারদের ডাইরেক্টরির সব ব্লগ দিয়ে। ব্লগের মালিকরা পরে নিজের ব্লগের মালিকানা দাবী করতে পারেন যদি আগ্রহী হন। তাহলে তারা দ্রুত র‌্যাঙ্কিং এর যথার্থতা ঠিক করে ফেলবে। আমি আরো মনে করি যে র‌্যাঙ্কিং এর নিয়মের ব্যাপারে পুরোপুরি স্বচ্ছ হওয়ার একটা মূল্য আছে, যেমন অ্যাডেজ পাওয়ার ১৫০ র‌্যাঙ্কিং। দেখা যাক রেনিকে আমি রাজি করাতে পারি কিনা এই সব পরিবর্তনের জন্য।

ওয়াটব্লগে মানিশ ম্যাডামবাথ ইন্ডিব্লগার.ইন এর পরিসংখ্যান নিয়ে একটা ব্লগ পোস্ট লিখেছেন।

ইন্ডিব্লগার.ইন এর ভারতের ব্লগ জগত সম্পর্কে পরবর্তী রিপোর্টে এটা দেখার ব্যাপার হতে পারে যে সময়ের সাথে এই পরিসংখ্যান কি ভাবে পাল্টিয়েছে। ইন্ডিব্লগার.ইন এর ডাটাবেস ব্যবহার করে নেটওয়ার্ক পর্যালোচনার জন্য লিঙ্ক ইফ্লুয়েন্সের মতো টুল ব্যবহার করে দেখা যেতে পারে।

আপনি যদি এই স্টাডির আরো বিশদ বর্ণনা চান, বা কোন পরামর্শ থাকে বা অন্য কোন কাজের উপাত্ত নিয়ে আমাদেরকে নতুন ধরনের পর্যালোচনা দিয়ে সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গৌরভ মিশ্র বা রেনি রেভিন এর সাথে বা মূল ইংরেজী পোস্টে অনুগ্রহ করে একটি মন্তব্য করুন।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .