একটি পোস্ট লিখে গ্লোবাল ভয়েসেস এডভোকেসিকে সাহায্য করুন ১২০০ ডলার জিততে

গ্লোবাল ভয়েসেস এডভোকেসিকে সাহায্য করুন ১২০০ মার্কিন ডলার জিততে! এই অর্থ আমাদেরকে সাহায্য করবে অনলাইনে বাক স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সাহায্য করতে, আর বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাকটিভিস্ট আর ব্লগারদেরকে নিষেধাজ্ঞা এড়ানো ও প্রতিবাদের পন্থা ও উপায় সম্পর্কে জানাতে। আপনাকে কেবল নিজের ব্লগে একটা পোস্ট লিখতে হবে, যার মধ্যে এই কথা থাকবে…

“আমি গ্লোবাল ভয়েসেস এডভোকেসীর জন্য ভোট করছি, কারন… (আপনার নিজের কথা এখানে লিখুন)।

আর… খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এই লেখাটা আপনার পোস্টে কপি পেস্ট করতে হবে।

This blog post is part of Zemanta's “Blogging For a Cause” (http://www.zemanta.com/bloggingforacause/) campaign to raise awareness and funds for worthy causes that bloggers care about.

জেমান্টা ব্লগিং টুলের একটা ভালো এড অন (সংযুক্তি)। তারা এই প্রতিযোগীতা আরম্ভ করেছে যাতে দাতব্য কাজে ব্লগিংকে উতসাহিত করা যায়। যে পাঁচটা ব্লগ সব থেকে বেশী ভোট পাবে তারা প্রত্যেকে ১২০০ মার্কিন ডলার করে জিতবে।

পোস্ট লেখার শেষ সময় ৬ই জুন, ২০০৯।

অনলাইনে প্রচুর ব্লগ আর সামাজিক ক্যাম্পেইন আছে, কিন্তু গ্লোবাল ভয়েসেসে আমরা মনে করি যে ব্লগারদের একসাথে থাকা জরুরী বিশেষ করে একে অপরকে সমর্থন করা যখন অনেক দেশের ব্লগাররা হয়রানীর সম্মুখীন হন, জেল বা নির্যাতনের ভয় থাকে তাদের কাজের জন্য। বলাই বাহুল্য যখন বিরোধী মতামত প্রদর্শন করলে তাদের ব্লগ ফিল্টার বা সেন্সর করা হয় কর্তৃপক্ষ দ্বারা।

ওয়েবে ভাষ্যের স্বাধীনতা সবাইকে প্রভাবিত করে, কেবলমাত্র ব্লগারদের না। এটা মানবাধিকার, আমাদের ইচ্ছামতো কথা বলা আর পড়ার অধিকার। গ্লোবাল ভয়েসেস এডভোকেসি বিশ্বব্যাপি অনলাইন সেন্সরশীপের ব্যাপারটা প্রতিদিনের পোস্টে তুলে ধরে, আর ওয়েব ২.০ সেন্সরশীপের একটা মানচিত্র আছে তাদের কাছে। কিছু গাইডও আছে যেমন ওয়ার্ডপ্রেস আর টর দিয়ে বেনামী ব্লগিং বা বিশেষ লক্ষ্যের জন্য ব্লগিং যা অনেক ব্লগার প্রশংসা করেন।

আর পরিশেষে…

… গ্লোবাল ভয়েসেস এডভোকেসীর জেতার সম্ভাবনা তৈরির জন্যে, আমাদের আপনাদের সাহায্য দরকার প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য অন্যদের সমর্থনের। খুব ভালো হয় যদি আপনারা এটাকে মীম হিসাবে ব্যবহার করেন আর এটা অন্য ৩-৫ জন সহব্লগারদের দেন/ নিয়োগ করেন এতে যোগ দেয়ার জন্য।

প্রিয় বন্ধু,

আপনি হয়তো শুনেছেন বিভিন্ন দেশে ব্লগারদের গ্রেপ্তার বা নির্যাতনের কথা, বা অন্যায়ভাবে ওয়েবসাইটকে সেন্সর করা। আমার মনে হয় ব্লগার হিসাবে এর বিরুদ্ধে আমাদের অবস্থান নেয়া দরকার।

যারা প্রকাশের স্বাধীনতার সপক্ষে বিশ্বের ব্লগারদের সাথে কাজ করে তাদের মধ্যে অন্যতম গ্লোবাল ভয়েসেস এডভোকেসি। এটা সামি বেন ঘার্বিয়া দ্বারা পরিচালিত একটা ব্লগ, যিনি নিজে নির্বাসনে থাকা একজন ব্লগার, আর আছে বিভিন্ন লেখকদের দারুন একটা টীম।

আমাদের একটা সুযোগ আছে গ্লোবাল ভয়েসেস এডভোকেসিকে ১২০০ মার্কিন ডলার জিতিয়ে দেয়ার আমাদের নিজেদের ব্লগে কেবলমাত্র একটা পোস্ট লিখে আর এখান থেকে কপি করে একটি ছোট টেক্সট সেখানে ঢুকিয়ে:

আসুন এটা করি!?

আপনার বন্ধু

টুইট এবং লিঙ্ক করুন আর আপনার ভালোবাসা দেখাবেন?

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .