মোহাম্মাদ এম. রাদওয়ান তার ব্লগ সোবারহাইতে গল্পটি আমাদেরকে বলেন:
এবং মাদির বাসিন্দারা যখন অচেতনভাবে ঘুমাচ্ছিল, হেলোয়ানের নিয়ন্ত্রণের প্রথম লক্ষণ মাদির শহুরে ভূপটে রাতারাতি কুৎসিতভাবে ফুটে ওঠে। হঠাৎ করে কোন আলামত ছাড়াই জেলার সমস্ত প্রবেশপথে (উপরের) এই বিভৎস বিলবোর্ডগুলি লাগানো হয়েছে, যেন রাতারাতি কিছু শয়তানের কাজ।
মোহাম্মাদ এর পরে সিদ্ধান্ত নেন অসৌন্দর্যের বিরুদ্ধে তার ক্ষোভ ও প্রতিবাদ ঠিক পথে পরিচালিত করার এবং তিনি একটি ফেইসবুক গ্রুপ তৈরি করেছেন: মাদি ও হেলোওয়ান এর গভর্নার, দয়া করে এই বিলবোর্ডগুলি নামান নামে।
মোহাম্মাদ বলছেন যে এই ফেইসবুক গ্রুপ:
এই জঘন্য দানবগুলি নিচে নামানোর জন্য ওকালতি করা এবং বাইরের বিজ্ঞাপনের ব্যাপারে কঠোর নিয়মকানুনের প্রয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠিত। আর সমগ্র কায়রোর শহরতলীতে নতুন বিলবোর্ড নির্মাণে নিষেধাজ্ঞা দেয়া আর ইতিমধ্যে রয়েছে এমন বিলবোর্ড ব্যবহারে নিয়ন্ত্রণ করা যা কায়রো শহরের নান্দনিকতা সংরক্ষণ করবে।
আমরা অনুরোধ করব যাতে সরকার রাজধানীর ওপর আরও বেশি কঠোরভাবে ভবন কোড আরোপ করেন বিলবোর্ড নিয়ন্ত্রণের জন্য আর একটা আইন ও নিয়ন্ত্রণ কেন্দ্র গঠন করেন সমস্ত বহি:প্রচার নিয়ন্ত্রণের লক্ষ্যে।
ফেইসবুক গ্রুপে, মোহাম্মাদ ছাড়াও মাদির অনেক বাসিন্দা, প্রেমিক আর উৎসাহী প্রচারণাটি জোরালোভাবে চালিয়েছেন।
মোহাম্মাদ প্রচরণাকরীদের উদ্দেশ্য করে বলেছেন:
যদি আপনি মাদি আর কায়রো নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে সচেতনতা বাড়ান আর আপনার কন্ঠ তুলুন। আমরা সমস্ত প্রাসঙ্গিক সরকারি অফিস এবং প্রতিষ্ঠান এবং মিডিয়া আউটলেটে পাঠানোর জন্য একটি ই-মেইল টেমপ্লেট প্রস্তুত করছি। আমরা মিডিয়াকে ই-মেইল করব, (রেডিও এবং টিভি) টকশোতে এটা নিয়ে আলাপ করবো এবং আমাদের আপত্তি জানাবো।