কোস্টা রিকার ব্যান্ড মাল্পায়েস তাদের সাম্প্রতিক সিডির প্রথম সিঙ্গেলের ভিডিও প্রকাশ করেছে। দ্যা বাটারফ্লাই এফেক্ট নামক এই ভিডিওটি অন্যগুলোর থেকে আলাদা কারন এর মধ্যে ভক্তদের পাঠানো ভিডিও ক্লিপ আছে যা তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। উন দিয়া লেজানো (দূরের এক দিন) অ্যালবামের অংশ এই নতুন ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়।
ফেব্রুয়ারিতে ক্রিস্টান কাম্ব্রোনিরো তার ব্লগ ফুসিল দে চিস্পাসে লিখেছিলেন এই দলের ভিডিওতে অংশগ্রহণের অনুরোধ সম্পর্কে:
Es la primera vez que una banda nacional incursiona en un modelo que ya ha sido explotado ampliamente gracias a las posibilidades de la red. Habrá que pelar los ojos para ver el resultado.
স্প্যানিশে মাল্পায়েসের মানে খারাপ দেশ, আর এটা ছোট তীরবর্তী এক এলাকার নাম যার থেকে ব্যান্ডটার নাম এসেছে। মাল্পায়েস শহর সম্প্রতি জনপ্রিয় হয়েছে স্থানীয় আর আর্ন্তজাতিক পযর্টকদের কাছে, আর ওখানের শিল্পী, বাদক আর পর্যটক যারা ওখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা বেশ প্রানবন্ত লোক। নীচের ভিডিও হচ্ছে দ্যা বাটারফ্লাই এফেক্ট গান সম্পর্কে ভক্তদের ভিডিও জমা দিতে চেয়ে ব্যান্ডের আহ্বান। ভক্তদের বলা হয় ভিডিও পাঠাতে যেকোন গ্যাজেট ব্যবহার করে: পেশাগত ক্যামেরা, ছোট ডিজিটাল ক্যামেরা বা মোবাইল থেকে।
যারা ভিডিও পাঠিয়েছিল যার থেকে পরে বাছাই করে মূল ভিডিওতে নেয়া হয়েছে তাদের জন্যে রয়েছে ব্যান্ডের সিডি, ভিডিও কন্সার্টের টিকিট আর স্বীকৃতি। বিজয়ীদের তালিকা এখানে আর মূল ভিডিও এখানে:
মাল্পায়েসের আরো গান আপনারা ওদের মাইস্পেস পাতায় শুনতে পারেন, আর ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওদের গিটার তব্লাচুর ডাউনলোড করতে পারেন কিছু গানের জন্য যদি আপনি নিজে নিজে মিউজিকের তালে গাইতে চান।