চীনে ইন্টারনেট নাগরিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাড়িয়েছে। নাগরিকরা সেখানে নীতি নির্ধারনী বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং কর্তৃপক্ষের সমালোচনা করে। যে কোন নামে লগইন করার সুবিধা ইন্টারনেট দেয়, তার ফলে এর ব্যবহারকারীরা প্রায় নিশ্চিতভাবে বিশাল স্বাধীনতা পায়। তবে এই সমস্ত সুবিধাভোগী ব্যবহারকারীদের বঞ্চিত করার চেষ্টা করা প্রতিনিয়ত করা হচ্ছে। খুব বেশী দিন আগের কথা নয়, সাংহাইতে একজন তরুণকে এ কারনে গ্রেফতার করা হয় কারন সে তার নিজ শহরের সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল। এরপরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ শত শত মাইল পথ পাড়ি দিয়ে সাংহাইতে গিয়ে তাকে পাকড়াও করে। তার আগে তাদের নিশ্চিত হতে হয়েছে যে এই তরুণই সেই ব্লগার।
এখন হাংজুর স্থানীয় কর্তৃপক্ষের মনে হচ্ছে যে এই চেষ্টাকে তারা আরো প্রসারিত করবে। নগর কংগ্রেস এক বিশেষ আইন তৈরী করছে যার ফলে সকল স্থানীয় ইন্টারনেট ব্যবহারকারী, যার মধ্যে ব্লগারও রয়েছে তারা অবশ্যই তাদের আসল নাম দিয়ে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করবে।
ওয়েস্ট-অফ-লেক ওয়েস্ট -এর একটি পোস্ট ইদানিং ইন্টারনেটে খুবই জনপ্রিয়। সে তার একটি লেখা পোস্ট করেছে। এই ব্লগ-এ ১লা মে থেকে বলবৎ হওয়া এই আইনের ব্যাপারে বিস্তারিতভাবে বেশ কয়েকটি লেখা পোস্ট করা হয়। সিটি কংগ্রেস দ্বারা পাস করা ও বলবৎ করা এই আইনের নাম রেগুলেশন অন প্রোটেকশন অফ কম্পিউটার ইনফরমেশন এন্ড ইন্টারনেট সেফটি (কম্পিউটার তথ্য ও নিরাপত্তা নিয়ন্ত্রণ আইন)।
এই ব্লগার উক্ত আইনের ১৮ নাম্বার অনুচ্ছেদে আবিস্কার করছে যে:
…..应当记录上网用户的上网时间,用户帐号,互联网网络地址或者域名,主角电话号码等信息。
ব্লগার প্রশ্ন করেছে
我要问的是,如果我去杭州百货大楼去买某品牌的衣服,我需要向杭州大厦登记我的姓名,地址,身份证号码么?有这样的道理么?凭什么我去上网,我的上网信息要被他们记录。你给我个理由,你问过我们没有?
তারপর তিনি অনলাইনে ১৯ নম্বার অনুচ্ছেদ উপস্থাপন করেছেন:
提供电子公告,网络游戏和其他即时通信服务的,具有用户注册信息和发布信息审核功能的,并如实想起申请开设上述服务的用户的有效身份证明。电子公告指的是户料网上的论坛,聊天室,留言板,博客等交互形式。
তিনি যে আইনটিকে সবচেয়ে মজার বলে মনে করেছেন:
鼓动公众恶意评论他人,公开发布他人隐私,或者通过暗示,影射等方式,对他人进行人身攻击的。
তিনি এই অনুচ্ছেদ নিয়ে মজা করেছেন:
再说了,我想请教法律专家,如何操控定义恶意评论他人,更如何在法律的框架下定义影射与暗示。我说,在杭州有一个姓王的胖子很坏,我是不是影射那个胖子王姓市委书记?
সবশেষে লেখক বলেছেন তিনি মের ১ তারিখ থেকে অপরাধী বলে বিবেচিত হবেন,কারন
注意,我这篇帖子违反了法律:首先没有身份登记,还有鼓动公众恶意评论,第三,我还可能影射了一个胖子,这个胖子有人说是苹果王,有人说是王苹果,还有pgw,还有王书籍。。。
আমি বিপদজনক মন্তব্য করেছি এবং তৃতীয়ত আমি মোটা লোক বলে স্পষ্ট শব্দ উচ্চারণ করেছি, যাকে কেউ বলতে পারে এটাও ওয়াংকে বলা হয়েছ, এখানে কেউ বলবে এটা ওয়াং এ, কেউ বলবে তা ওয়াং বি কে উদ্দেশ্য করে বলা হয়েছে এবং তৃতীয়জন বলবে এটি দলের সভাপতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে…. কাজেই কে ঠিক?
我们该怎么面对这份法律,我们以后还能怎么说话?我们还有没有批评权利?谁能保证我们在批评的时候的权利?
我们向全国网友求救。、。。。