বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর প্রধান কার্যালয়ে গোলাগুলি আর সংঘর্ষের খবর নিয়ে লাইভ ব্লগিং করছে আনহার্ড ভয়েসেস। মনে হচ্ছে এটি একটি বিদ্রোহ এবং বেশ কিছু সিনিয়র অফিসার মারা গেছে বলে জানা গেছে। আরও খবর ও পর্যালোচনা পাওয়া যাবে দ্য থার্ড ওয়ার্ল্ড ভিউ এবং বিডিফ্যাক্ট ব্লগে।