নামকরা ব্লগার (প্রোস্টেট ইন ফ্লেম) ও ঔপন্যাসিক জু লাই তার একটি বক্তৃতার পর বেইজিং এর ওয়ান স্ট্রীট নামক একটি বইয়ের দোকানে আততায়ীদের দ্বারা ছুরিকাহত হয়েছেন। জুলা এবং ডাবলিফ এ নিয়ে সর্বশেষ সংবাদ জানিয়ে যাচ্ছেন টুইটারের মাধ্যমে। গ্লোবাল ভয়েসেস এডভোকেসীতে আরও তথ্য আছে।